সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

কোন্ স্বার্থে তুমি


কোন্ স্বার্থে তুমি  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আরে ভাই! 
মরার ভয়টা তো করো, 
মরলেই হয় দুদিন 
একটু ভেবে দেখতে পারো । 

কোন্ স্বার্থে তুমি 
তিলকে করো তাল, 
মিথ্যার বুলি দিয়ে 
জ্বালাও হিংসার মশাল !

জানো তুমি?
শতশত মানুষও 
যায় মরে অকালে, 
ওই দলে তুমি আমি  
ভেবোনা নেই বলে, 
মৃত্যুর যম আমাদের ছুঁতে পারবে না । 

তবে কেন? 
কথার বিষে বিষাক্ত করে 
তুলছো ধরা, 
ভায়ের রক্ত পিয়ে 
হও আত্মহারা ।  

শুনে নাও! 
তারাও ধ্বংস হয়েছে 
ইতিহাস খুলে দেখো 
তোমারি মতো ছিলো যারা । 

তুমি মুখোশধারী 
হায়না সেজেছো মানব রূপে, 
মানবতার বন্ধুদের দেখে যাও খেপে ।

তুমি পিশাচার 
করছো অত্যাচার, 
শুনে নাও! 
দুঃখের মাঝেও কিন্তু 
মানুষ হাসতে শেখে ।। 

 
 






 
 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন