শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

আর একা নয়

আর একা নয়
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আর একা নয়
শক্তি জোগাও
সাহস বাড়াও (২)
বিপ্লব ডাকে তোমায় (২)

পদে পদে লাঞ্চিত আর কতদিন
আর কতদিন
বঞ্চিত মানুষ সব বাস্তু বিহীন
থাকবে আর কতদিন।
হয়েছে সময় রুখে দাড়াও (২)
আর দেরি নয়।
বিপ্লব ডাকে তোমায় (2)

ঘূর্ণিঝড়ের মতো আঁচড়ে পড়ো
দুর্নিতিকে ধ্বংস করো
ন্যায়নীতিকে ফিরিয়ে আনার জন্য,
তুমিই এই সব করতে পারো ।
তার তরে ভাই থাকতে সময়
আর দেরি নয় ।
বিপ্লব ডাকে তোমায় (2)

আমি নির্ভীক

আমি নির্ভীক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আমি নির্ভীক, ও আমি নির্ভীক
আমি দেশের সৈনিক,
আমার দেশের জন্য আমি
হবো পারোমানিক ।

আমি সীমান্তের ওই কাঁটাতার,
আমি সাথী দুঃখ আছে যার ।
আমি জীবন দিয়ে হতে চাই
দেশের সঠিক নাগরিক ।

এসো হই দেশ গড়ার ওই কারিগর,
এসো শপথ করি দেশ বাঁচাবার ।
নিয়ম কানুন চলবো মেনে
হবো মোরা সামাজিক ।।

এসো ভাঙ্গি ধর্মের ওই ভেদাভেদ,
এসো গড়ি সম্প্রীতির মহান ক্ষেত ।
ফিতনা কারীর জানাও জানাই
সবাই মিলে ধিক ।।

লেখার সময় : 4:30pm
23.07.2021

মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

আমরা দেখতে চাই না

আমরা দেখতে চায় না
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আমরা দেখতে চাই না
অশান্ত সংঘাত সংকুল পরিবেশ,
আমরা দেখতে চাই না
আমার মায়ের সন্তান হোক নিরুদ্দেশ ।

আমরা দেখতে চাই না
হিন্দু মুসলিম শিখ ঈশাই হোক শ্রেণীবিদ্বেষ,
আমরা দেখতে চাই না
স্বৈরাচারী শাসন অধঃপতন হোক আমার দেশ ।

আমরা দেখতে চাই না
নিঃস্বার্থ মানুষ গুলো দিনের পর দিন হোক শেষ,
আমরা দেখতে চাই না
দেশের জন্য হোক ধ্বংসাত্মক এমন সমাবেশ ।

আমরা হই ন্যায়ের প্রতীক
রাখি নৈতিকতার উপর বিশ্বাস,
আমাদের সংগ্রাম চলবেই ততক্ষণ
বয়বে যতক্ষণ শ্বাস-প্রশ্বাস ।

আমাদের ভাবাবেগে আঘাত হেনে যারা
করতে চায় উল্লাস,
আমরাই গর্জে উঠবো এবার
করবো তাদের সর্বনাশ ।

মৃত্যুর ভয়ে পিছু না হয়ে
আমরা দেখাবো সাহস,
রক্তক্ষয়ী যুক্ত হলেও তবু
থাকবে মোদের দূঃসাহস । 

আমরা হিটলারের নিষ্ঠুরতা
প্রতিষ্ঠিত হতে দেয়নি আজ ইতিহাস,
আমরা জনগণ আমরাই দেশের ধন
দেখো আমরাই শান্তিপ্রিয় মানুষ ।

লেখার সময় : 7:30am
তারিখ : 14.07.2021

শনিবার, ১০ জুলাই, ২০২১

ধূমপান

ধূমপান
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তোমরা যারা করো
দিনে রাতে ধূমপান,
জানতে যদি মানতে তুমি
মানুষ গুলোর বেমানান ।

গাজা খোর ওই পায় না রে ভাই
কারো কাছে সম্মান,
জাত নেশাখোর হয় যে দেখো পদে পদে অপমান ।
জানতে যদি মানতে তুমি মানুষগুলোর বেমানান।

মাদক নেশায় মত্ত হয়ে যারা পড়ে থাকে,
কুকুরগুলো প্রস্রাব করে দেয় যে ওদের মুখে।
তবুও তারা দম দিয়ে ভাই কেমনে হুকই দেয় টান ?
জানতে যদি মানতে তুমি মানুষগুলোর বেমানান ।

লেখার সময় : 09:05pm
তারিখ : 10.07.2021

শুক্রবার, ৯ জুলাই, ২০২১

দাও ফিরিয়ে সম্মান

 



দাও ফিরিয়ে সম্মান
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

খাবার চাই খাবার দাও দেখো আমরা ক্ষুধার্ত,
নেই কেউ পাশে নেই আজ আমরা মর্মাহত ।

আমরা অর্থ চায়না চাই বাঁচার জন্য খাবার,
বয়ে যায় ঝড় এমন কে আছো দেখবার ।

ক্ষুধার জ্বালায় ক্ষুধা নিয়ে কেটে যায় সারাদিন,
অন্ন মুখে তুলে দিয়ে আমাদের বাঁচিয়ে নিন ।

রক্ত মাংসের দেহ যার বাঁচার আছে অধিকার,
সুস্থ জীবন দাও ফিরিয়ে দুঃখ আছে যার ।

তোমরা সবাই জানি সুস্থ জীবনে আছো সচ্ছল,
তোমাদের কাঁধেই চলাচল আমরা যারা দুর্বল ।

তবে কেন ফুট পথে হবে আমাদের স্থান,
বাঁচার জন্য খাবার চাই দাও ফিরিয়ে সম্মান ।

লেখার সময় : 4:45pm
তারিখ : 08.07.2021

উত্তেজিত

         উত্তেজিত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আজ দেখো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ভেদাভেদ
আর বৈষম্যমূলক আচরণ,
ঘৃণা অত্যাচার অবিচার অনাচার মজলুম শিকার
জ্বলছে কুঠিরে দহন ।

অপমান অবজ্ঞা দলে দলে সংঘাত
হচ্ছে সৃষ্টি যেমন,
আধুনিক পুঁজিবাদী টাকায় পাওয়া যায় গদি
প্রতিষ্ঠিত সমাজে তেমন ।

চাই শুধু সম্পদ দাও ওদের অপবাদ
পেটে রাখো বঞ্চিত,
মাঠে হাটে রাস্তা সব কিছুই সস্তা
সুযোগে করো পদদলিত ।

ওদের কষ্ট দেখে করো উল্লাস উচ্ছ্বাস
হচ্ছে সবে অভ্যাস,
লাগলো গায় বিদেশের হাওয়া তাই
নষ্ট করছে বসবাস ।

সুন্দর সুসজ্জিত নষ্ট করার জন্য
প্রয়োজন একটি হুতমপেঁচার,
দেখো রাখছে পা উচ্চতর শ্রেণী
নিম্নতর শ্রেণীর মাথার ওপর ।।

সম্প্রদায় সম্প্রদায়ের বিরুদ্ধে আজ
হচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধ,
ক্ষিপ্ত উত্তেজিত মরছে যুবক শত শত
একসাথেই হচ্ছে জব্দ  ॥

লেখার সময় : 9:45pm
তারিখ : 09.07.2021

হও মানবিক

হও মানবিক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তুমি হও মানবিক,
হও পারিবারিক,
তবেই হবে আধুনিক তুমি
তবেই হবে সামাজিক ।

তুমি নায়ের শ্রেষ্ঠ নীতি হবে,
আধুনিকতার বীজ বুনতে হবে,
সত্যের শিখরে পৌঁছে গিয়ে
দীপ্ত আলো তোমায় জ্বালাতে হবে ।

তুমি হও ধার্মিক,
হও সত্য পথিক,
করো কাজ সঠিক সঠিক তবে
তুমিই হবে নির্ভীক ।

তুমি সত্যপথের নেতা হবে
পথহারাদের পথ দেখাবে,
ওদের পাশে থাকলে তুমি
এ জীবনেই তৃপ্তি পাবে ।

তুমি হও নিষ্ঠাবান,
হও সত্য পরায়ন,
তবেই পবে মূল্যায়ন দেখো
হবেই এবার সমাধান ।

লেখার সময় : 8:30am
তারিখ : 10.07.2021

মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

বাবা তুমি আমায় রেখে

বাবা তুমি আমায় রেখে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

বাবা তুমি আমায় রেখে কেমনে চলে গেলা,
দেখো তোমার ছোট্ট ছেলে কাঁদে সারা বেলা ।

রামিজ হাফিজ খেলছে দেখো বাবার হাত ধরে,
আমি একা থাকি বাবা কেমনে তুমি দূরে ।

বাবা তুমি আমার কাছে বড়ো শূন্যতা,
তুমি ছাড়া আজকে আমার শুনবে কে কথা ।

বাবা আমি মনের মাঝে এখনো তোমায় খুঁজি,
বাবা বলে ডাকতে বাবা কোথায় গেলে মুজি ।

বাবা তোমার কথা গুলো আমার মনে পড়ে
তখন বাবা কাঁদি আমি কাঁদি দু-চোখ ভোরে ।

পায় না খুঁজে বাবা তোমার আদর মাখা হাসি,
কোলে তুলে বলবে কে আজ তোমায় ভালবাসি ।

লেখার সময় : 8:50pm
তারিখ : 06.07.2021



সোমবার, ৫ জুলাই, ২০২১

বাবা ও আমার প্রিয় বাবা

বাবা ও আমার প্রিয় বাবা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

রোদ গরমে কষ্ট করে বাবা এলো ঘরে,
আমার সুখের জন্যে বাবা জীবন দিলো অকাতারে ।
আজও সেই বাবার ডাকি আসেনা তবু ফিরে,
বাবা আমার চলে গেছে ওই অন্ধকার কবরে ।

বাবা ও আমার প্রিয় বাবা ভুলেনি তোমারে,
তুমি নেই বাবা আমার কষ্ট বুকের ভেতরে ।
নেয়নি খোঁজ আমার কেউ রাত যখন গভীরে,
তখন তুমিই নিলে খোঁজ এখন মনে পড়ে । 

বাবা আছে যাদের বেঁচে করোনা তাদের অবহেলা,
বাবা মানে শ্রেষ্ঠ জীবন সঠিক পথে চলা ।
বাবা হবো বাবার মতো আশা এই অন্তরে,
চলতে পারি প্রভু যেন বাবার পথটি ধরে ।।

লেখার সময় : 11:45 am
তারিখ : 06.07.2021

শুক্রবার, ২ জুলাই, ২০২১

জীবন্ত লাশ

জীবন্ত লাশ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ওদেরকে তুমি বানিও না আর
জীবন্ত লাশ,
ওরাও মানুষ বাঁচার জন্য
ন্যায় প্রশ্বাস ।

ওরা যেখানে সেখানে যাকে তাকে
যখন তখন করে বিশ্বাস,
কষ্ট মনে জমা রেখে তোমাদেরই
করে কাজ বারো মাস ।

নিয়মিত দু-বেলা দু-মুঠো খাওয়ার জন্য
ওরা রক্ত করে পানি,
তবুও তোমাদের ওই দু-চোখে
পড়ে আছে ছানি ।

দেখেও না দেখার ভান করে আছো
অর্থের পাহাড় নিয়ে,
ওদের অভাব ঘোঁচাবে কে আজ
একটু শান্তনা দিয়ে !

ভাগ্যের পরিহাসে আজ বাস্তু হীন
সুস্থ জীবন নেই যেমন, 
আদমের সন্তান তুমি তোমারো দায়িত্ব
ওদের প্রতি ঠিকই তেমন ।

আর কতোদিন থাকবে বলো তোমরা
এইভাবে দায়িত্ব হীন!
তুমি কি অস্বীকার করতে পারো
পৃথিবী শান্ত হবে একদিন ?

তাহলে বলো কেন এখনো ওরা
অনাহারে থাকবে,
এতিম মিস্কিন অসহায়দের
কবে ভাই বলে ডাকবে ? 

লেখার সময়: ১২:৪৫pm
তারিখ : ০২.০৭.২০২১