✍️ তরিকুল ইসলাম খালাসী
নিজস্বতা হারিয়ে গেলে
হারিয়ে যাবে সুখ,
পদে পদে ভাঙবে তখন
আশা ভরা বুক।
সাহস রেখে রাখো তুমি
ওদের চোখে চোখ,
ওরা জানুক তুমি সদা
সত্য পথের লোক।
ভিড়ের মাঝে গা ভাসালে
পাল্টে যাবে রঙ,
তোমার হারিয়ে যাবে ব্যক্তিত্ব
পড়বে শুধুই জং।
চলনে তাই থাক দৃঢ়তা,
বলনেও হোক বাঁধন,
ভিতর যত থাকবে সৎ
হবে ফুলের মতন।
চেহারাতে যায় না চেনা
ভেতরের ওই মন,
ব্যক্তিত্ব গড়তে হলে
আগে গড়ো এই জীবন ।।
সারাংশ:
এই কবিতায় ব্যক্তিত্ব বলতে বোঝানো হয়েছে — নিজের চিন্তা, সাহস, সততা ও স্বকীয়তা বজায় রেখে চলা। সমাজের ভিড়ে নিজেকে হারিয়ে না ফেলে, দৃঢ়তা ও মুল্যবোধ ধরে রাখার নামই সত্যিকারের ব্যক্তিত্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন