সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

স্বচ্ছ লেনাদেনা

স্বচ্ছ লেনাদেনা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি কর যদি ভাই
স্বচ্ছ লেনাদেনা, 
সেই লেনাদেনা'ই হবে তোমার 
রবের জান্নাত কেনা । 

রব যদি খুশি হয়
তোমার প্রতি ভাই, 
তোমার সম কেবা আছে 
এই দুনিয়ায় । 
তুমি ওই কথাকে মান্য দিয়ে 
চলতে ভুলো না । 
সেই লেনাদেনা'ই হবে তোমার 
রবের জান্নাত কেনা । 
তুমি কর যদি……………… 

রাতের অন্ধকারে যদি 
রবকে করো ভয়, 
জান্নাতের ওই খোশবু জানি 
তোমার তরেই রয় ।  
সেই রবের ভয়ে চলতে তোমায় 
বলেন রাব্বানা । 
সেই লেনাদেনা'ই হবে তোমার 
রবের জান্নাত কেনা । 
তুমি কর যদি……………… ।।

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

আজ মানবতা কাঁদে

আজ মানবতা কাঁদে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আজ মানবতা কাঁদে 
কেন দেখো না মানুষ 
কেন দেখো না !
জালিমের জুলুম বাড়ে 
দিকে দিকে প্রতি ঘরে,  
নিরবে কেমনে থাকো 
একটু বলো না । 

ও মানুষ! একি মায়ের গর্ভে ছিলে 
কেমনে তা ভুলে গেলে, 
ওই তোমার আমার দুঃখিনী মায়ের 
প্রসাবের যন্ত্রণা !
ও মানুষ! নও যে তুমি অবুঝ প্রাণী.. 
তবু কেন হিংসা থেকে 
দূরে থাকলে না ।
আজ মানবতা…………… 

ও মানুষ! তুমি অঙ্গীকার করে ছিলে 
যাবে না রবকে ভুলে, 
সেই রবের পথে একটু চলার 
সময় পেলে না । 
ও মানুষ! ছাড়তেই হবে রবেনা ভবে..
এখনো সময় আছে 
ভেবে দেখো না ।
আজ মানবতা……………।। 

বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

যার ডাকে যেতে হবে

যার ডাকে যেতে হবে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যার ডাকে যেতে হবে 
দুনিয়া ছেড়ে, 
তারই পথে ডাকি তাই/ভাই
এসো ফিরে । 

থেকো না তুমি দূরে দূরে 
করোনা নষ্ট সময়, 
মনটার ভিতর রাখো শুধুই 
ওই রবের ভয় ।  
আসবে বিজয় তোমার তরে 
সকল বাঁধা সরে । 
যার ডাকে……………… 

কতো অবুঝ বুঝ যে পেলো 
এই পথে, 
তওবা করে মিলিত হলো 
রবের সাথে । 
সেই রবের পরম পাওয়া থেকে
যেওনা সরে । 
যার ডাকে……………… ।।

হাজারো রাতের চেয়ে

হাজারো রাতের চেয়ে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হাজারো রাতের চেয়ে 
এ রাত তোমার
যদি হয় বরকতময়, 
তাহলে কেন তুমি
রবে না জেগে  
রবের পাওয়ার অপেক্ষায় । 

তুমি কি জানো'না রব
কাছাকাছি থাকে রাতে, 
ডেকে কয় বারেবারে 
মুলাকাত করো তার সাথে । 
সেই মুলাকাত পেতে 
ওই নিশিরাতে
এসো থাকি অপেক্ষায় । 
হাজারো রাতের…………… 

তুমি কি গোনাহের খাতা 
নেবে না মাফ করে, 
সেই খাতা হয় কি দেখা 
দেখো মনে করে । 
আমল সাথী করো 
রবের পথটি ধরো 
তুমি পাবে বিনিময় । 
হাজারো রাতের…………… ।। 


তুমি কি জানো না

তুমি কি জানো না 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি কি জানো না... 
জানো না ?
কেন মানো না... 
তবে কেন মানো না ! 

দেহ থেকে যাবে ছেড়ে 
প্রাণ পাখি, 
চেয়ে রবে তোমার ওই 
দুটি আঁখি । 
ও..ও...আ....হা.হা.হা... 
আ....হা.হা.হা... আ....হা.হা.হা... 
তবু কেন ভাবো না 
নত দেহ হয় না... 
কেন বলোনা ! 
তুমি কি জানো না...………

দেখো দেখো তুমি তো 
বোবা নও, 
শতবার ভেবে দেখো কার হুকুমেই 
কথা কও ! 
সেই রবের হুকুম মানো 
ভুলে যেওনা যেন 
পাবেই যন্ত্রণা ।
তুমি কি জানো না...………।। 





হাশরের ময়দানে আদম নবী

হাশরের ময়দানে আদম নবী  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হাশরের ময়দানে আদম নবী 
আল্লাহর সম্মুখে যাবে না, 
আমাদের তারে করবে শাফায়াত
প্রিয় হযরত মাওলানা (সাঃ) । 

হজরত তিনি শ্রেষ্ঠ মানব 
মানব জাতির প্রতি রহমত, 
সেই মানবকে চিনলাম না ভাই 
উল্টো পথেই করলাম মেহনত ।
শোনো উম্মতের তারে 
রবের ওই দ্বারে 
করবে তিনি প্রার্থণা ।
হাশরের ময়দানে…………… 

তায়েফ বাসি মারলো পাথর 
ফেরেস্তাদের ভাঙলো অন্তর, 
তারা ধ্বংস করতে প্রস্তুত শহর 
দয়ার মানবকে দিলেন খবর ।
তিনি উম্মতের তরে 
শত ব্যাথা ভুলে 
সইলেন হাজারো যন্ত্রণা ।
হাশরের ময়দানে…………… ।।

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

এই জীবনটাকে অন্ধ ঘরে

এই জীবনটাকে অন্ধ ঘরে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

এই জীবনটাকে অন্ধ ঘরে
বন্ধ রেখো না, 
ভেবে দেখো তোমার তরে
সময় থেমে রবেনা । 

দুনিয়াটা হোকনা তোমার ওই 
আমল ঘর, 
নইলে তোমায় রোজ হাশরে  
হতে হবে পর । 
আমল ছাড়া নেইগো সাথী... 
ওই হাশরের দিন, 
দুঃখের দুঃখির সঙ্গী পাওয়া 
বড়োই যে কঠিন । 
এই জীবনটাকে………… 

তুমি পথহারাদের পথিক হলে 
ঠিকানা জাহান্নাম, 
রবের বিধান চললে মনে 
পাবে যে সুনাম । 
সময় তোমার যায় বলে যায়….
দেহ হবে ক্ষীণ, 
দুঃখের দুঃখির সঙ্গী পাওয়া 
বড়োই যে কঠিন । 
এই জীবনটাকে………… ।।

বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

তুমি মাফ কারি

তুমি মাফ কারি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি মাফ কারি দান কারি 
রহিম রহমান, 
মোরা তোমার নামে তাই 
গেয়ে যায় গান ।

তোমার অসীম পাওয়া পেয়ে 
ধন্য হয়েছি মোরা, 
তোমায় ভুলে দিশেহারা 
হয়েছে অসৎ যারা । 
তবুও তুমি করনি কখনোই 
মোদের অপমান । 
তুমি মাফ কারি……………

তোমার আদেশ ভঙ্গ করে 
করেছি কত অপরাধ, 
তবুও তুমি মোদের তরে 
রেখেছো শত নিয়ামত । 
ওগো দয়াময় দিওগো নাজাত 
দিও পরিত্রাণ ।
তুমি মাফ কারি……………।। 


সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

অসাবধানতার নাম দূর্ঘটনা

অসাবধানতার নাম দূর্ঘটনা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

অসাবধানতার নাম দূর্ঘটনা 
দূর্ঘটনার ফল ভালো না, 
তাই প্রিয় নবীর আদর্শকে 
মানতে কখনো ভুলোনা..ভুলোনা । 

পথে ঘাটে কত ঘটে 
দুর্ঘটনা দুর্ঘটনা, 
একটু হিসাবে চললে ভাই 
এমন ঘটনা আর ঘটেনা । 
তাই সাবধানতার বেড়ি পরো 
অসাবধানতায় চলোনা ..চলোনা ।
অসাবধানতার নাম…………

দুষ্টু লোকের ঘুষের খাতা
খুলতে দেওয়া যাবে না , 
হঠাৎ কফিন কারো ঘরে  
আসুক আর চাই না । 
এই ধারা'তেই স্বদেশ টাকে
গড়তে ও ভাই ভুলোনা..ভুলোনা ।
অসাবধানতার নাম…………।।