মেজাজ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)
তুমি যদি মেজাজ হারাও
ভাঙবে বোনা স্বপ্ন,
শান্তির বুকে উঠবে আগুন,
হারাবে সকল যত্ন।
জানো! সম্পর্ক হারানো মানে
জমে ভুলের পাহাড়,
জীবন যুদ্ধে যাবে হেরে
হারিয়ে যাবে অধিকার।
তাই রাগের বশে বারেবারে
কথায় করোনা আঘাত,
ভেঙে যাবে বিশ্বাসগুলো,
বেড়েই যাবে সংঘাত।।
অর্থ/ব্যাখ্যা:
এই কবিতায় কবি মানুষকে বিশেষভাবে রাগ ও মেজাজ নিয়ন্ত্রণ করার শিক্ষা দিয়েছেন। হঠাৎ মেজাজ হারানো শুধু নিজের ক্ষতিই নয়, বরং সম্পর্ক, ভালোবাসা ও শান্তির পরিবেশকে ধ্বংস করে দেয়।
প্রথম স্তবক:
“তুমি যদি মেজাজ হারাও ভাঙবে বোনা স্বপ্ন, শান্তির বুকে উঠবে আগুন, হারাবে সকল যত্ন।”
👉 মেজাজ হারালে মানুষের শান্তি নষ্ট হয়। যেসব স্বপ্ন যত্নে গড়া হয়েছিল, তা ভেঙে যায়। শান্তির পরিবেশে অশান্তি ও আগুন জ্বলে ওঠে।
দ্বিতীয় স্তবক:
“জানো! সম্পর্ক হারানো মানে জমে ভুলের পাহাড়, জীবন যুদ্ধে যাবে হেরে হারিয়ে যাবে অধিকার।”
👉 রাগের কারণে সম্পর্ক নষ্ট হয়ে গেলে জীবনে ভুল জমতে থাকে। তখন মানুষ জীবনের লড়াইয়ে হেরে যায়, নিজের অধিকারও হারাতে থাকে।
তৃতীয় স্তবক:
“তাই রাগের বশে বারেবারে কথায় করোনা আঘাত, ভেঙে যাবে বিশ্বাসগুলো, বেড়েই যাবে সংঘাত।।
👉 রাগের বশে কাউকে কটু কথা বলা বা আঘাত করলে বিশ্বাস ভেঙে যায়। বিশ্বাস ভাঙলে সম্পর্কেও সংঘাত বাড়ে ।
---
👉 সারকথা: কবিতাটি আমাদের সতর্ক করছে—রাগ নিয়ন্ত্রণ না করলে শান্তি নষ্ট হয়, সম্পর্ক ভাঙে, জীবনে হারাতে হয় অনেক কিছু। তাই রাগ নয়, ধৈর্য ও বোঝাপড়াই জীবনের সঠিক পথ।