✍️ তরিকুল ইসলাম খালাসী
দেখে সবাই একই দৃশ্য,
ভাবনায় নেই মিল,
কারো চোখে স্বপ্ন জ্বলে,
কারো চোখে ঝিলমিল।
কেউ পায় সুখের ইঙ্গিত,
কেউ খোঁজে দোষ,
কেউ বোঝে হৃদয়বাণী,
কারো জ্বলে আফসোস।
ঘৃণার চোখে দেখলে সবই
লাগে কেবল কালো,
ভালোবাসার চোখে দেখো—
পাবে আশার আলো।
হিংসা খোঁজে অপবাদে,
ভালোবাসা চায় মন,
দৃষ্টিভঙ্গি বদলালেই
বদলে যায় জীবন।
তাই তো ভাবনা শুদ্ধ করো,
খুলে দাও অন্তর,
নিজের চোখেই বদলে যাবে
এই পৃথিবীর ঘর।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন