রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

যারে তুমি শত্রু ভাবো

যারে তুমি শত্রু ভাবো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

যারে তুমি শত্রু ভাবো
বন্ধু বানাও তারে,
বন্ধুর মতো বন্ধু হবে সে
জগৎ সংসারে ।

ওমর ছিল চরম শত্রু 
প্রিয় নবীজির,
সেই ওমর ইসলামের ওই
প্রথম সারির বীর ।
রবের কাছে চাও গো সাথী
তেমনি করে,
বন্ধুর মতো বন্ধু হবে সে
জগৎ সংসারে ।

বিপদ কালে ওই বন্ধু
প্রথম কাজে আসে,
সুখে দুঃখে পাসে সে তো
থাকে ভালোবেসে,
তোমার দুঃখে পায় যে কষ্ট
বন্ধু বানাও তারে,
বন্ধুর মতো বন্ধু হবে সে
জগৎ সংসারে ।

লেখো গান

লেখো গান
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

লেখো গান
যে গানে আছে জ্ঞান ।
চিনতে সহজ হবে তবে স্রষ্টার বিধান,
বুঝতে সহজ হবে তবে জীবনের মান ।

লেখো লেখো রহিম রহমানের নামে গান,
সর্বদা ওই নামেরই করো গুনোগান ।
আল্লাহ মহান আল্লাহ মহান....
সেই গানেরই সুরে সুরে করো আহ্বান ।

যার দয়াতে আমরা মানুষ সৃষ্টির সেরা দান,
যার ভালোবাসা পেয়ে পেয়েছি সম্মান ।
সেই রবেরই হুকুম মেনে  যাও লিখে যাও গান, 
আল্লাহ মহান আল্লাহ মহান....
সেই গানেরই সুরে সুরে করো আহ্বান ।

তুমি কেমন সৎ বলতে পারো


তুমি কেমন সৎ বলতে পারো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

তুমি কেমন সৎ বলতে পারো
চারিদিকে অন্যায়,
দেখে তবু প্রতিবাদ
করতে পারোনা !
এই সত্যবাদীর বলো কি দাম
একটু ভাববে না,
সময় নষ্ট করে কেন
করো শুধুই ছলনা ।

করো শুধু মুনাফিকি
খোদার হুকুম দাও যে ফাকি,
দুই চোখেতে ভালো কিছু
দেখেও দেখো না ।
মরতে হবে গেছো ভুলে
নেই যে তুমি হকের দলে
ভালো কথা তাইতো তোমার
ভালো লাগে না ।

আপন চিন্তা করে গেলে
সমাজ গেলো রসাতলে
দুর্নীতির ওই ছায়াতলে
হয় যে শুধুই যন্ত্রনা ।
দুঃখির কথা ভাববে কে আজ
তাদের নিয়ে গড়বে সমাজ
এমন মানুষ কোথায় গেল
দেবে তারে সান্ত্বনা ।

তুমি আলোর পথে

তুমি আলোর পথে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

তুমি আলোর পথে
সত্যের মশাল জ্বালবে না!
হেসে হেসে শহীদের কাতারে
সামিল হবে না ।

জ্বলবে আলো ঘুচবে কালো
শান্তিই হবে ঠিকানা ।

ওই যে শিশু পড়ে আছে
পথের ধারে,
কতো যুবক হয় যে ধ্বংস
যুগের ভারে ।
তোমার দৃষ্টি ওদের ওপর
পড়বেনা ভাই পড়বেনা,
হেসে হেসে শহীদের কাতারে
সামিল হবে না ।

আলোর পথের সাথী বানাও
একটি একটি করে,
ইটের পরে আর একটি ইট
যেমন রাখে ধরে ।
তেমনি ভালোবাসা দিতে
ভুলো না ভাই ভুলো না
হেসে হেসে শহীদের কাতারে
সামিল হবে না ।

যে কুরআন দেখিয়ে ছিল

যে কুরআন দেখিয়ে ছিল
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

যে কুরআন দেখিয়ে ছিল
মানুষের ওই মুক্তির পথ,
সেই কুরআন আজও আছে
থাকবে আরো ভবিষ্যৎ ।

তাই তো বলি নাও গো তুমি
কুরআন থেকে জ্ঞান,
বিশ্ব জয়ী হাফেজ যারা
তাদের কতো সম্মান ।
যে কুরআন শান্তি পেতে
দেয় যে তোমার মতামত,
সেই কুরআন আজও আছে
থাকবে আরো ভবিষ্যৎ ।

সুখে দুঃখে বিপদ কালে
যারে পাঠ করিলে,
অন্ধ অবুঝ মানুষটির ও
জ্ঞানের চক্ষু খোলে ।
সেই কিতাব দুই জগতের
হোক যে তোমার সম্পদ,
সেই কুরআন আজও আছে
থাকবে আরো ভবিষ্যৎ ।

পিতা তুমি পিতা হবে

পিতা তুমি পিতা হবে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

যে পিতা চায় না তার
সন্তান হোক কুরআনের পাখি,
হতভাগা সেই পিতা
হতে চাও নাকি ।

পিতা তুমি পিতা হবে
লুকমান হাকিমের মতো,
থাকবে তুমি ইতিহাসের
পাতায় শত শত ।
যাচ্ছে চলে সময় তোমার
রেখো নাকো বাকি,
হতভাগা সেই পিতা
হতে চাও নাকি ।

পিতা তুমি পিতা হবে
ইব্রাহিমের মতো,
সন্তান তোমার খোদার পথে
থাকবে অবিরত ।
এমন সন্তান পেলে তোমার
জুড়িয়ে যাবে আখি,
হতভাগা সেই পিতা
হতে চাও নাকি ।।

বুধবার, ১২ অক্টোবর, ২০২২

সুদের ভারে

সুদের ভারে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

যে সুদের গোনাহ হয় জানি
মায়ের জেনা সমূহ গোনাহ, 
তবু সে সুদ ঘরে ঘরে
হচ্ছে লেনা দেনা ।
কেমন মুসলমান তুমি
থাকো কুলুপ এঁটে
নিজের ভালো এতো টুকু
বুঝতে পারো না ।

ফরজ হুকুম ত্যাগ করিতে
মন্দ লাগে না,
শোষক তুমি শোষণ করে
হাজী  হয়ো না ।
কেমন মুসলমান তুমি
থাকো কুলুপ এঁটে
নিজের ভালো এতো টুকু
বুঝতে পারো না ।

দারিদ্রতা যাচ্ছে বেড়ে
ওই যে সুদের ভারে,
বৈধ যাকাত দাও না তুমি
দুঃখির ঘরে ঘরে ।
কেমন মুসলমান তুমি
থাকো কুলুপ এঁটে
নিজের ভালো এতো টুকু
বুঝতে পারো না ।

সোমবার, ১০ অক্টোবর, ২০২২

মমিন হতে হলে তোমার

মমিন হতে হলে তোমার
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

মমিন হতে হলে তোমার
গড়বে শিশা ঢালা প্রাচীর,
বাতিলের কাছে তবু
নত হবে না শির ।

হালাল হারাম জানতে হবে
মানতে হবে খোদার বাণী,
কাজে কামে সর্বদাতে
নিতে হবে তারই ধ্বনি ।
এই দুনিয়ার সুখের জন্য
তুমি হয়োনা বধির ।
বাতিলের কাছে তবু
নত হবে না শির ।  

সাচ্চা ঈমান আনবে যবে
দ্বীন বিজয় হবেই তবে,
দ্বীনের বাতি জ্বালতে গিয়ে
পদে পদে বাধা পাবে ।
তবেই তুমি বুঝবে সেদিন
আসবে সুদিন ঘুচবে আঁধার ।
বাতিলের কাছে তবু
নত হবে না শির ।  

নবীজীর সাফায়াত


নবীজীর সাফায়াত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

করতে হবে এমন আমল
পাই যেন নাজাত,
নাজাতের অসিলা বানাও
মোর নবীজীর সাফায়াত ।

বিনা হিসাবে হবে তবে
পার হতে পুলসিরোত ।

আরশের নিচে জায়গা পাবে
হবে রবের মুলাকাত ।
যদি তুমি নাও গো মেনে
নবীজীর ওই সুন্নাত ।
জীবন সাজাও সৎ আমলে
পাবে যতদিন হায়াত,
বিনা হিসাবে হবে তবে
পার হতে পুলসিরোত ।

ভালো কাজের প্রতিদানে
তোমায় দেবে জান্নাত,
কথায় কাজে বারে বারে
করোনা গো খিয়ানাত ।
তোমার আমানাত সরণ রেখে
করো রবের মুলাকাত,
বিনা হিসাবে হবে তবে
পার হতে পুলসিরোত ।।

মাহফুজ ভাই তোমারই নাম

আমার প্রিয় শিল্পী মাহফুজ ভাইয়ের স্মৃতি মনে করে গানটি লেখা ।

মাহফুজ ভাই তোমারই নাম
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

মাহফুজ ভাই তোমারই নাম
থাকবে লেখা
সব মানুষেরই অন্তরে ।
সবার হৃদয়
করেছিলে জয়
তোমার মিষ্টি সুরে ।

তোমারই জন্য এই ভুবন
কাঁদে সারাক্ষন,
নেই তুমি এই কথা
শোনেনা মন ।
জানি তুমি আসবে না মন তবু মানে না
মানায় কেমন করে !

কোকিলের কন্ঠ
পেয়ে ছিলে তুমি এই ভবে,
ভালোবাসা দিলে
ভালোবাসা নিবে তোমার স্রোতা ভেবে ।
তোমার ওই কুহুতান শুনতে মন চায়
এসো আমার ফিরে ।


অনুতাপ

অনুতাপ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

পাপে পাপে কেটে যায়
আমাদের জীবন,
এই ভবে একদিন হবেই মরণ ।
সময়ের নাই দাম
ভুল পথেই যতো কাম,
এই ভাবে চলবে আর কতদিন ?

রক্ত ঘামের কষ্ট গুলো
থাকবে পড়ে শুধু এই ভবে,
শূন্য হাতে যেতে হবে 
সব ছেড়ে একা তুমিই রবে ।
আসবেনা কাজে আর ভেবেছো কি একবার ।
হতাশায় কেটে যায় প্রতিদিন ।

তুমি সময়ের সাথে সাথে
করো অনুতাপ,
রবের থেকে তুমি
চেয়ে নাও মাফ ।
হাশরের দিন তবে আরশের ছায়া পাবে
ধন্য হবে তবে সেদিন ।।