সোমবার, ২৩ মে, ২০২২

ধ্বংস হয়ে যাবে তুমি


ধ্বংস হয়ে যাবে তুমি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

হয়োনা তুমি আবু লাহাবের মতো,
আবু জেহেলের মতো,
ধ্বংস হয়ে যাবে তুমি
হয়েছে শত শত  ।

ধ্বংস হয়ে ছিলো দেখো ওই ফেরউন,
ধ্বংস হয়ে ছিলো ওই নমরূদের আগুন ।
ধ্বংস হয়ে ছিলো আরো আবরাহার বাহীনি,
এই কথা সত্য মানি কুরআনের কাহিনী  ।

ধ্বংস হয়ে ছিলো দেখো লূত জাতি,
ধ্বংস হয়ে ছিলো ওই সাদ্দাতের খ্যাতি  ।
ধ্বংস হয়ে ছিলো আরো নূহ নবীর সন্তান,
তাই তো বলি হয়োনা তুমি খোদা পাকের নাফারমান ।

বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

লম্বা জীবন


লম্বা জীবন
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

এই পৃথিবী কাঁদবে রে
তোর জন্য,
লম্বা জীবন পেলি তবু
জাহান্নামে গেলি কিসের জন্য ?

মিথ্যা মায়ায় জীবনটারে তুচ্ছ করে দিলি রে তুই
তুচ্ছ করে দিলি,
তুই অভাগা হতাশা ছাড়া এমন কি বা পেলি
বলনা এমন কি বা পেলি !
থাকতে সময় জীবনটারে দে না প্রাধন্য ।
এই পৃথিবী কাঁদবে রে তোর জন্য  ।

হাঁ হুতাশ তুই যতই করিস মুক্তি পাবিনা
ওরে মুক্তি পাবিনা,
আপন যাকে ভাবিস রে তুই সেউ তো আপন  না
ওরে সেউ তো আপন না ।
জীবন ধারা বদলি করে হকের পথে হ গন্য ।
এই পৃথিবী কাঁদবে রে তোর জন্য ।।

চলার পথে

চলার পথে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

মরন কথা ভেবে ভেবে
চলতে যদি পারো আজ,
তবে তুমি চলার পথে
করবে জানি বৈধ কাজ ।

মিথ্যা চোগলখুরী কি তা জানবে তখন তুমি,
অসৎ থেকে থাকতে দূরে নাও গো কুরআন চুমি  ।
ব্যস্ত মনে শান্তি এনে নাও পরে নাও মনের তাজ,
তবে তুমি চলার পথে করবে জানি বৈধ কাজ  ।

সত্য পথের পথিক হওয়া এটাই তোমার গুপ্ত ধন,
হারাম কাজে লিপ্ত হয়ে কেমনে হারাও সম্মান !
নতুন করে ভাবতে হবে গড়তে হবে এই সমাজ,
তবে তুমি চলার পথে করবে জানি বৈধ কাজ  ।

এই দুনিয়ায় রবনা

এই দুনিয়ায় রবনা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

এই দুনিয়ায় রবনা
তুমি জেনেও কেন জানো না
কেন অন্যায় কাজ করো বলো না  ।
তুমি কেন অন্যায় কাজ করো বলো না ।

মানুষ নামে শ্রেষ্ঠ তুমি
জানি পশুদের সাথে হয় না তুলনা,
মনুষ্যত্ব ভুলে গিয়ে
হায়নার মতো ব্যবহার কেন বলো না ।
কেন অন্যায় কাজ করো বলো না  ।

তুমি মানুষ তোমার  সম্মান
অতি দয়ায় দিয়েছে রহমান  ।
কেমন করে ভুলে গিয়ে
হয়েছো নাফারমান  বলো না  ।
কেন অন্যায় কাজ করো বলো না  ।

আর কতো

আর কতো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আর কতো মায়ের বুক
হবে খালি বলতে পারো,
আর কতো বোনের লাশ
থাকবে পড়ে রক্তাক্ত !

বলো আর কতো জীবন দিলে
শান্তির পথ পাবো ফিরে,
কতো শিশু যায় মারা যায়
পথে ঘাটে ধিরে ধিরে ।

আর কতো বোমা বাজি সন্ত্রাসী করবে তুমি,
কেন গরিব দুঃখীর নিচ্ছো কেড়ে বসত ভুমি ।
তুমি মানুষ রূপে কেমন করে আছো বেঁচে,
পুরুষ নামের নরপশু হায়না সেজে ।।

আমার তুমি মৃত্যু দিও

আমার তুমি মৃত্যু দিও
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আমার তুমি মৃত্যু দিও
বারে শুক্রবার,
মৃত্যুর সময় কালেমা মুখে
দিও আমার  ।

কবরেতে আসবে রেখে
হিসাব সহজ করো,
ওগো দয়াময় মোরা ক্ষমা চাই
মোদের ক্ষমা করো  ।

তোমার দয়া ছাড়া জানি মোরা
হতে পারবোনা পার,
তাদের জন্য রেখেছো তুমি
গহিন অন্ধকার  ।

তুমি কি শুনতে পাও

তুমি কি শুনতে পাও
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

তুমি কি শুনতে পাও
মাজলুমানের ওই কান্না,
তাঁরা যে তোমার কাছে
বিশেষ কিছু চাই না ।

চাই একটু মানবিকতা
দাও বাড়িয়ে হাত,
রবের কাছে করবে ওরা
তোমার জন্যে মুনাজাত ।

তুমি যদি নিষ্ঠুরতার প্রাচীর তুলে দাও,
জালিমের দলে তুমিও হবে অপেক্ষা করে যাও ।

যাহার কেহ নাই
তাহার আছে স্বয়ং খোদা থাকবে যে নিশ্চয় ।

লেখার সময় : ১:০০pm
০৫/০৫/২০২২

আমানতের গুরুত্ব

আমানতের গুরুত্ব
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

মাহাজনের ক্ষতি করে যারা
কাজে দেয় ফাঁকি,
তাঁরা তো আর হয় না বড়ো
এই সমাজে দেখি  ।

আমানতের গুরুত্ব কতো যদি তুমি জানতে,
হাজার বাঁধা আসলেও তবু ওই কথা না ভুলতে  ।
সমাজ গঠনের জন্যে তোমার করতে হবে কাজ,
এই সমাজের তুমিই সেনা মনে রাখতে হবে আজ  ।

বেকারত্বের কষ্ট কতো জানে সেই ভাই,
সচ্ছ ভাবে জীবন যাপন করতে যে চাই ।
পেটের জ্বালা বড়ই জ্বালা তবু সত্যের তরে,
আমার জীবন যাক ফুরিয়ে হই না অনাহারে  ।

লেখার সময়:৮:২২am
০৬/০৫/২০২২

মুসলিম তো সেই

মুসলিম তো সেই
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

মুসলিম কখনো ভিতু হয়না
হয়না সে কাপুরুষ,
মুসলিম তো সেই হবে
মানুষের মতো মানুষ  ।

মুসলিম মুসলিম মুসলিম মুসলিম....

মুসলিম তো সেই যার নির্দেশিকা আল-কুরআন,
মুসলিম তো সেই সর্বদা দেবে প্রমান  ।
মুসলিম কখনো ধোঁকা দেয় না
খাই না সে ঘুষ  ।
মুসলিম মুসলিম মুসলিম মুসলিম....

মুসলিম তো সেই হবে ওমরের মতো চলন,
মুসলিম তো সেই হবে আলীর মতো ধরন  ।
মুসলিম কখনো থেমে যায় না
হকের পথে অটুট  ।
মুসলিম মুসলিম মুসলিম মুসলিম.....

আল্লাহর হক ও মানুষের হক

আল্লাহর হক ও মানুষের হক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

কেউ আল্লাহর হক যদি ফাঁকি দেয়,
তবু তার ক্ষমা হতে পারে,
আল্লাহ যদি ক্ষমা করে । ঐ
তুমি রাহিমু রহমান,
তুমি মালিকি ইয়াওমিদ্দীন  ।

মানুষের হক ফাঁকি দিলে
মানুষ ক্ষমা করে না নিঃশ্চিত,
মরনের পরে কবরে হাশরে
জানাবে তোমায় ধিক  ।
এই কথাই সঠিক  ।

সেদিনের বিচার কঠোর হবে
থাকবে হাসি যারা নিঃশপাপ
তাই তো তোমাকে চলার ওই পথে
নিতে হবে চেয়ে মাফ  ।
গোনাহের খাতা হবে সাফ  ।