তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
বলিষ্ঠ এই কণ্ঠস্বর
যদি রাখি নীরব,
আগাছায় যাবে ভরে
দেখো ভাই সাহাব ।
সততার সাহসে তাই
এসো তুলি আওয়াজ,
ওই নীতিহীন মসনদ
উঠুক কেঁপে আজ !
নীরবে আর কত
দেখতে তুমি চাও ?
আমরাতো চাই শুধু
সৎ হয়ে যাও ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন