ধ্বংস হয়ে যাবে তুমি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
হয়োনা তুমি আবু লাহাবের মতো,
আবু জেহেলের মতো,
ধ্বংস হয়ে যাবে তুমি
হয়েছে শত শত ।
ধ্বংস হয়ে ছিলো দেখো ওই ফেরউন,
ধ্বংস হয়ে ছিলো ওই নমরূদের আগুন ।
ধ্বংস হয়ে ছিলো আরো আবরাহার বাহীনি,
এই কথা সত্য মানি কুরআনের কাহিনী ।
ধ্বংস হয়ে ছিলো দেখো লূত জাতি,
ধ্বংস হয়ে ছিলো ওই সাদ্দাতের খ্যাতি ।
ধ্বংস হয়ে ছিলো আরো নূহ নবীর সন্তান,
তাই তো বলি হয়োনা তুমি খোদা পাকের নাফারমান ।