তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
হাশরের মাঠ বড়োই কঠিন
ঋণের বোঝা নিয়ে যেওনা তুমি
ঋণের বোঝা নিয়ে যেওনা ।
যাকে আপন করছো তুমি
সেউ তো কাছে আসবেনা সেদিন
সেউ তো কাছে আসবেনা ।
হাশরের মাঠ বড়োই...............
খিয়াল খুশি যদি
তুমি করো ঋণ,
কি জবাব দেবে ওই
হাশরের দিন !
সেইদিন আশার আগেই তৈরি থাকো
যেওনা ভুলে যেওনা তুমি
যেওনা ভুলে যেওনা ।
হাশরের মাঠ বড়োই...............
কতো পাপ জানিনা
হয়েছে জমা,
হে প্রভু মোদের
করে দিও ক্ষমা ।
এই মিনতি তোমার কাছে প্রভু
করি মুক্তি কামনা মোরা ।
করি মুক্তি কামনা ।
হাশরের মাঠ বড়োই............... ।।