বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

আমার তুমি মৃত্যু দিও

আমার তুমি মৃত্যু দিও
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আমার তুমি মৃত্যু দিও
বারে শুক্রবার,
মৃত্যুর সময় কালেমা মুখে
দিও আমার  ।

কবরেতে আসবে রেখে
হিসাব সহজ করো,
ওগো দয়াময় মোরা ক্ষমা চাই
মোদের ক্ষমা করো  ।

তোমার দয়া ছাড়া জানি মোরা
হতে পারবোনা পার,
তাদের জন্য রেখেছো তুমি
গহিন অন্ধকার  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন