বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

আর কতো

আর কতো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আর কতো মায়ের বুক
হবে খালি বলতে পারো,
আর কতো বোনের লাশ
থাকবে পড়ে রক্তাক্ত !

বলো আর কতো জীবন দিলে
শান্তির পথ পাবো ফিরে,
কতো শিশু যায় মারা যায়
পথে ঘাটে ধিরে ধিরে ।

আর কতো বোমা বাজি সন্ত্রাসী করবে তুমি,
কেন গরিব দুঃখীর নিচ্ছো কেড়ে বসত ভুমি ।
তুমি মানুষ রূপে কেমন করে আছো বেঁচে,
পুরুষ নামের নরপশু হায়না সেজে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন