তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)
মনে যদি জং ধরে যায়
হৃদয় হবে কালো,
কেমন করে রাখবে তুমি
মনটাকে ভালো?
অভিমান আর হিংসার তোমার
হৃদয় কুরে খায়,
দুঃখে ভরে মনটা তখন
ভালবাসা মুছে যায়।
অসৎ ভাবনা তোমার আমার
হৃদয় করে ভার,
ভালো স্বপ্ন দেখতে হলে
মন করো পরিষ্কার।
ক্ষমার বাতাসে, মমতার রৌদ্রে
মরিচা করো দূর,
দেখবে তখন জীবন হবে
ভালোবাসায় ভরপুর।।
অর্থ/ব্যাখ্যা:
এই কবিতায় কবি মানুষের অন্তরের দূষণ বা খারাপ চিন্তার কথা বলেছেন। অভিমান, হিংসা, অসৎ চিন্তা—এসব মনকে মরিচার মতো গ্রাস করে, যার ফলে ভালোবাসা ও শান্তি মুছে যায়। তাই কবি বলেছেন, ক্ষমা ও মমতার আলোয় মনকে শুদ্ধ করতে হবে, তাহলেই জীবন ভরে উঠবে ভালোবাসায়।
---
প্রথম স্তবক:
“মনে যদি জং ধরে যায়
হৃদয় হবে কালো,
কেমন করে রাখবে তুমি
মনটাকে ভালো?”
👉 কবি প্রশ্ন তুলছেন—যদি মন খারাপ চিন্তা আর দূষণে ভরে যায়, তবে হৃদয় অন্ধকার হয়ে যাবে। তখন মনকে ভালো রাখা সম্ভব নয়।
---
দ্বিতীয় স্তবক:
“অভিমান আর হিংসার তোমার
হৃদয় কুরে খায়,
দুঃখে ভরে মনটা তখন
ভালবাসা মুছে যায়।”
👉 অভিমান ও হিংসা মানুষের হৃদয়কে গ্রাস করে। তখন মন দুঃখে ভারী হয়ে যায়, আর ভালোবাসা হারিয়ে যায়।
---
তৃতীয় স্তবক:
“অসৎ ভাবনা তোমার আমার
হৃদয় করে ভার,
ভালো স্বপ্ন দেখতে হলে
মন করো পরিষ্কার।”
👉 অসৎ চিন্তা মনকে ভারাক্রান্ত করে তোলে। কিন্তু ভালো স্বপ্ন দেখতে চাইলে মনকে পরিষ্কার করতে হবে।
---
চতুর্থ স্তবক:
“ক্ষমার বাতাসে, মমতার রৌদ্রে
মরিচা করো দূর,
দেখবে তখন জীবন হবে
ভালোবাসায় ভরপুর।। ”
👉 কবি সমাধান দিচ্ছেন—ক্ষমা ও মমতা হলো সেই শক্তি, যা মনের মরিচা দূর করতে পারে। যখন মন পরিষ্কার হবে, তখন জীবন ভরে উঠবে ভালোবাসায়।
---
👉 সারকথা:
এই কবিতার মূল শিক্ষা হলো—অভিমান, হিংসা ও অসৎ চিন্তা দূর করে ক্ষমা ও মমতার মাধ্যমে মনকে শুদ্ধ করলে জীবন শান্তি ও ভালোবাসায় ভরে উঠবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন