তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
চোখ বুজিয়ে দেখো তুমি
সবই অন্ধকার,
তবে কিসের বড়াই এতো
করো অহঙ্কার..
তুমি করো অহঙ্কার !
চোখ বুজিয়ে....
দিনে দিনে হবে ক্ষতি,
তোমার আমার চোখের জ্যোতি ।
সেই কথা কি ভেবেছো একবার...
তুমি.. ভেবেছো একবার ।
হঠাৎ যেদিন ঘটে যাবে
অসহায় সেদিন হবে,
ভেবে দেখো শতবার....
তুমি..ভেবে দেখো শতবার ।
চোখ বুজিয়ে.....
সব কিছুই ছেড়ে তোমার
যেতে হবে ওই কবর,
কবর বাগে যাওয়ার আগে
নাওগো তুমি খবর...
ও ভাই নাওগো তুমি খবর ।
খবর মতো গড়লে জীবন
জীবন হবে ফুলের মতন
ফুলের মতো জীবন পেলে
পাবে যে আদর....
তুমি পাবে যে আদর ।
চোখ বুজিয়ে.....