বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

এসো শিক্ষার মাঝে রাখি

এসো শিক্ষার মাঝে রাখি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

এসো শিক্ষার মাঝে রাখি নৈতিকতা 
মানবতা শেখায় ভদ্রতা, 
এসো বিবেককে করি জাগ্রত 
ছুড়ে ফেলে দিই দুর্বলতা । 

যে শিক্ষা আমাদের 
দেখায় সুপথ, 
সেই পথেই আছে 
জানি রহমত । 
জান্নাত খুঁজে নাও তুমি সে পথে 
আনতে জীবনে সফলতা । 
তুমি...আনতে জীবনে সফলতা । 
এসো শিক্ষার মাঝে রাখি.....

যে শিক্ষা সমাজকে
অন্ধ রাখে, 
সেই অন্ধ শুধুই 
মন্দ দেখে ।
রবের আদেশ সে অমান্য করে 
জীবনে বয়ে আনে হীনমন্যতা ।
সে...জীবনে বয়ে আনে হীনমন্যতা । 
এসো শিক্ষার মাঝে রাখি.....।।


বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

তুমি একদিন হবে নিষ্প্রাণ

তুমি একদিন হবে নিষ্প্রাণ 
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি একদিন হবে নিষ্প্রাণ 
শোনো শোনো ইনসান...
সৃষ্টি কূলের সেরা করে 
বানিয়েছে তোমাকে রহমান ।
তুমি একদিন হবে......

তুমি.. জালিমের খাতায়
লিখলে নাম, 
শোনো.. হবে ঠিকানা 
ওই জাহান্নাম ।
জবাব সেদিন দিতে হবে 
কেমনে পাবে পরিত্রাণ !
তুমি একদিন হবে.....

তুমি.. তোমার সাথীকে 
করলে খুন, 
রব.. রাগান্বিত হয় 
শোনো দ্বিগুন । 
সেই রবের অধীনে আছে 
পাহাড় সাগর আসমান ।
তুমি একদিন হবে.....।।

সোমবার, ২১ আগস্ট, ২০২৩

যে পাখিটা ওই

যে পাখিটা ওই
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যে পাখিটা ওই একিই সুরে
ডাকতো প্রতি দিন, 
সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
আহা.. সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
তোরা.. সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 

আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে এই ভুবন, 
তারই প্রেমে সাগর কাঁদে 
অশ্রু দুই নয়ন ।
তবু চিনতে তাকে পারলিনা হায়...
তোরা..চিনতে তাকে পারলিনা হায়
দুঃখ সীমাহীন... ।
সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
আহা.. সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
তোরা.. সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
যে পাখিটা ওই......

তারই সাথে করলি তোরা
আহা..পশুত্ব আচার, 
এর প্রতিফল পাইবি জানি 
আছে.. রবের সুবিচার ।
অপেক্ষায় আছি সেই বিচারের..
মোরা..অপেক্ষায় আছি সেই বিচারের 
ওই হাশরের দিন ।।
সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
আহা.. সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
তোরা.. সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন ।
যে পাখিটা ওই.....।।



শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

গান:- আমরা রোহিঙ্গা আমরা আরাকান

আমরা রোহিঙ্গা আমরা আরাকান
তরিকুল ইসলাম খালাসী 
মধ‍্যবেনা,বাদুড়িয়া
১৯/০৯/২০১৭
গান...

কে শুনবে
আমাদের কাঁন্নার কন্ঠ !
কে বুঝবে
আমাদের কষ্ট !
আমরা রহিঙ্গা
আমরা আরাকান
আমাদের অপরাধ
আমরা মুসলমান ।

কে খোঁজ নেবে আজ
আমরা কোথায় আছি
মানুষ হয়েও মোরা আজ
মানুষ হয়ে নাহি বাঁচি ।
বিশ্ব বিবেক
নিরব এখন
আমাদের অপরাধ
আমরা মুসলমান ।
        সমাপ্ত


সেইদিন


সেইদিন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

কেউ কারো সাথী হবে
নয় রে সেইদিন, 
বাড়ি গাড়ি সব সম্পদ
হবে যে বিলীন। 

কিসের মায়ায় তবে তুমি 
এতো উদাসীন.... 

ক্ষনিকের এই দুনিয়াতে 
আছো তুমি মোহে ডুবে, 
ভুলে গেছো হালাল হারাম
কেমন করে জবাব দিবে !
হিসাব ছাড়া কেমন করে
তুলবে পা সেইদিন ।
কিসের মায়ায় তবে তুমি 
এতো উদাসীন....  

ভবের কথা ভবেই রবে 
আমল শুধুই সঙ্গে যাবে, 
সময় থেমে আছে কি আর
দেখো তুমি ভেবে ।
আফসোস জানি করবে তুমি
কাল হাশরের দিন ।।
কিসের মায়ায় তবে তুমি 
এতো উদাসীন.... ! 

লেখা: মুন্সীডাঙ্গা, হাওড়া শিল্পী আনোয়ার হোসেন ভাইয়ের বাসায়।
সময়: 7:10am
14/08/2023

খেলোনা নিয়ে আগুন

খেলোনা নিয়ে আগুন 
তরিকুল ইসলাম খালাসী (কোলকাতা)
মধ্যবেনা বাদুড়িয়া 

খেলোনা নিয়ে আগুন
ঝলসে যাবে দ্বিগুন, 
সাবধান হও যে তুমি 
জাহান্নাম বড়োই কঠিন ।

না হয়োনা রং তামাশায় 
মত্ত তুমি, 
রেখো না কাজে‌ কামে 
কমি খামি । 
দুর্বল নও তো তুমি অনেক দামি 
এ কথা বুঝবে যেদিন ।
খেলোনা নিয়ে...... 

না করোনা আপস তুমি 
অধমের সাথে, 
নিজেকে করতে বড়ো 
চলো সঠিক পথে ।
সত্য সঠিক পথের দিশা পাবে তুমি 
এ কথা মানবে যেদিন ।
খেলোনা নিয়ে...... ।।



মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

আমি নবীর দিবানা

আমি নবীর দিবানা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আমি নবীর দিবানা 
তাইতো তাকে ভুলি না, 
তিনি প্রিয় হাবিব সবার 
নেই যে তাহার তুলো না । 

অনাহারে থাকতো যারা 
তাদের তিনি নিতেন খোঁজ, 
রুগীর মাথার ধারে খাবার 
রেখে যেতেন তিনি রোজ ।
সেই নবীকে কেমন করে 
ভুলি তুমি বলো না । 
তিনি প্রিয় হাবিব সবার 
নেই যে তাহার তুলো না । 
আমি নবীর...... 

এতিম শিশু থাকতো বসে 
আসবে কখন মোর নবী, 
মনের দুঃখ তাহার কাছে 
বলবো আমি যে সবি ।
তিনি আমার প্রিয় নবী 
তাই তোমার কাছে বলবো না ।
তিনি প্রিয় হাবিব সবার 
নেই যে তাহার তুলো না । 
আমি নবীর...... ।।

সোমবার, ৭ আগস্ট, ২০২৩

শিক্ষাঙ্গনে চলো

শিক্ষাঙ্গনে চলো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

মানুষ গড়ার ওই পীঠস্থান
নির্মল সুন্দর ধ্যান,
নন্দিত জীবনে আনতে আলো
নাও বাড়িয়ে জ্ঞান । 

জাগিয়ে নৈতিকতার আলো
শিক্ষাঙ্গনে চলো...

নৈতিকতার আলো জাগিয়ে তোলো 
দিকে দিকে শিক্ষাঙ্গনে, 
অশ্লীলতা মাদক দূরীকরণে 
শপথ নাও তুমি প্রাণে । 
আদর্শ সমাজ গড়বে তুমি 
তোলো এই শ্লোগান ।
নন্দিত জীবনে আনতে আলো
নাও বাড়িয়ে জ্ঞান ।
মানুষ গড়ার.......

জাগিয়ে নৈতিকতার আলো
শিক্ষাঙ্গনে চলো...

এসো হিংসা-ঘৃনা সব ভুলে যায়
আদর্শ মানুষ হতে, 
স্কুলছুট নয় করতে শুরু 
চলো যায় একসাথে । 
গণতন্ত্র ফেরাতে তুমি আমার 
এসো গড়ি শিক্ষাঙ্গন । 
নন্দিত জীবনে আনতে আলো
নাও বাড়িয়ে জ্ঞান ।
মানুষ গড়ার.......।।

রবিবার, ৬ আগস্ট, ২০২৩

স্বাধীনতা তুমি

স্বাধীনতা তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

স্বাধীনতা তুমি স্বাধীন কিনা 
একটু ভেবে দেখো,
স্বাধীনতা তুমি স্বাধীন কেমন 
থাকো দূরে থাকো..!

স্বাধীনতা তুমি দিয়েছো উপহার 
বুলেটের ওই গুলি, 
ঝরিয়েছো শুধু হাজার হাজার
তাজা ফুলের কলি । 
লক্ষ কোটি জনতা বলে 
তুমি স্বাধীন নাকো ।
স্বাধীনতা তুমি.....

স্বাধীনতা তুমি স্বাধীন বলে
যাও চেঁচিয়ে যাও,  
বছর বছর লাশের মিছিল 
তাই উপহার দাও ।  
কেমন স্বাধীন হলে তুমি 
ভাবো ভেবে দেখো ।
স্বাধীনতা তুমি......।।

তারিখ 07/08/2023  
সময় 04:16am 


মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

এনেছে সুদিন আঁধার চিরে

এনেছে সুদিন আঁধার চিরে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

এনেছে সুদিন আঁধার চিরে 
মোদের প্রিয় রাসূল, 
উম্মতের মায়ায় পড়বেন সেজদায় 
উম্মত করেছে যে ভুল.... । 

আমার নবী প্রিয় নবী 
চাইবে দেখিতে উম্মতের ছবি,
তিনি বলবেন জাহান্নামে 
দিওনা আল্লাহ এটাই দাবি । 
সেই নবীর ভালোবাসার... 
প্রিয় নবীর ভালোবাসার
নেই যে সমতুল । 
উম্মতের মায়ায় পড়বেন সেজদায় 
উম্মত করেছে যে ভুল ।
এনেছে সুদিন.......

আমার নবী ছাড়া কে আছে
রবের সম্মুখে দাঁড়াতে চায়, 
সব বাহাদুরি হবে শেষ 
সেদিন কাউকে পাবে নাই ।
স্বার্থ ছাড়া ভালোবাসার... 
স্বার্থ ছাড়া ভালোবাসার 
জন্য কাঁদে রাসূল ।
উম্মতের মায়ায় পড়বেন সেজদায় 
উম্মত করেছে যে ভুল ।
এনেছে সুদিন........।।