তুমি কি শুনতে পাও
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
তুমি কি শুনতে পাও
মাজলুমানের ওই কান্না,
তাঁরা যে তোমার কাছে
বিশেষ কিছু চাই না ।
চাই একটু মানবিকতা
দাও বাড়িয়ে হাত,
রবের কাছে করবে ওরা
তোমার জন্যে মুনাজাত ।
তুমি যদি নিষ্ঠুরতার প্রাচীর তুলে দাও,
জালিমের দলে তুমিও হবে অপেক্ষা করে যাও ।
যাহার কেহ নাই
তাহার আছে স্বয়ং খোদা থাকবে যে নিশ্চয় ।
লেখার সময় : ১:০০pm
০৫/০৫/২০২২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন