তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
তুমি লাগাম ছাড়া বলছো কথা
কেমনে হবে মিত্রু ?
জাতি জেনে গেছে কে বা কারা
এই দেশের শত্রু ।
মিথ্যা রটিয়ে তুমি
বাজারটা'কে করছো গরম,
সংবিধান ভেঙে দিয়ে
আনতে চাও কোন্ নিয়ম ?
সাবধান !
ফ্যাসিবাদী স্বপ্ন দেখার আগে
জাতির দিকে দেখো,
তোমাকেই একদিন ফেলবে ছুড়ে
এ'কথা মনে রেখো ।
সত্যিকারের মানুষেরা
অন্যায়ের সাথে করেনা আপোষ,
বহুরুপী মানুষ গুলোর
খুলেই যাবে মুখোশ ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন