জীবন
✍️ তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)
জীবন তোমার রবের দেওয়া
অশেষ নিয়ামত,
সত্য পথে চললে তিনি
দেয় বরকত।
মিথ্যার পথে গেলে পাবে
ভ্রান্তি আর ক্ষয়,
রবের থেকে মুখ ফেরালে
নাই কারো আশ্রয়।
দুনিয়াটা এক পরীক্ষাগার,
কেটে যাবে দিন,
নেক আমলেই পার হবে
রেখো না তাই ঋণ।
তাওবা করে ফিরো পথে
নয় বেশি সময়,
সুযোগ মতো নাও চেয়ে
নিরব রাতে সেজদায়।
জীবন যেন যায় না বৃথা,
করো কিছু দান,
চলো তুমি সেই পথ ধরে—
যেখানে রহে ঈমান।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন