তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
আজ প্রয়োজন খুবই প্রয়োজন
ওই জাগ্রত বিবেক,
স্বদেশ সুরভিত হবেই তবে
এই নজির আছে অনেক ।
একজন সাহসী সৎ হলে
অন্যায় রাহাজানি রুখে ফেলে,
সত্যের পথে বীরের মতো
মাথা উঁচিয়ে কথা বলে ।
আজ সেই মানুষের খুবই প্রয়োজন
এই দেশ বাঁচাতে ।
আজ প্রয়োজন…….
স্বদেশ ভাঙার পথে হাঁটছে যারা
তারা খুবই দুর্বল,
জাতি ভেদাভেদ ভুলে গিয়ে তাই
এসো মিলি গলেগল ।
হবে আমাদের বিজয় সুনিশ্চিত
মনের ওই অজানাতে ।
আজ প্রয়োজন…….।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন