শুভাকাঙ্ক্ষী
✍️ তরিকুল ইসলাম খালাসী
তোমার আমার শুভাকাঙ্ক্ষী
আছে অনেক ভাই,
তাদের ভালোবাসা পেয়ে
হৃদয় ভরে যায়।
কারো সাথে পথ চলেছি
ভালোবাসার টানে,
কারো চোখে মমতা ছিল
নিঃস্বার্থ প্রাণখানে।
তারা সবাই থাকলে দূরেও
ভোলে না এই মন,
তারাই আমার আপন,
তারাই প্রিয় জন।
তাদের তরেই দোয়া করি
নীরব রাতে উঠে,
রব, তুমি হেফাজত করো,
চাই না পাপের ছিঁটে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন