বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

মুসলিম তো সেই

মুসলিম তো সেই
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

মুসলিম কখনো ভিতু হয়না
হয়না সে কাপুরুষ,
মুসলিম তো সেই হবে
মানুষের মতো মানুষ  ।

মুসলিম মুসলিম মুসলিম মুসলিম....

মুসলিম তো সেই যার নির্দেশিকা আল-কুরআন,
মুসলিম তো সেই সর্বদা দেবে প্রমান  ।
মুসলিম কখনো ধোঁকা দেয় না
খাই না সে ঘুষ  ।
মুসলিম মুসলিম মুসলিম মুসলিম....

মুসলিম তো সেই হবে ওমরের মতো চলন,
মুসলিম তো সেই হবে আলীর মতো ধরন  ।
মুসলিম কখনো থেমে যায় না
হকের পথে অটুট  ।
মুসলিম মুসলিম মুসলিম মুসলিম.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন