শুক্রবার, ২ মে, ২০২৫

রক্তে স্বাধীন

রক্তে স্বাধীন
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আমাদের রক্তে স্বাধীন এদেশ 
পরাধীন হতে দেব না, 
আমরা কখনোই শকুনের হাতে 
স্বদেশ ছেড়ে দেব না । 

জাতি চিনেছে গাদ্দার কে?
আর কতো দেবে ফাঁকি !
নাটক তো হয়েছে অনেক
এবার ছাড়ো মেকি । 

মানুষের ভুল বুঝিয়ে আর 
কতদিন খেলবে রক্ত খেলা, 
পড়ন্ত বেলা এসেছে দেখো 
এবার শুধরে নেবার পালা । 

নচেৎ! 
ক্ষুদ্র পিপীলিকার দংশনেতেও 
যেমন হয় তীব্র জ্বলন, 
সেই জ্বলনেই ছারখার হবে 
এ'কথা তোমারা রাখিও স্মরণ ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন