বুধবার, ২ জুলাই, ২০২৫

মনের জং

মনের জং

✍️ তরিকুল ইসলাম খালাসী

মনে যদি জং ধরে যায়
হৃদয় হবে কালো,
কেমন করে রাখবে তুমি
মনটাকে ভালো?

অভিমান আর হিংসার তোমার
হৃদয় কুরে খায়,
দুঃখে ভরে মনটা তখন
ভালবাসা মুছে যায়।

অসৎ ভাবনা তোমার আমার
হৃদয় করে ভার,
ভালো স্বপ্ন দেখতে হলে
মন করো পরিষ্কার।

ক্ষমার বাতাসে, মমতার রৌদ্রে
মরিচা করো দূর,
দেখবে তখন জীবন হবে
ভালোবাসায় ভরপুর।। 

সারাংশ : 

এই কবিতাটি আমাদের শেখায় — মনকে পরিচ্ছন্ন রাখা, হিংসা-অভিমান থেকে মুক্ত থাকা, ক্ষমা ও মমতার চর্চা করা কতটা জরুরি। কারণ মনই মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে, আর সেই মন যদি মরিচা ধরা হয়, তবে সব ভালো গুণ ঢেকে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন