মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

তুমি মাফ কারি

তুমি মাফ করি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি মাফ কারি দান কারি 
রহিম রহমান, 
মোরা তোমার নামে তাই 
গাই গুনগান । 

তোমার অসীম পাওয়া পেয়ে 
ধন্য হয়েছি মোরা, 
তবুও তোমায় গেছি ভুলে 
হয়েছি পথ হারা । 
ক্ষমা করে দাও রহিম 
তোমার এই বান্দার । 
তুমি মাফ করি…………… 

তোমার আদেশ ভঙ্গ করে 
করেছি অপরাধ, 
বারেবারে তোমার কাছে তাই 
করি ফরিয়াদ ।
কবুল করো হে দয়াময় 
তোমার এই বান্দার । 
তুমি মাফ কারি……………।। 
________________________________
লেখা: হায়দ্রাবাদ থেকে ফেরার পথে ট্রেনে,
সময়: 08:30am
তারিখ: 19/11/2024 
__________________________________ 
বিঃ দ্রঃ- আমাকে না জানিয়ে কেউ সুর করবেন না


বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

ভালো হয়ে চললে

ভালো হয়ে চললে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

ভালো হয়ে চললে
ভালো থাকে মন, 
ভালো দিয়ে পথ চলা
হোক সারাক্ষণ ।

ভালো কিছু রেখে যদি
যাও তুমি ভবে, 
সে ভালোর বদলা 
ওই হাশরেতে পাবে । 
তাই ভালো কাজে সদা এই 
পড়ে থাক মন, 
ভালো দিয়ে পথ চলা
হোক সারাক্ষণ । 
ভালো হয়ে………… 

ভালো পথে সদা তুমি 
করো আহবান, 
পুষ্পেরা দেবে তবে 
সুখময় ঘ্রাণ । 
বাগানটা যাবে ভরে 
মনের মতন ।
ভালো দিয়ে পথ চলা
হোক সারাক্ষণ । 
ভালো হয়ে………… ।। 
________________________________
লেখা: হায়দ্রাবাদে যাওয়ার পথে ট্রেনে,
সময়: 09:35am
তারিখ: 14/11/2024 
__________________________________ 
বিঃ দ্রঃ- আমাকে না জানিয়ে কেউ সুর করবেন না

আল্লাহর মদদ

আল্লাহর মদদ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যদি ধৈর্যকে পারো সঙ্গী করতে
আল্লাহর মদদ পাবেই পাবে, 
যদি কাঁটা পথে হাঁটতে না শেখো 
জান্নাতে তবে কি ভাবে যাবে !  

যদি বাঁকা পথ হয় তোমার অতি সহজ 
কেমনে সে পথে নাজাত পাবে!
যদি যায় ঝরে ওই রক্তকণা 
তবে শহীদের কাতারে তুমি রবে । 
সেই আশা বুকে করে 
নাও তুমি সাথী করে  
তবেই তো বিজয় হবে । 
যদি ধৈর্যকে পারো…………. 

যদি কঠিন বিষয় ওই মানুষের দ্বারে 
না ধরে তোলো তুমি সহজ করে ।
যদি তুচ্ছ করে দেখো জীবনটাকে 
মূল্য দিতেই হবে ওই হাশরে । 
সেই আশা বুকে করে 
নাও তুমি সাথী করে  
তবেই তো বিজয় হবে । 
যদি ধৈর্যকে পারো…………. ।। 
________________________________
লেখা: হায়দ্রাবাদে যাওয়ার পথে ট্রেনে,
সময়: 05:50am
তারিখ: 14/11/2024 
__________________________________ 
বিঃ দ্রঃ- আমাকে না জানিয়ে কেউ সুর করবেন না




গল্পের ছলে বলোনা তুমি

গল্পের ছলে বলোনা তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

গল্পের ছলে বলোনা তুমি 
অসৎ কোনো কথা, 
যেসব কথা ধ্বংস করে 
নেকির ওই খাতা। 

ফেরেশতারা ব্যস্ত সদা 
লিখতে তোমার আমল,  
বুঝবে সেদিন আমলগুলো 
আসল কিবা নকল ।
আমলনামা নকল হলে 
লাগবে শুধুই ব্যথা ।
যেসব কথা ধ্বংস করে 
নেকির ওই খাতা ।
গল্পের ছলে………… 

সত্য কথা বলায় যদি 
যায় চলে জীবন,
হাসিমুখে মেনে নিও 
নেই তাতে বারণ । 
মনের মাঝে যদি না জাগে 
ওই শহীদের কথা, 
জানবে তবে শূন্য তোমার 
নেকির ওই খাতা । 
গল্পের ছলে………… ।।

তুমি যদি ঈমান এনে থাকো

তুমি যদি ঈমান এনে থাকো (গান)
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি যদি ঈমান এনে থাকো 
সমস্যা তো থাকবেই তব দ্বারে, 
যদি সে সমস্যা হয় ফাঁসির দড়ি 
হাঁসি মুখে নিও তা বরণ করে । 

ঈমান আনার মানে নয় 
বিলাসী জীবন, 
মন চাইলে তবে রবের 
করবে শরণ । 
এ ঈমান মোনাফিকি করতে শেখায় 
তাই খালিস নিয়তে এসো ফিরে । 
তুমি যদি ঈমান ………… 

আল্লাহর প্রিয় হয়েও নবীগণদের 
পরিক্ষা দিতে হলো, 
মুখে নয় কাজে তাই সাহাবারাও  
ঈমানের তৃপ্তি পেলো ।
সেই ঈমান আমাদের মাঝে দিও রব 
তুমি অনুগ্রহ করে । 
তুমি যদি ঈমান ………… ।। 

________________________________
লেখা: হায়দ্রাবাদে যাওয়ার পথে ট্রেনে,
সময়: 04:00pm 
তারিখ: 13/11/2024 
__________________________________

সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

বাবা আমার প্রিয় বাবা

বাবা আমার প্রিয় বাবা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (কোলকাতা)

রোদ গরমে কষ্ট করে 
বাবা এলো ঘরে,
আমার সুখের জন্যে বাবা 
যায় কর্ম করে । 
রব সেই বাবাকে আদর সোহাগ 
করার সুযোগ দিও, 
আমি ছোট্ট শাফায়াতের দোয়া 
কবুল করে নাও ।
রোদ গরমে……… 

বাবা আমার প্রিয় বাবা 
কখনো ভুলবোনা তোমার, 
তোমার তরে ভালোবাসা 
আমার বুকেরো ভিতর । 

জানি তুমি মোদের তরে 
করো পরিশ্রম, 
পারোনা যে কাজ তবু
ঝরিয়ে ঝাও ঘাম । 
রব সেই বাবাকে আদর সোহাগ 
করার সুযোগ দিও, 
আমি ছোট্ট শাফায়াতের দোয়া 
কবুল করে নাও । 
রোদ গরমে……… ।। 


তুমি ধিক্কার দাও ধিক্কার

তুমি ধিক্কার দাও ধিক্কার  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি ধিক্কার দাও ধিক্কার 
পারোনি নিজেকে গড়তে, 
রবের থেকে পেয়েছো জ্ঞান 
পারোনি কাজে লাগাতে । 

তুমি শ্রেষ্ঠ মাখলুকাত গেছো ভুলে তাই 
নৈতিকতার অবক্ষয়, 
তুমি পদে পদে লাঞ্ছিত বঞ্চিত 
হবে পরাজয় । 
তুমি রবের আদেশ ভঙ্গ করে 
চেয়েছো নিজের মতে চলতে, 
তুমি সত্য কথা উচ্চ স্বরে 
পারোনি তাই বলতে । 
তুমি ধিক্কার দাও……………… 

তুমি সৈরাচারীদের দলভুক্ত 
হয়ে আছো, 
তুমি তোমাকেও চিনতে বারেবারে 
ভুলে গেছো । 
তুমি বারেবারে সুযোগ পেয়েও 
পারোনি নিজেকে গোছাতে, 
তুমি সত্য কথা উচ্চ স্বরে 
পারোনি তাই বলতে । 
তুমি ধিক্কার দাও……………… ।।



বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

আমি থাকবো না বেশিদিন

আমি থাকবো না বেশিদিন  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আমি থাকবো না বেশিদিন 
এই পৃথিবীতে, 
নেক আমল সঙ্গী করে 
চাই সঙ্গে নিতে । 

একে একে যাচ্ছে চলে 
আপন প্রিয়জন, 
যেতে হবে ছেড়ে জানি
স্বাদের এই ভূবন । 
আমি যেন মায়ার বাঁধন 
পারি ছেড়ে চলিতে, 
নেক আমল সঙ্গী করে 
চাই সঙ্গে নিতে । 
থাকবো না………… 

দেহ টুকু রবে পড়ে 
মাটির ওই নিচে, 
কি লাভ হবে বলো 
মিথ্যা বুলি বেচে । 
তাই সওদা করে নিতে হবে 
আজাব থেকে বাঁচতে, 
নেক আমল সঙ্গী করে 
চাই সঙ্গে নিতে । 
থাকবো না………… ।।


মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

তুমি দ্বীন জানো না কেমন মুসলমান

তুমি দ্বীন জানো না  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি দ্বীন জানো না 
কেমন মুসলমান, 
তুমি মানো না কুরআন 
কিভাবে পাবে সমাধান !

সমাধান পেতে হলে
রবের পথে, 
কুরআনের আঙিনায় চলো 
এক সাথে । 
আমাদের তরে সেপথ
করে আহবান, 
মহৎ গুণে হও 
তুমি গুণবান । 
তুমি দ্বীন জানো না…………… 

শত শত মানুষ ওই 
পথহারাদের পথে, 
বঞ্চিত হবে জানি 
রবের রহম হতে । 
দয়াময় ক্ষমা করে 
দাও আমাদের, 
তোমার দয়া ওগো 
জানি অফুরান ।
তুমি দ্বীন জানো না…………… ।। 



শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মমিনের দ্বারে এলো

মমিনের দ্বারে এলো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

মমিনের দ্বারে এলো
ফিরে রমজান, 
মমিন তুমি নাও 
গুছিয়ে সামান ।

রহমত বরকত 
নাজাত নিয়ে, 
জীবনটা নাও 
তুমি রাঙ্গিয়ে । 
রবের অনুদান আছে অফুরান 
বাড়িয়ে নাও জীবনের মান । 
মমিনের দ্বারে এলো……………

পাপ মোচনের 
সুযোগ করে,
রোজা এলো 
তব দ্বারে ।
হতাশা ভুলে মনটা খুলে 
নাও বাড়িয়ে তোমার ঈমান । 
মমিনের দ্বারে এলো……………।।