তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
বৈধ পথে শ্রম দিয়ে
করতে হবে তোমায় কাজ,
সেই কাজ যতোই হোকনা ছোটো
নেইকো তাতে লাজ...
ও ভাই নেইকো তাতে লাজ ।
রবের বিধি বিধান মনে
গড়ো তোমার জীবন,
কাল হাশোরে মুক্তি পাবে
জান্নাত হবে ধন ।
সেই আশাতেই করো কাজ
হোকনা ফকির তোমার সাজ
মনের মাঝে এমন আশা
বেঁধে রাখো রোজ ।
রং তামাশার এই দুনিয়ায়
এমন কিবা পাবে হায়,
সন্তান আদি স্ত্রী তোমার
থাকবে দূরে ভাই ।
কিসের মায়ায় হারাম পথে
তোমার ও ভাই জীবন কাটে,
চোখ বুজিয়ে তুমি তোমার
নাও গো ও ভাই খোঁজ ।।