শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

হালাল পথে

হালাল পথে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

বৈধ পথে শ্রম দিয়ে 
করতে হবে তোমায় কাজ, 
সেই কাজ যতোই হোকনা ছোটো 
নেইকো তাতে লাজ...
ও ভাই নেইকো তাতে লাজ ।

রবের বিধি বিধান মনে 
গড়ো তোমার জীবন, 
কাল হাশোরে মুক্তি পাবে 
জান্নাত হবে ধন ।
সেই আশাতেই করো কাজ 
হোকনা ফকির তোমার সাজ 
মনের মাঝে এমন আশা 
বেঁধে রাখো রোজ । 

রং তামাশার এই দুনিয়ায় 
এমন কিবা পাবে হায়, 
সন্তান আদি স্ত্রী তোমার 
থাকবে দূরে ভাই । 
কিসের মায়ায় হারাম পথে 
তোমার ও ভাই জীবন কাটে, 
চোখ বুজিয়ে তুমি তোমার 
নাও গো ও ভাই খোঁজ ।।






শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

তোমার ঘরে কন্যা এলে

তোমার ঘরে কন্যা এলে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তোমার ঘরে কন্যা এলে 
শুকরিয়া করো আদায়,
রহম নিয়ে আসে ওরা
তোমারই দরজায় । 

নবীজির(সাঃ)ওই মায়ের আদর
দিয়েছিলেন ফাতেমা, 
নারী তোমার মায়া মমতায়
হয় যে প্রিয়তমা । 
তাই তোমারই কন্যা হলে  
অখুশি হয়োনা ভাই, 
রহম নিয়ে আসে ওরা
তোমারই দরজায় ।  

তিনটি কন্যা যার ঘরেতে 
তার জান্নাতেরই ঘোষণা, 
খুশি হয়ে এই ঘোষণা 
দিলেন তোমায় রাব্বানা । 
তাইতো বলি রবের ভয়ে 
কন্যা হত্যা করোনা ভাই, 
রহম নিয়ে আসে ওরা
তোমারই দরজায় ।। 

তুমি মুসলিম জাতি

তুমি মুসলিম জাতি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তুমি ফিৎনার মাঝে ডুবে কেন 
ওহে মুসলিম জাতি, 
তুমি বাতিল থেকে থাকবে দূরে 
এটাই তোমার খ্যাতি । 
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..

তুমি থাকবে সদা হকের পথে 
আনবে বলে সুদিন, 
তুমি মানব জাতির মাঝে দিবে 
ভালোবাসা সীমাহীন ।
তুমি ভক্ষক নও তুমি রক্ষক 
এটাই তোমার নীতি । 
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি.. 

তুমি অন্যায় রুখে ঘুচিয়ে ছিলে 
কতো মানুষের হাহাকার, 
তুমি শত আঘাত সহ্য করে 
শান্তি দিলে উপহার । 
তুমি বীরের বেশে বুঝিয়ে দিলে 
রাখবে কেমন সম্প্রতি ।
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..


তুমি বৃষ্টি না দিলে

তুমি বৃষ্টি না দিলে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তুমি বৃষ্টি না দিলে এই জামিন
হয়ে যেতো মরুভূমি, 
তোমারই দায়া সীমাহীন
তাইতো মোরা কদম চুম্বী । 

বৃষ্টি ছাড়া হয়না জমিনে
কোনো ফসল,  
তোমার হুকুমে হয়ে থাকে 
এই আদি আসল । 
সেই বৃষ্টি দিয়ে মন ভরিয়ে
দিয়েছো তুমি ।
তোমারই দায়া সীমাহীন 
তাইতো মোরা কদম চুম্বী । 

সিজদায়ে মাথা নুয়ে 
দিই তোমারই পায়ে, 
তুমি পাপের ওই শাস্তি 
দেবে সেই ভয়ে । 
অগণিত নিয়ামত দিয়েছো তুমি
অনেক দামী ।
তোমারই দায়া সীমাহীন 
তাইতো মোরা কদম চুম্বী ।। 





মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

সালাম সালাম সালাম প্রিয়

সালাম সালাম সালাম প্রিয় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

সালাম সালাম সালাম প্রিয়
নবীজি (সাঃ) তোমায়, 
তুমি মোদের জন্যে সুপথ 
এনেছিলে ধরায় । 

কতো আঘাত প্রতিঘাতে 
কেটে গেছে জীবন, 
সেই আঘাতে হয়েছে দেখো
তোমার দেহের রক্তক্ষরণ ।
তবু তুমি হওনি হতাশ 
এই উম্মতের মায়ায় । 
সালাম সালাম সালাম প্রিয়
নবীজি (সাঃ) তোমায় । 

শহীদ হলেন প্রাণের চাচা 
হিন্দা চিবাই কলিজা, 
তবু তুমি করলে মাফ 
দাওনি তাকে সাজা । 
এমন দয়ার নবী তুমি 
তোমার সম কেই নাই ।
সালাম সালাম সালাম প্রিয়
নবীজি (সাঃ) তোমায় ।।

কুদৃষ্টি বদলে ফেলো

কুদৃষ্টি বদলে ফেলো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কুদৃষ্টি বদলে ফেলো 
বদলে ফেলো অসৎ কাজ,
শান্ত ভাবে চললে তুমি 
করবে আবার শান্তি বিরাজ । 

হয়ো নাকো তুমি ও ভাই 
এই সমাজের বোঝা, 
তোমার জন্য রবের দেওয়া 
পথটি সরল সোজা । 
তাইতো করি এই আহবান 
গঠন করো আবার সমাজ ।
শান্ত ভাবে চললে তুমি 
করবে আবার শান্তি বিরাজ । 

ধ্বংসস্তূপে ধ্বংস হয়ে 
গেছে কতো আমলার দল, 
অকারনেই ওদের মতো 
পুড়াবে ভাই কেন কপাল !
তুমিই যে ভাই সবার সেরা 
যাও ভুলে যাও কেন আজ ।
শান্ত ভাবে চললে তুমি 
করবে আবার শান্তি বিরাজ ।

বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

ঈদের খুশি ভাগ করে নাও

ঈদের গান ৩
ঈদের খুশি ভাগ করে নাও
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ঈদের খুশি ভাগ করে নাও 
চলো একসাথে যায় ঈদগায় ।
গরিব দুঃখির মুখে খাবার
দাও তুলে দাও ভাই ।

পথে পথে ঘুরছে দেখো 
আজ কতো অসহায়, 
ঈদের দিনেও কষ্টে আছে 
ওরা যে সবাই ।
করো গো সহায় - করো সহায়
ওদের করো সহায় ।

ওদের সাথী হলে তুমি 
আল্লাহ খুশি হয়, 
ফেরেশতারা লিখবে নেকী 
প্রতিযোগিতায় । 
এমন সুযোগ আর পাবে না 
আজরাইল এলে হায় । 
করো গো সহায় - করো সহায়
ওদের করো সহায় ।

সিয়াম শুধু নয়তো ও ভাই 
পেটটা খালি রাখা, 
জাকাত সহ ইফতার নিয়ে 
ওদের পাশে থাকা । 
তবেই পাবে ঈদের খুশি 
যদি আত্মশুদ্ধি হয় ।
করো গো সহায় - করো সহায়
ওদের করো সহায় ।

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

মুহাম্মদের নামে দুরূদ

মুহাম্মদের নামে দুরূদ
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

মুহাম্মদের নামে দুরূদ 
পড়লো চাঁদ সিতারা, 
তিনি খোদার প্রিয় হাবিব 
আমিনার দোলারা । 

যারা আলামিন আস সাদিক 
উপাধি দিলো তাঁর,
তারাই আবার কষ্ট দিলো 
মারলো গায়ে পাথর । 
দন্ত শহীদ হলো তবু 
হয়নি পথহারা,  
তিনি খোদার প্রিয় হাবিব 
আমিনার দোলারা । 

বদর হলো ওহুদ হলো 
তারা তবু চিনলো না তাঁর,
তিনিই শুধু চেয়ে ছিলেন
থাকবে কেন কুসংস্কার !
রবের পথে আসুক ফিরে 
পথ ভ্রষ্ট যারা, 
তিনি খোদার প্রিয় হাবিব 
আমিনার দোলারা ।। 




আল্লাহর ভালবাসা পেলে তুমি

আল্লাহর ভালবাসা পেলে তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

আল্লাহর ভালবাসা পেলে তুমি
পেয়ে যাবে সকল চাওয়া,  
বোকার মতো কেন তাঁকেই ভুলে 
পেতে চাও সকল পাওয়া । 

আমাদের চাওয়া গুলো হোক প্রিয় নবীর মতো 
সাহাবারা চেয়ে ছিলো যেমন, 
তেমনি করে তুমি নাও চেয়ে নাও 
রাখো বারেবার তাঁকেই স্মরণ । 
যেয়েও না ভুলে তাঁকে ভুলে যেয়েও না 
এই হোক মোদের চাওয়া, 
বোকার মতো কেন তাঁকেই ভুলে 
পেতে চাও সকল পাওয়া । 

কতো পাপ রয়ে যায় হয় না চাওয়া 
একটি একটি মনে করে, 
তুমি দয়াময় জানি ক্ষমা করে দাও 
আমাদের পাপ ধরে ধরে ।
তাইতো তোমার কাছে দুহাত তুলে  
চাই এই মনের চাওয়া, 
বোকার মতো কেন তাঁকেই ভুলে 
পেতে চাও সকল পাওয়া । 


বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

কতো হলে ধনী হয় !

কতো হলে ধনী হয় !
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তুমি ধনী বলে জাহির করো 
কতো হলে ধনী হয় ? 
সারা জীবন কেটে গেলো
করলে কতো টাকা কামায় ! 

কিনলে গাড়ি গড়লে বাড়ি 
মনে তোমার সুখ নাই,
হারাম দিয়ে দেহটাকে 
সাজিয়েছো বড়ো ভাই ।
তুমি মরবে কথা ভুলে গেছো 
হারাম হালাল বাছো নাই ।
সারা জীবন কেটে গেলো
করলে কতো টাকা কামায় ! 

তুমি বিলাসীতায় গড়লে জীবন 
কারোর দুঃখ বোঝো নাই, 
অহংকারে মগ্ন হয়ে 
কাটালে দিন বদ নেশায় ।
তবু তুমি রবের আদেশ 
ভুলে আছো সর্বদায় ।
সারা জীবন কেটে গেলো
করলে কতো টাকা কামায় !! 




ওগো আরশের মালিক

ওগো আরশের মালিক 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ওগো আরশের মালিক তোমার কাছে 
সব কিছুই আছে জমা,
যতো জানা অজানা গোনা মোদের 
দাও করে দাও ক্ষমা । 

এই অধমের প্রতি তোমার
অনুগ্রহ দাও ঢেলে, 
পাপের ভারে যায় যে ডুবে 
জাহান্নামে দিওনা ফেলে ।
ওগো মিনতি আমার তোমার কাছে 
মানার সুযোগ দাও তোমার সীমা ।
যতো জানা অজানা গোনা মোদের 
দাও করে দাও ক্ষমা । 

হাশরের মাঠে আরশে আজিমে 
দিয়ো মোদের ঠাঁই, 
কতো অপরাধ করেছি মালিক 
মোদের হবে কি উপায় !
ওগো সিজদায়ে তাই তোমার কাছে 
জানাই কথা যতো আছে জমা ।
যতো জানা অজানা গোনা মোদের 
দাও করে দাও ক্ষমা । 



শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

ওগো আরশের মালিক

ওগো আরশের মালিক 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ওগো আরশের মালিক তোমার কাছে 
সব কিছুই আছে জমা,
যতো জানা অজানা গোনা মোদের 
দাও করে দাও ক্ষমা । 

এই অধমের প্রতি তোমার
অনুগ্রহ দাও ঢেলে, 
হবেনা ক্ষতি মালিক ওগো
মোরে ক্ষমা করিলে । 
ওগো মিনতি আমার তোমার কাছে 
মানার সুযোগ দাও তোমার সীমা ।
যতো জানা অজানা গোনা মোদের 
দাও করে দাও ক্ষমা । 

হাশরের মাঠে আরশে আজিমে 
দিয়ো মোদের ঠাঁই, 
কতো অপরাধ করেছি মালিক 
মোদের হবে কি উপায় !
ওগো সিজদায়ে তাই তোমার কাছে 
জানাই কথা যতো আছে জমা ।
যতো জানা অজানা গোনা মোদের 
দাও করে দাও ক্ষমা ।