সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

হাশরের মাঠ বড়োই কঠিন

হাশরের মাঠ বড়োই কঠিন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

হাশরের মাঠ বড়োই কঠিন 
ঋণের বোঝা নিয়ে যেওনা তুমি 
ঋণের বোঝা নিয়ে যেওনা ।
যাকে আপন করছো তুমি 
সেউ তো কাছে আসবেনা সেদিন 
সেউ তো কাছে আসবেনা । 
হাশরের মাঠ বড়োই............... 

খিয়াল খুশি যদি 
তুমি করো ঋণ, 
কি জবাব দেবে ওই 
হাশরের দিন !
সেইদিন আশার আগেই তৈরি থাকো
যেওনা ভুলে যেওনা তুমি 
যেওনা ভুলে যেওনা ।
হাশরের মাঠ বড়োই............... 

কতো পাপ জানিনা 
হয়েছে জমা, 
হে প্রভু মোদের 
করে দিও ক্ষমা । 
এই মিনতি তোমার কাছে প্রভু 
করি মুক্তি কামনা মোরা ।
করি মুক্তি কামনা ।
হাশরের মাঠ বড়োই............... ।।

শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

গল্পের ছলেও বলো না তুমি

গল্পের ছলেও বলো না তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

গল্পের ছলেও বলো না তুমি
অসৎ কোনো কথা, 
যে কথা তোমার ধ্বংস করে 
নেকির ওই খাতা । 
গল্পের ছলেও .................. 

কিরামান কাতেবীন ব্যস্ত সদা
লিখতে তোমার অমল, 
বুঝবে সেদিন আমল গুলো 
নকল কি‍'বা আসল । 
সেদিন আমলনামা নকল হলে.. 
লাগবে শুধুই ব্যাথা । 
যে ব্যাথা তোমার ধ্বংস করে
নেকির ওই খাতা । 
গল্পের ছলেও .................. 

সত্য কথা বলায় যদি 
যায় চলে জীবন, 
তবু!হাসি মুখে জীবন দিও 
নেই তাতে বারণ । 
যদি মনের মাঝে না জেগে ওঠে... 
ওই শহীদের কথা ।
জানবে তবে শূন্য তোমার 
নেকির ওই খাতা । 
গল্পের ছলেও .................. ।।


মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

চলো না যায় বেড়াতে

চলো না যায় বেড়াতে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

চলো না যায় বেড়াতে এই শীতে
দূর অজানায়, 
যেখানে পাখিদের কলরবে ভোর হবে 
সেই ঠিকানায় । 
হোকনা সে বহুদুর  
শীত আনন্দে সুমধুর  
চলো না কন্ঠ ছাড়ায় ।
চলো না যায় বেড়াতে........... 

যেখানে হিমেল হাওয়া ওই
যায় বয়ে যায়, 
যেখানে শিশির ভেজা বনে দুটি 
পা ভিজে যায় ।  
যেখানে ফুল গোলাপী ছড়ায় সুরভী
আপন ভাবনায় ।
চলো না যায় বেড়াতে এই শীতে
দূর অজানায়...
চলো না যায় বেড়াতে...........

এই ধরাতে রবের সৃষ্টি 
কতো'ই যে নিয়ামত, 
রাতে দিনে অজানাতে
মোরা করি উপভোগ । 
চলো না ওই কুয়াশার মাঝে আশার 
চাওয়া'টি চেয়ে নিই ।
চলো না যায় বেড়াতে এই শীতে
দূর অজানায়...
চলো না যায় বেড়াতে...........।।



শিক্ষা নিয়ে মোরা হবো'ই বড়ো

শিক্ষা নিয়ে মোরা হবো'ই বড়ো  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

শিক্ষা নিয়ে মোরা হবো'ই বড়ো 
জ্ঞনের প্রতি তাই ভালোবাসা, 
দিকে দিকে ছড়াবো তাই সে জ্ঞান 
মোরা কলিঙ্গা নূর মাদ্রাসা । 

মোরা কলিঙ্গা নূর মাদ্রাসা......( একাধিক বার )
আ...আ....আ...... আ..... 

যে শিক্ষা মানুষের দেখাই সুপথ 
আমরা সে পথের পথিক হবো,  
শিক্ষার আঙ্গিনায় গড়বো এ দেশ 
এই প্রতিজ্ঞা'ই এগিয়ে যাবো..
মোরা এই প্রতিজ্ঞা'ই এগিয়ে যাবো । 
এই আশা নিয়ে চলেছি পথে ওই...
ঘোচাবোই হতাশা । 
মোরা কলিঙ্গা নূর মাদ্রাসা ।

মোরা কলিঙ্গা নূর মাদ্রাসা......( একাধিক বার )
আ...আ....আ...... আ..... 

মোরা মানুষের মতো গড়বো মানুষ 
শিখাবো নৈতিকতা, 
দিনেরই শেষে উঠবে গড়ে সে 
শিখবে মানবতা... 
সে শিখবে মানবতা ।
এই আশা নিয়ে চলেছি পথে ওই...
ঘোচাতেই আমানিশা ।
মোরা কলিঙ্গা নূর মাদ্রাসা । 

মোরা কলিঙ্গা নূর মাদ্রাসা......( একাধিক বার ) 
আ...আ....আ...... আ..... ।।

রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

তোমার নজর উদ্ধ যদি হয়

তোমার নজর উদ্ধ যদি হয় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তোমার নজর উদ্ধ যদি হয় 
সময় করবে অপচয়, 
তাই বলবো সদা রবকে তুমি 
করো ও ভাই ভয় ।  

যে নজর তোমার ধ্বংস করে 
ওই আখেরাত, 
অনেক পাওয়ার আশায় দেখো 
ঝরে যায় হায়াত ।
নেক নজর দিয়ে দেখো পৃথিবী...
থাকতে সময় ভাই ।
তাই বলবো সদা রবকে তুমি 
করো ও ভাই ভয় ।  

শয়তান তোমার পদে পদে 
করে অনুসরণ, 
ভালো কাজ করতে শুধু 
মন'কে করে বারণ । 
ভালো পথে রাখতে নজর...  
ঈমান আনতে হয় ।
তাই বলবো সদা রবকে তুমি 
করো ও ভাই ভয় ।। 




শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

নেশা মুক্ত করতে সমাজ

নেশা মুক্ত করতে সমাজ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

নেশা মুক্ত করতে সমাজ 
করো যদি অঙ্গীকার, 
রবের পক্ষ থেকেই পাবে 
মদদ হাজার হাজার । 

এ ওয়াদা করেছেন 
স্বয়ং রব, 
মমিনে'রা করে তাই 
অনুভব । 
তুমি বিচলিত হয় দেখো... 
মুনাফিক বারবার । 
নেশা মুক্ত করতে......... 

কতো জীবন দেখো ওই 
ধংসের কিনারায়,  
শত শত মায়ের কোল 
প্রতিদিন খালি হয় ।
আর কতোদিন দেখতে হবে...
এ জুলুম কারবার ।
নেশা মুক্ত করতে.........।।

শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

কতো পাপ করেছি প্রভু

কতো পাপ করেছি প্রভু 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কতো পাপ করেছি 
প্রভু জানিনা, 
আমাদের পাপের দিকে 
তুমি দেখোনা। 

রব্বানা...রব্বানা...
রব্বানা...রব্বানা... 
কতো পাপ করেছি ............

তোমারি হুকুম মেনে 
পারিনি চলতে, 
ভুলেছি তোমার কাছে 
সবকিছু চাইতে ।
তবু তুমি আমাদের ভালোবাসো সীমাহীন... 
রব্বানা ।

রব্বানা...রব্বানা... 
রব্বানা...রব্বানা...  
কতো পাপ করেছি ............

তোমারি অবাধ্যতায় কেটে গেছে
দিন রাত,
দ্বীন কায়েমের পথে কতো 
দিয়েছি ব্যাঘাত । 
তবু তুমি আমাদের ভালোবাসো সীমাহীন... 
রব্বানা । 

রব্বানা...রব্বানা... 
রব্বানা...রব্বানা...   
কতো পাপ করেছি ............।।



বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

জাহেলি সমাজ থেকে

জাহেলি সমাজ থেকে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

জাহেলি সমাজ থেকে করো হেফাজত 
ওগো দয়াময়..ওগো দয়াময়,
পাপের কালিমা যেন না লাগে গায়..
হয় শুধু ভয় তাই.. হয় শুধু ভয় । 

যুগে যুগে ফিরাউন 
হয়ে আছে দ্বিগুণ 
সবকিছু করে লয়... সবকিছু লয়, 
মমিনের ঘাঁটি ভেঙে 
বেইমান বেঁচে কিনে 
ঈমান'কে কেড়ে নিতে চায়.. নিতে চায় । 
নামধারী মুনাফিক থেকে করো হেফাজত
ওগো দয়াময়..ওগো দয়াময়, 
পাপের কালিমা যেন না লাগে গায়.. 
হয় শুধু ভয় তাই.. হয় শুধু ভয় । 
জাহেলি সমাজ থেকে..............

দাজ্জাল পদে পদে 
ফেলিতে চাই বিপদে 
তাই লাগে ভয় শুধু... তাই লাগে ভয়, 
ঈমান'টা বুঁদ বুঁদ 
নেই মোদের মজবুত 
এখন কি উপায় বলো... এখান কি উপায় । 
তাই মোদের হিফাজত করো ওগো নাজাত 
ওগো দয়াময়..ওগো দয়াময়, 
পাপের কালিমা যেন না লাগে গায়..
হয় শুধু ভয় তাই.. হয় শুধু ভয় ।
জাহেলি সমাজ থেকে..............।।



মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

তোমাকেই হতে হবে লাশ

তোমাকেই হতে হবে লাশ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তোমাকেই হতে হবে লাশ,
একথা হয়ে আছে ফাঁস ।
তবে কেন রবের প্রতি... 
এতো কম বিশ্বাস !

দাদা এলো বাবা এলো 
আসবে ছেলে জানি,
দাদার কাঁদে নাতির লাশ 
কখনো কি দেখনি ! 
এমন চলে যাওয়াটা'কে... 
করো না উপহাস! 
তোমাকেই হতে হবে.......... 

অট্টালিকা বানাও তুমি 
ক'দিন থাকবে বলে, 
হাজার বছর বাঁচার কি আর
সুযোগ তুমি পেলে? 
তবে কেন স্বপ্নের পিছে... 
জীবন হয় হাঁসফাঁস ! 
তোমাকেই হতে হবে.......... ।।




সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

লাশ

লাশ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কতো লাশ দেখি মোরা 
আমি লাশ নই, 
দম ফুরাবে জেনেও কেন 
রব'কে ভুলে রই । 
কতো লাশ দেখি...... 

এই ধরাতে সৃষ্টি তাহার
আছে যতো মাখলুকাত, 
সেরা সৃষ্টি আমরা মানুষ 
দেখুন কুরআনের আয়াত । 
তবু কেন যায় ভুলে যায়..... 
শয়তানের অনুগত হই ।
দম ফুরাবে জেনেও কেন 
রব'কে ভুলে রই । 
কতো লাশ দেখি...... 

যিনি দিলেন তোমার আমার 
বোঝবার মতো মন, 
তার নিয়ামত কেমনে ভুলে 
যাও রে নাফারমান । 
সময় তোমার আর বেশি নয়.... 
একথা মিছে নই ।
দম ফুরাবে জেনেও কেন 
রব'কে ভুলে রই । 
কতো লাশ দেখি...... ।।