বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

আমরা

আমরা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আমরা পৃথিবীকে
জাগাবো, জাগাবো, জাগাবো
আমরা বঞ্চিত মানুষের পাশে এসে
দাঁড়াবো দাড়াবো দাড়াবো ।

ডাকছে তোমায় জেগে উঠো
কাঁপছে সবাই উঠে দেখো,
লক্ষ্যে তুমি পৌঁছে যাবে
নিরাশ হয়ো নাকো ।

আশা ছেড়ো না, উঠে যেওনা, হাঁটতে থাকো ওই পথে,
তুমি হাঁটতে থাকো ওই পথে
সপ্ন ভেঙ্গনা হতাশা হয়োনা লক্ষ্যে তোমার পৌঁছাতে হবে,  লক্ষ্যে তোমার পৌঁছাতে হবে ।।
ডাকছে তোমায় জেগে উঠো কাঁপছে সবাই উঠে দেখো,
লক্ষ্যে তুমি পৌঁছে যাবে, নিরাশ হয়ো নাকো ।

তুমি ওদের ভয় পেওনা,
অধিকার তোমায় দেবে না,
ছিনিয়ে তোমার নিতে হবে,
তবেই তুমি জয়ী হবে ।
জ্বালিয়ে দাও তুমি সত্যের মশাল, আজ নতুবা কাল

ওই পথে চলো


ওই পথে চলো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ওই পথে চলো, তুমি ওই পথে চলো,
যে পথে তোমার সোনার জীবন,
যে পথে তোমার আলোর জীবন
আছে ভবিষ্যত ।

সুপথ হারালে তুমি পাবে না নাজাত,
কাটবে দিন শুধু স্বপ্নে দিবারাত ।
মনের দ্বন্দ্ব ছাড়ো একটি রাস্তা ধরো
যে পথে তোমার সোনার জীবন
যে পথে তোমার আলোর জীবন
আছে ভবিষ্যৎ ।

তোমার নামে আমি গান গাই প্রভু


তোমার নামে আমি গান গাই প্রভু
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তোমার নামে আমি গান গাই প্রভু
তোমার নামে গান গাই,
তোমার নামে আমি গান গাই প্রভু
তোমার নামে গান গাই ।

তুমি দিয়েছো বাতাস দিয়েছো আলো
মোদের রেখেছো ভালো ।
জয় পরাজয় জীবনেতে হয়
দিয়েছো মোদের তাই জ্ঞানের আলো ।

সৃষ্টির শ্রেষ্ঠ তুমি করেছো মোদের
আর দিয়েছো সম্মান,
চলার পথে পদে পদে আমি করি ভুল
তাও করোনি অপমান ।

গোড়ে তোলো সমাজ

     
গোড়ে তোলো সমাজ [গান]
তরিকুল ইসলাম খালাসী
   মধ্যবেনা,বাদুড়িয়া

চলো চলো চলো
তুমি সত্যের পথে চলো
আওয়াজ তোলো আওয়াজ
গোড়ে তোলো সমাজ ।

আসমানী বাণী তুমি সঙ্গী করো
জীবনে মেখে নিয়ে জিন্দা করো
সুখের জীবন পাবে তুমি
আখেরি হিসাব যদি এখন করো ।

রাতকে তুমি জায়নামাজে যদি কাটাতে পারো
রক্ত দিয়েও এই সমাজ তুমি বাঁচাতে পারো ।
স্বপ্ন চোখে বসে না থেকে
সংগ্রাম করে তুমি আগে বাড়ো ।

তুমি গর্বের সাথে বলো

তুমি গর্বের সাথে বলো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তুমি গর্বের সাথে বলো আমি হলাম ভারতবাসী
ওরা যতই বলুক  ভিন্নদেশি ।

এই মাটিতেই রক্ত আমার এই মাটিতেই ঘাম
এই মাটিতেই প্রাণ দেবো তবু থাকবে আমার নাম ।
তাই গর্বের সাথে বলো আমি হলাম ভারতবাসী

এই মাটিতেই শুয়ে আছে আমার পূর্বপুরুষেরা
স্বাধীনতা আনলো তারা, তারাই যুগের সেরা ।
কেন আমায় বলতে দ্বিধা আমি ভারতবাসী
ওরা কেন সুযোগ পেল বলতে ভিন্নদেশি ।

বসে থাকার আর তো সময় নাই
থাকলে বসে নিজের দেশেও থাকা হবে দায় ।
আনতে সুদিন আমরা সবাই

তুমিই ধ্বংস হবে

তুমিই ধ্বংস হবে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

কেমন করে শান্তির কথা
বলবে তুমি বলো ?
শান্ত সিষ্ঠ প্রভাবিত
যদি না হয়ে চলো!

তোমার কথায় জ্বলে যদি
ধর্ম বিষের আগুন,
নষ্ট মানসিকতার কারণে আজ
জ্বলছে দেশ দ্বিগুণ ।

ভাবলে হয় কষ্ট এমন মনের মানুষের আছে
আজ সমাজে ভক্ত,
এরা নিষ্ঠুর এরাই হিংস্র
ভায়ের খায় রক্ত ।

ওরা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে
ধর্ম ধর্ম খেলায় আজ হয়েছে মত্ত,
লক্ষ্য লক্ষ্য ধ্বংস করেছে নিষ্পাপ জীবন
কাউকে বা পুড়িয়েছে জীবন্ত ।

অবশ্যই! এদের থেকে তোমার আমার
থাকতে হবে দূরে,
নচেৎ! তুমিই ধ্বংস হবে
জনম জনম ভরে ।

লেখার সময়: ৭:২০am
তারিখ: ২৯.০৯.২০২১

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

পাল ছাড়া হরিণের মতো

পাল ছাড়া হরিণের মতো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তুমি পাল ছাড়া হরিণের মতো,
পাল ছাড়া হরিণের মতো,
হয়োনা একা বন্ধু হয়োনা একা,
নষ্ট হয়ে যাবে তোমার জীবন চাকা ।

একা একা থাকার জ্বালা জানে বাবা হারা খোকা,
একা বড়ো হওয়া যায়না যাইনা কিছু শেখা ।
বড়ো হতে হলে বন্ধু ভালো সঙ্গী সাথে চাই,
সাথী ছাড়া এই জীবনে দুঃখ অনেক থেকে যায় ।

বিষের জ্বালা কতখানি করে দেহে জ্বালা,
দুঃখের জ্বালায় পুড়ে ছারখার হয়তো জীবন ফালা ।
তাই বলি শোনো প্রিয় বন্ধু মুখে দাও তালা,
মনের সাথী হারিয়ে গেলে পাবে দুঃখ মেলা ।

12.9.2021

পড়ো সালাত

পড়ো সালাত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

উম্মাত উম্মাত
রাসুলের উম্মাত,
হতে যদি চাও তুমি পড়ো সালাত,
কায়েম কর সালাত ।

যারা সমাজে সালাত কায়েম করেনা
তারা তো রাসুলের উম্মাত হবেনা
তোমার মাঝে তুমি খুঁজে দেখো
আছে কি এমন তফাৎ !

রাসুলের দেখানো পথ ধরেই
তুমি যদি হাটো ওই জীবন ভরেই,
শান্তির হাত ছানি পাবে তুমি
থাকবে সুখে ওই জান্নাতেই  ।

লেখার সময় : ১২:৫০pm
তারিখ: ২৮.০৯.২০২১

তোমারই দায়িত্ব

তোমারই দায়িত্ব
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

দু'মুঠো অন্ন দিয়ে কেন
নিজেকে মনে করো ধন্য !
তোমারই দায়িত্ব আছে তাই
হও তুমি মানুষের জন্য ।

বিবেক যার আছে
সেইতো থাকে মানুষের পাশে,
সুখে দুঃখে মিলে মিশে
করে কাজ হেসে হেসে ।

দুঃখের সাথী হবে তুমি
সময়কে দাও প্রাধান্য,
আচার আচরণে হয়োনা তুমি
জঘন্য সামান্য জঘন্য ।

হাওয়ায় উড়ে যায় চিটে জানি
থাকে আর কতক্ষণ,
শান্ত চিত্তে সত্য মনের উপকার
মানুষ পায় আজীবন ।।

লেখার সময়: ৩:২৬pm
তারিখ: ২৮.০৯.২০২১

অহংকারের গুনাহ

অহংকারের গুনাহ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তোমার আছে তাই কি হয়েছে... বলো (2)
কাউকে ছোট করো না,
অহংকারের গুনাহ
ক্ষমা কখনো হয়না ।

যারা পিছন দিয়ে ছুরির মতো কথার খোঁচা মারে,
মনে রেখো কঠিন আজাব আছে ওদের তরে ।
সুস্থ মনে কষ্ট করে নষ্ট হলে কেন তুমি
ভাইয়ের কথা একটু ভাবলে না ।

অহংকারের গুনাহ ক্ষমা কখনো হয়না ।

অর্থ যদি তোমার ওভাই অন্ধ করে দেয়,
রক্ত ঘামা কষ্ট গুলো বৃথা হয়ে যায় ।
বিবেক যদি না কয় কথা হারিয়ে যাবে তুমি
ধ্বংস ছাড়া এই জীবনে কিছুই পাবে না ।

অহংকারের গুনাহ ক্ষমা কখনো হয়না ।

22.09.2021

ওমরের মতো

ওমরের মতো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

নবীদের পথে আমি যেতে চাই,
জীবন পথের ওই দূর সিমানায় ।
হারিয়ে যেন আমি না যায় প্রভু
তোমার ওই সুপথে চালোও আমায়  ।

বেলালের মতো তাকওয়া দাও আমায়,
আলীর মতো সাহসী হতে চাই ।
ওমরের মতো বাদশা যেন
হয় মোদের সহায় ।

কতদিন কেটে গেছে অবহেলাতে ,
হারিয়ে গেছি আমি মিছে মায়াতে ।
ভাবি আমি বরেবার ক্ষমা করে দাও আমার,
হে প্রভু দুহাত তুলি তোমার দরবার ।
18.09.2021

সত্যনিষ্ঠ দল

সত্যনিষ্ঠ দল
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ভেঙ্গে পড়বে চলমান সভ্যতা
আসলেই সত্যনিষ্ঠ দল,
হায়নার দল সব পালিয়ে যাবে
লাগলেই ধাক্কা প্রবল ।

নতুন করে সূর্য উঠে
সত্যের আলো দিয়ে করবে উজ্জ্বল ।
ছল ছল ছল সব কলহল
ছাড়ে চলো সব মিছে মায়া জ্বাল ।

প্রয়োজন শুধুই নতুন শক্তি
আরো প্রয়োজন দূরবার সাহসী,
যারা ফেলতে জানে জাল ধরতে পারে হাল
তাদের কি কমে যায় মনোবল?

22.09.2021

সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

ডানা ভাঙা পাখির কষ্ট

ডানা ভাঙা পাখির কষ্ট
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ডানা ভাঙা পাখির কষ্ট  2বার
কে বুঝিবে হায়,
সুখের সাথী সবাই হয়
দুঃখের সাথী নাইরে বন্ধু,
সুখের সাথী সবাই হয় দুঃখের সাথী নাই ।  ঐ

কষ্ট গুলো বুকে রেখে পাড়ি দেয় সুদূরে,
শূন্য পথে ভেসে ভেসে যায় যে তারা হারিয়ে । 2বার
এমন দুঃখের সময় সাথী (2) খুঁজে পাওয়া দায়,
সুখের সাথী সবাই হয়
দুঃখের সাথী নাইরে বন্ধু
সুখের সাথী সবাই হয় দুঃখের সাথী নাই । ঐ

রক্তের ভালবাসা যদি থাকে এই দুনিয়ায়,
হারিয়ে যাওয়ার পরে তারা জানি দুঃখ পাই । 2বার
মায়ার বাঁধন যবে থেকে (2)  বিলুপ্ত হয় ।
সুখের সাথী সবাই হয়
দুঃখের সাথী নাইরে বন্ধু
সুখের সাথী সবাই হয় দুঃখের সাথী নাই ।  ঐ

লেখার সময় : ২:৩০pm
তারিখ : ০৯.০৯.২০২১