তোমার আমার কুরবানী'টা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
তোমার আমার কুরবানী'টা
হোক রবের পথে,
ইব্রাহীম এর দেখানো ওই
প্রিয় নবীর মতে ।
নয় শুধু নয় পশুতে
আমাদের এই কুরবানী,
আত্মত্যাগের বলিদানে
কবুল করে রব জানি ।
ওই বলিদান তোমার আমার
হোক নাজাত পেতে ।
ইব্রাহীম এর দেখানো ওই
প্রিয় নবীর মতে ।
তোমার আমার কুরবানী'টা ………
কুরবানী নয় লোক দেখানো
শুধুই রবের খুশি,
মনটাকে তাই তৈরি করো
অনেক বেশি বেশি ।
উদার এ মন তোমার আমার
থাকুক সদা সাথে ।
ইব্রাহীম এর দেখানো ওই
প্রিয় নবীর মতে ।
তোমার আমার কুরবানী'টা ……… ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন