বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

আল্লাহর হক ও মানুষের হক

আল্লাহর হক ও মানুষের হক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

কেউ আল্লাহর হক যদি ফাঁকি দেয়,
তবু তার ক্ষমা হতে পারে,
আল্লাহ যদি ক্ষমা করে । ঐ
তুমি রাহিমু রহমান,
তুমি মালিকি ইয়াওমিদ্দীন  ।

মানুষের হক ফাঁকি দিলে
মানুষ ক্ষমা করে না নিঃশ্চিত,
মরনের পরে কবরে হাশরে
জানাবে তোমায় ধিক  ।
এই কথাই সঠিক  ।

সেদিনের বিচার কঠোর হবে
থাকবে হাসি যারা নিঃশপাপ
তাই তো তোমাকে চলার ওই পথে
নিতে হবে চেয়ে মাফ  ।
গোনাহের খাতা হবে সাফ  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন