সোমবার, ৩১ জুলাই, ২০২৩

চোখ বুজিয়ে দেখো তুমি

চোখ বুজিয়ে দেখো তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

চোখ বুজিয়ে দেখো তুমি 
সবই অন্ধকার, 
তবে কিসের বড়াই এতো 
করো অহঙ্কার..
তুমি করো অহঙ্কার !
চোখ বুজিয়ে....  

দিনে দিনে হবে ক্ষতি, 
তোমার আমার চোখের জ্যোতি ।
সেই কথা কি ভেবেছো একবার...
তুমি.. ভেবেছো একবার । 
হঠাৎ যেদিন ঘটে যাবে 
অসহায় সেদিন হবে, 
ভেবে দেখো শতবার....
তুমি..ভেবে দেখো শতবার ।
চোখ বুজিয়ে.....

সব কিছুই ছেড়ে তোমার 
যেতে হবে ওই কবর,
কবর বাগে যাওয়ার আগে 
নাওগো তুমি খবর...
ও ভাই নাওগো তুমি খবর । 
খবর মতো গড়লে জীবন 
জীবন হবে ফুলের মতন 
ফুলের মতো জীবন পেলে 
পাবে যে আদর....
তুমি পাবে যে আদর ।
চোখ বুজিয়ে.....

কাবার মেহমান

কাবার মেহমান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

কাবার মেহমান তুমি আমার 
নাও করে নাও... আল্লাহ... 
নাও করে নাও, 
নবীর দিদার দাওগো আমায় 
দাও তুমি দাও.... আল্লাহ... 
দাও তুমি দাও । 

কতো কষ্ট সয়েছেন নবী
উম্মতের তরে, 
আমি গুনাহগার এসেছি তাই 
আমার নবীর দিদারে । 
মনের আশা কবুল করে
নাওগো তুমি নাও... আল্লাহ...
নাওগো তুমি নাও ।
কাবার মেহমান তুমি আমার 
নাও করে নাও... আল্লাহ... 
নাও করে নাও । 

হাজার হাজার হাজীরা সব
আসে দিদার পেতে, 
নবীর সাথে চাই যেতে চাই 
ওই জান্নাতে । 
তাদের দলে থাকতে আমার 
দাও তাওফীক দাও... আল্লাহ...
দাও তাওফীক দাও ।
কাবার মেহমান তুমি আমার 
নাও করে নাও... আল্লাহ... 
নাও করে নাও ।।

আইরে আই পাখি

আইরে আই পাখি 
তরিকুল ইসলাম খালাসী
মধ‍্যবেনা,বাদুড়িয়া 

(বাঁচ্চাদের গান)

আইরে আই পাখি.. 
ওরে আইরে আই পাখি,
নতুন দিনে নতুন সুরে 
গান গাইতে ডাকি...
তোরে নতুন দিনে নতুন সুরে 
গান গাইতে ডাকি ।
আইরে আই পাখি.... 
ওরে আইরে আই পাখি...... 

তোর আছে দুটি ডানা.. 
ওরে তোর আছে দুটি ডানা....
আজকে দিনে তোর উড়িতে 
কেউ করেনি মানা ।
তাই তো তোরে ডাকি 
তোরই নতুন ছবি আঁকি.... 
তুই যে হবি সবার কাছে 
অনেক জানাশোনা । 
আইরে আই পাখি.... 
ওরে আইরে আই পাখি......  

তুই যে নয় একা..
ওরে তুই যে নয় একা.....
তোরই সাথে গাইবো মোরা 
হোক না কথা পাকা । 
চল্ যেতে হয় যাবো দূরে  
ওরে মিষ্টি পাখির ছানা । 
আজকে দিনে তোর উড়িতে 
কেউ করেনি মানা ।
আইরে আই পাখি.... 
ওরে আইরে আই পাখি......  

আমরা কঁচি আমরা পাখি 
ওরে আমরাই ভবিষ্যত
নতুন নতুন কথায় তাই 
আজ নেবো শপথ... ‌। 
তাই তো তোরে ডাকি 
তোরই নতুন ছবি আঁকি.... 
তুই যে হবি সবার কাছে 
অনেক জানাশোনা । 
আইরে আই পাখি.... 
ওরে আইরে আই পাখি......

রবিবার, ২৩ জুলাই, ২০২৩

শোনো যে ক্ষমতা তোমাকে

শোনো যে ক্ষমতা তোমাকে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

শোনো যে ক্ষমতা তোমাকে
অন্ধ বানায়, 
সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ভাই !
বলো.. সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ।

তুমি দুদিনের খেল তামাশায় 
করো শুধুই বড়াই, 
বাহাদুরি দেখাও অনেক
সৃষ্টি তাঁরই ধরায় । 
তুমি বধির বোবার থেকেও খারাপ 
নষ্ট সমাজ হয় । 
সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ভাই !
বলো.. সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ।
শোনো যে ক্ষমতা..... 

কথায় কথায় প্রতিশ্রুতি 
তুমি দিয়ে থাকো, 
আহা..কতো জীবন ঝরিয়েছো 
ভেবে দেখো । 
তুমি মানব সমাজ নষ্ট করে  
চাও পেতে চাও জয় ।
সেই ক্ষমতা কেমন করে 
দেবে রেহাই ভাই !
বলো.. সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ।
শোনো যে ক্ষমতা..... ।। 

শনিবার, ২২ জুলাই, ২০২৩

অসহায় মানুষের পাশে আজ

অসহায় মানুষের পাশে আজ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

অসহায় মানুষের পাশে আজ 
নাই কেহ নাই, 
দেখো দিকে দিকে মানবতা 
যায় কেঁদে যায় । 

কতো মায়ের কোলের সন্তান 
ছিঁড়ে খায় শকুনে, 
কতো বোনের লাশ পড়ে
থাকে রেল লাইনে । 
তবুও কেমন করে 
মানুষ গুলো নিরব রয় ।
দেখো দিকে দিকে মানবতা 
যায় কেঁদে যায় ।  

মানুষ গুলো বাঁচার তরে 
করে আহাজারি, 
শত ব্যথা জমা করেও 
নেই উপায় তারি । 
কেমন মানুষ তুমি বলো  
ভালোবাসো হৃদয়ে নাই । 
দেখো দিকে দিকে মানবতা 
যায় কেঁদে যায় ।।

মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

আল্লাহর ভয় করে

আল্লাহর ভয় করে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

আল্লাহর ভয় করে
তাগুত থেকে থাকো দূরে 
ঈমানের হও বলিয়ান, 
তাগুতের ছায়া তলে 
যায় যায় ঈমান ঝরে ।
বারবার আল্লাহ বলেছেন । 

কুরআনের পাতা থেকে
নাও কিছু তুমি শিখে 
নাও চিনে জীবনের ধন.…
নাও চিনে জীবনের ধন । 
এ জীবন দিয়ে তুমি নাও কিনে নাও  
হাশরের দিনের সম্মান... । 
আল্লাহর ভয় করে 
তাগুত থেকে থাকো দূরে 
ঈমানের হও বলিয়ান...
ঈমানের হও বলিয়ান ।

আল্লাহর পথ থেকে 
যারা যারা গেছে বেঁকে 
হয়েছে তারা ধ্বংস.... 
হয়েছে তারাই ধ্বংস । 
সেই ধ্বংস থেকে তুমি নিজেকে বাঁচাও 
আল্লাহ করেছেন ফারমান ।। 
আল্লাহর ভয় করে 
তাগুত থেকে থাকো দূরে 
ঈমানের হও বলিয়ান...
ঈমানের হও বলিয়ান ।। 

সোমবার, ১৭ জুলাই, ২০২৩

তুমি হক তুমিই হক

তুমি হক তুমিই হক
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

গাফুরো গফফার তুমি 
রাহিমো কারিম তুমি 
তুমি শেষ বিচারের মালিক, 
তুমি হক তুমিই হক ওগো খালিক । 

নিয়ামত দিয়েছো কতো 
এই দুনিয়াতে তুমি 
দুঃখ বেদনা.. 
দাও মিটিয়ে তুমি জানি । 
তোমার সম নেই কেহ
নেই নেই মালিক, 
তুমি হক তুমিই হক 
ওগো খালিক । 
গাফুরো গফফার.... 

তোমার শুকর গুজার 
মোরা যতই করি, 
পিপাসিত মন আরো 
করে আহাজারি । 
তোমার পাওয়ার তরে 
সেজদায় নত হই মালিক, 
তুমি হক তুমিই হক 
ওগো খালিক ।।
গাফুরো গফফার.... 





তুমিই সবকিছু দাও জুগিয়ে

তুমিই সবকিছু দাও জুগিয়ে
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তুমি সবকিছু দাও জুগিয়ে
ওগো রব...
তুমি সবকিছু দাও জুগিয়ে
হে আমার রব । 

তুমি এই জমিনে সূর্য দিয়ে 
দিয়েছো আলোর প্রভা, 
নানান রঙে ফুল কুসুমে 
দিয়েছো ভরিয়ে শোভা । 

দিয়েছো ঢেলে বৃষ্টি তুমি 
সৃষ্টি করেছো সব, 
আকাশ পানে চেয়ে চেয়ে 
মোরা করি অনুভব । 
তোমারই দয়ায় দাও ভিজিয়ে 
হে আমার রব । 
হে আমার রব । 

তুমি ভালোমন্দ বুঝবার মতো 
দিয়েছো একটি মন, 
সুখে দুঃখে থাকতে পাশে 
আরো দিলে প্রিয়জন । 

দিয়েছো সুখের জন্য তুমি 
স্ত্রী পুত্র ঘর, 
তবুও তোমায় ভুলেছি সদা 
কাঁদেনা এই অন্তর । 
দাওগো দয়া তোমারই মায়া 
হে আমার রব । 
হে আমার রব । । 

সকল প্রসংশা

সকল প্রসংশা
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া

সকল প্রসংশা ওগো আল্লাহ
শুধুই তোমার, 
দাওগো খুলে তুমি মোদের
মনের দুয়ার । 

হিংসা বিভেদ থেকে আল্লাহ
হেফাজাত করো মোরে,
কবুল করো এই মুনাজাত 
তুলেছি হাত তব দ্বারে ।
তুমি সীমাহীন রব্বুল আলামীন 
হে পরওয়ারদেগার । 
দাওগো খুলে তুমি মোদের
মনের দুয়ার । 

করি ইবাদত কেবল তোমারই 
হে আমার রব, 
চাওয়া পাওয়া নেইতো বাকি
দিয়েছো তুমি সব । 
সরল পথের পথিক বানাও 
চাই তোমার দীদার ।
দাওগো খুলে তুমি মোদের
মনের দুয়ার । । 


মাসজিদ গুলি

মাসজিদ গুলি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

মাসজিদ গুলি বিচারালয়
আবার হয়ে উঠুক, 
এই সমাজের মাঝেতে
শান্তি ফিরে আসুক । 

আসুক ফিরে ওমরের যুগ 
আসুক ফিরে আসুক, 
বিশ্ববাসির মাঝে দাও ছড়িয়ে 
সুখ অফুরন্ত সুখ । 
থাকবে না আর হানাহানি 
মাজলুমানের দুঃখ্ । 
এই সমাজের মাঝেতে
শান্তি ফিরে আসুক । 

যে বিচারে আপন হলেও 
পায় না ছাড়া, 
অপরাধী শাস্তি পাবে 
ধারা এটাই ধারা ।
হোক কায়েম আবার ইনসাফ 
বিশ্ব আবার দেখুক, 
এই সমাজের মাঝেতে
শান্তি ফিরে আসুক । 

রবিবার, ৯ জুলাই, ২০২৩

তুমি ক্লান্ত হয়োনা

তুমি ক্লান্ত হয়োনা
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তুমি ক্লান্ত হয়োনা
এখনো অনেক সময় বাকি,
স্বপ্নের বীজ রোপণ করো 
তোমাকেই অন্তরে রাখি...
মোরা তোমাকেই অন্তরে রাখি.....
তুমি ক্লান্ত হয়োনা..... ।

তুমি ওমরের মতো
শপথ করো, 
আবুবকরের মতো খেলাফত 
কায়েম করো । 
দেখবে তবে তুমি হবে বিজয় 
নিরাপদ পথ পেতে এখনো বাকি....
নিরাপদ পথ পেতে এখনো বাকি ।
তুমি ক্লান্ত হয়োনা..... 

হায়নার দল পিছু নেবে 
তুমি ভয় পেয়োনা, 
হায়নার মতো তুমি নিজেকে 
গড়ে তুলনা । 
আসবে বিজয় দিনের শেষে 
এসো ধৈর্য মোরা রাখি....
এসো ধৈর্য মোরা রাখি ।
তুমি ক্লান্ত হয়োনা..... ।।