সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

কোন্ স্বার্থে তুমি


কোন্ স্বার্থে তুমি  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আরে ভাই! 
মরার ভয়টা তো করো, 
মরলেই হয় দুদিন 
একটু ভেবে দেখতে পারো । 

কোন্ স্বার্থে তুমি 
তিলকে করো তাল, 
মিথ্যার বুলি দিয়ে 
জ্বালাও হিংসার মশাল !

জানো তুমি?
শতশত মানুষও 
যায় মরে অকালে, 
ওই দলে তুমি আমি  
ভেবোনা নেই বলে, 
মৃত্যুর যম আমাদের ছুঁতে পারবে না । 

তবে কেন? 
কথার বিষে বিষাক্ত করে 
তুলছো ধরা, 
ভায়ের রক্ত পিয়ে 
হও আত্মহারা ।  

শুনে নাও! 
তারাও ধ্বংস হয়েছে 
ইতিহাস খুলে দেখো 
তোমারি মতো ছিলো যারা । 

তুমি মুখোশধারী 
হায়না সেজেছো মানব রূপে, 
মানবতার বন্ধুদের দেখে যাও খেপে ।

তুমি পিশাচার 
করছো অত্যাচার, 
শুনে নাও! 
দুঃখের মাঝেও কিন্তু 
মানুষ হাসতে শেখে ।। 

 
 






 
 





শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

তোমার আমার কুরবানী'টা

তোমার আমার কুরবানী'টা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তোমার আমার কুরবানী'টা 
হোক রবের পথে, 
ইব্রাহীম এর দেখানো ওই 
প্রিয় নবীর মতে । 

নয় শুধু নয় পশুতে 
আমাদের এই কুরবানী,
আত্মত্যাগের বলিদানে 
কবুল করে রব জানি । 
ওই বলিদান তোমার আমার 
হোক নাজাত পেতে । 
ইব্রাহীম এর দেখানো ওই 
প্রিয় নবীর মতে ।  
তোমার আমার কুরবানী'টা ……… 

কুরবানী নয় লোক দেখানো 
শুধুই রবের খুশি,  
মনটাকে তাই তৈরি করো 
অনেক বেশি বেশি ।  
উদার এ মন তোমার আমার  
থাকুক সদা সাথে । 
ইব্রাহীম এর দেখানো ওই 
প্রিয় নবীর মতে ।  
তোমার আমার কুরবানী'টা ……… ।। 


শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

উগ্রতা

উগ্রতা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দুই পায়ের ওই জানোয়ারটা 
ছড়াই উগ্রতা, 
শেখেনি সে মায়ের কাছে 
কোনোই ভদ্রতা । 

মানুষ হয়ে মানুষটাকে 
ভালোবেসে দেখো, 
সম্মান পাবে সুনাম হবে 
একথা মনে রেখো । 
অকারনে ছড়াও তবু 
অহিংসতা । 
শেখেনি সে মায়ের কাছে 
কোনোই ভদ্রতা ।  
দুই পায়ের ওই……. 

মানুষ'কে তুমি মানুষ 
ভেবে দেখো, 
তুমিও মানুষ হবে তবে 
একথা মনে রেখো । 
দাও ছেড়ে দাও এখন তবে 
অসাধুতা । 
শেখেনি সে মায়ের কাছে 
কোনোই ভদ্রতা । 
দুই পায়ের ওই……. ।। 


সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

আমরা আজাদ শিল্পীগোষ্ঠী

আমরা আজাদ শিল্পীগোষ্ঠী 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হকের পথে সদা চলি.. 
বঞ্চিত মানুষের কথা বলি..
বাতিলের উত্খাত করতে মোরা 
ঈমান এনেছি খাঁটি.. 
আমরা আজাদ শিল্পীগোষ্ঠী ।।। 

সত্যের পথে করি আহ্বান..
আমাদের পথ চলা ওই সুমহান.. 
বাতিলের মসনদ কাঁপে থরথর  
চাই পেতে রবের সন্তুষ্টি..
আমরা আজাদ শিল্পীগোষ্ঠী ।।। 

আমরা স্বদেশের কথা বলি.. 
বিভেদ কোন্দল ভেঙে ফেলি.. 
মুছে দিতে চাই এই জীবনের  
সব ভুল ত্রুটি..  
আমরা আজাদ শিল্পীগোষ্ঠী ।।।


শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

মনের সাথে

মনের সাথে
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

মনটা বড়ো করতে 
ভুলে যেওনা, 
মনের সাথে করোনা 
ভাই ছলনা । 

খুনখারাবি রাহাজানি 
ভালো মানুষ করেনা, 
ন্যায় পরায়ন হয় যে সদা 
অসৎ পথে চলে না ।  
সৃষ্টি রবের সেরা 
তুমি ভুলোনা । 
মনের সাথে করোনা 
ভাই ছলনা ।  
মনটা বড়ো করতে………… 

শত শত মানুষ সদা 
দিলেন পরিচয়, 
গড়তে জীবন এই দুনিয়ায় 
রবের করে ভয় । 
ওই সারিতে থাকতে 
তুমি ভুলোনা । 
মনের সাথে করোনা 
ভাই ছলনা ।  
মনটা বড়ো করতে………… ।। 



বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে

আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আর কতক্ষণ ঘুমিয়ে
থাকবে বলো ভাই, 
চিরনিদ্রায় যাওয়ার সময় 
নেই তো বেশি নেই । 
তবে কেন দিন দুপুরে 
কুলুপ এঁটে থাকো, 
সত্য কথা উচ্চস্বরে
বলতে পারো নাই । 

তুমি ক্ষমতার বাহাদুরি 
দেখাও অসৎ পথে, 
স্বপ্ন দেখো ওই ক্ষমতা 
দুহাত ভরে পেতে । 
হিসাব ছাড়া চালাও জীবন..  
ফিরে দেখো নাই । 
সত্য কথা উচ্চস্বরে
বলতে পারো নাই । 
আর কতক্ষণ……… 

যায় চলে যায় বেলা দেখো 
মনের অজানাতে, 
শিশু কিশোর আর থাকেনা 
চলে বৃদ্ধ পথে । 
মনটা তবু এই দুনিয়ার..
মায়া ভোলে নাই । 
সত্য কথা উচ্চস্বরে
বলতে পারো নাই ।  
আর কতক্ষণ………।।  


সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

শকুনে থাবা মেরেছে দেখো

শকুনে থাবা মেরেছে দেখো  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

শকুনে থাবা মেরেছে দেখো 
তোমার আমার দিলে, 
গুজরাট গেল বাবরি হল 
এখন ওয়াকফ বিলে । 

আর কতক্ষণ থাকবে বসে 
রক্তক্ষরণ দেখে,  
খেলছে হলি ওরা তোমার 
ভাইয়ের রক্ত মেখে । 
চুপটি করে ঘোমটা ধরে.. 
দিনটা কি আর চলে ?
গুজরাট গেল বাবরি হল 
এখন ওয়াকফ বিলে । 
শকুনে থাবা মেরেছে......... 

আরামে ঘুম ঘুমাও তুমি 
এসব কিছুই দেখে,  
মনে রেখো ধ্বংস তোমার 
পিছু পিছু থাকে । 
থাকতে সময় জেগে ওঠো..  
আল্লাহু আকবর বলে । 
গুজরাট গেল বাবরি হল 
এখন ওয়াকফ বিলে । 
শকুনে থাবা মেরেছে......... ।। 



তোমার ভাইয়ের রক্ত নিয়ে

তোমার ভাইয়ের রক্ত নিয়ে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

অন্যায় দেখেও নিরব আছো 
তুমি কেমন সত্যবাদী! 
তোমার ভাইয়ের রক্ত নিয়ে 
দেখো খেলছে ইহুদী জাতি । 

কোন্ বিবেকে বলো তুমি 
আমি বেশ ভালো আছি, 
সুখে আছি, থাকবো কেনো!
দুঃখের কাছাকাছি ।  
তুমিই জাতির দুশমন ওভাই..
দেখাও ওপর ওপর পিরিতি ।  
তোমার ভাইয়ের রক্ত নিয়ে 
দেখো খেলছে ইহুদী জাতি । 

ভাইয়ের রক্ত দেখেও তোমার 
কান্না আসেনা, 
লাশের উপর লাশটি দেখেও 
বুকটা ভাসেনা । 

কোন্ বিবেকে দাবি করো 
আমি ঈমানদার, 
নামাজ রোজা তসবিহ দিয়ে 
কি বোঝাও পাপাচার ! 
তোমার লোক দেখানো আমল গুলো 
থাকবে হয়ে স্মৃতি । 
তোমার ভাইয়ের রক্ত নিয়ে 
দেখো খেলছে ইহুদী জাতি ।। 

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

তুমি নও সেই জাতি

তুমি নও সেই জাতি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি ওঠো আবার সঠিক পথে 
থাকো অবিচল, 
শোনো তুমি নও সেই জাতি 
হবে দূর্বল ।  

সাদ্দাত দেখেছি নমরূদ দেখেছি 
ফিরাউন দেখেছি অনেক,  
দেখেছি কতো জালিম শাসক  
একথা নয়তো ফেক ।  
দিনের শেষে ফিরতে কারো 
চলেনি কোনো ছল । 
শোনো তুমি নও সেই জাতি 
হবে দূর্বল ।  

বদর হলো তারই প্রমাণ 
দেখো বিশ্ব বাসি, 
নীলনদ ওই তাজা এখনো 
দেখো হে বিশ্বাসী । 

আমরা দেখছি বিশ্বাস ঘাতক 
মুনাফেকের দল, 
স্বৈরাচারের পতন দেখেছি 
দেখেছি কতো পালাবদল । 
সবরের দাও পরিচয় হে 
মমিন সকল । 
শোনো তুমি নও সেই জাতি 
হবে দূর্বল ।