শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

উগ্রতা

উগ্রতা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দুই পায়ের ওই জানোয়ারটা 
ছড়াই উগ্রতা, 
শেখেনি সে মায়ের কাছে 
কোনোই ভদ্রতা । 

মানুষ হয়ে মানুষটাকে 
ভালোবেসে দেখো, 
সম্মান পাবে সুনাম হবে 
একথা মনে রেখো । 
অকারনে ছড়াও তবু 
অহিংসতা । 
শেখেনি সে মায়ের কাছে 
কোনোই ভদ্রতা ।  
দুই পায়ের ওই……. 

মানুষ'কে তুমি মানুষ 
ভেবে দেখো, 
তুমিও মানুষ হবে তবে 
একথা মনে রেখো । 
দাও ছেড়ে দাও এখন তবে 
অসাধুতা । 
শেখেনি সে মায়ের কাছে 
কোনোই ভদ্রতা । 
দুই পায়ের ওই……. ।। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন