তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
হকের পথে সদা চলি..
বঞ্চিত মানুষের কথা বলি..
বাতিলের উত্খাত করতে মোরা
ঈমান এনেছি খাঁটি..
আমরা আজাদ শিল্পীগোষ্ঠী ।।।
সত্যের পথে করি আহ্বান..
আমাদের পথ চলা ওই সুমহান..
বাতিলের মসনদ কাঁপে থরথর
চাই পেতে রবের সন্তুষ্টি..
আমরা আজাদ শিল্পীগোষ্ঠী ।।।
আমরা স্বদেশের কথা বলি..
বিভেদ কোন্দল ভেঙে ফেলি..
মুছে দিতে চাই এই জীবনের
সব ভুল ত্রুটি..
আমরা আজাদ শিল্পীগোষ্ঠী ।।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন