মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

সোনালী সুদিন


সোনালী সুদিন

তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আমরা সবাই মিছে মায়ায়
অন্ধের মতন বেঁচে আছি ।
শান্তিকে বাদ দিয়ে আমরা আছি
অজানা ঠিকানার কাছাকাছি ।

বিবেকের দ্বার তুমি দাওগো খুলে
আমরা মানুষ একথা দাওনা বলে ।
আর কতো দিন কাটাবে বলো
এই দুনিয়ায় মিছামিছি ।

আর কতো দিন তুমি ঘুমিয়ে রবে,
এখনো সময় আছে জাগো তবে ।
সোনালী সুদিন আসবে ফিরে
আমরা সবাই ভুলে গেছি ।

লেখা সময়: ১১:৩০am
তারিখ ২৬শে জুন ২০২২

সোমবার, ১৩ জুন, ২০২২

জুলুম কারিরা ধ্বংস হবেই




জুলুম কারিরা ধ্বংস হবেই
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

তোমরা যারা বুলডোজার দিয়ে ভাঙছো ঘর,
ভাঙতে তো আর পারবে না এই অন্তর ।
আছে ঈমান খোদার প্রতি সব ক্ষমতা তার,
জুলুম কারিরা ধ্বংস হবে জানা আছে সবার ।

শান্তি প্রিয় মানুষটাকে তোমরা চিনতে জানলে না !
সত্য ধর্ম কোনটা সেটাও বুঝতে শেখলে না !
তোমরা হলে ভ্রান্ত পথের বিষাক্ত ওই কীট,
কালের স্রোতে ধ্বংস হবে জানা আছে সঠিক ।

তোমাদের আছে যত শক্তি প্রয়োগ করে দেখো,
আবু লাহাব ফেরাউনকে কেন দেখে শেখো নাকো ।
তাই এমন দিন আসার আগে বন্ধ করো অত্যাচার,
ধ্বংস হবার জন্যে নচেৎ তৈরি থাকো শত বার ।

তোমার দয়া

তোমার দয়া
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্,
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্ ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্,
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্ ।

সৃষ্টির শ্রেষ্ঠ করেছো
তুমি ইনসান,
জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে
দিয়েছো সম্মান । ২বার
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্,
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্ ।

নাছিবে মোদের রেখো না
তুমি জাহান্নাম,
অপমানিত করোনা ওগো
রহিম ও রহমান । ২বার
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্,
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্ ।।

জাগ্রত বিবেক



জাগ্রত বিবেক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

এসো আমরা বিবেক কে করি জাগ্রত,
গড়ে তুলি মানবিক সমাজ ।
এই সমাজে হানাহানি দ্বন্দ্ব
চলতে পারে না কু কাজ  ।

জাগিয়ে তোলো তুমি মানবিকতা,
ধ্বংস হবে তবে পঙ্কিলতা ।
রুখতে হবে সমাজের অবক্ষয়,
এসো শপথ করি আজ ।

এই দায়িত্ব জানি তোমার আমার,
ঘুচবে তবে কালো আঁধার ।
সুস্থ সামাজের প্রয়োজন আজ তাই
করতে হবে এ কাজ ।।

লেখার সময়: ১১:৫৯am
তারিখ ৮ই জুন,২০২২
গোয়ালপোতা আল্-মানার আদর্শ শিক্ষা শিবির,

নতুন পৃথিবী

নতুন পৃথিবী
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

নতুন করে  এই পৃথিবী   সাজাতে হবে,
মোদের সাজাতে হবে ।
তাই সবাই    এসো ও ভাই
দেরি করো না  তবে ।

সব কিছু যে আকাশ ছোঁয়া অন্ধকারে ভরা,
হিংসা ছাড়া দেইনি কিছু এই সমাজে যারা ।
তাই তো মোদের   নতুন কিছু   দিতে হবে  এই ভবে,
দিতে হবে এই ভাবে ।
তাই সবাই    এসো ও ভাই
দেরি করো না  তবে ।

ধর্মটাকে আজ তুচ্ছ করে দেখছে অনেক ভাই,
বিবেক দিয়ে ভাববে যারা তারা দেখেও দেখে নাই ।
এই যদি হয়  এমন দশা  ইনসাফ কেমনে পাবে ।
বলো ইনসাফ কেমনে পাবে ।
তাই সবাই    এসো ও ভাই
দেরি করো না  তবে ।

সোমবার, ৬ জুন, ২০২২

ক্লান্ত

ক্লান্ত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

তোমাকে ক্লান্ত হলে হবে না,
এখনো অনেক পথ বাকি ।
সাহাদাত যারা বরণ  করেছে,
তারা তো দেইনি ফাঁকি ।

এই সমাজের কালো আঁধার,
করতে হবে দূর তোমাকে ।
আসবে বাঁধা ঝরবে রক্ত,
তবু দ্বীন জানাতে হবে তাকে ।

তোমাকে হিসাব দিতেই হবে
এমন কথা ভেবে,
সত্য সঠিক পথে তোমায়
ডাকতে হবে তবে  ।

রবিবার, ৫ জুন, ২০২২

অভাবের কথা

অভাবের কথা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

অভাবের কথা যদি কান পেতে শোনো তুমি,
তবে আর রবে না কাঁচের ঘরে,
তুমি তবে আর রবে না পাথর হয়ে ।
অঝরে কেঁদে যায় পথ-শিশু পথে রয়,
দিন তার কেঁটে যায় অনাহারে  ।
কেন দিন তার কেঁটে যায় না খেয়ে  ?

কতো মানুষ সুয়ে আছে ঘরে নয় গাছের নিচে,
তোমাদের খোঁজ নাই,
বলতে পারো মানবতা কোথায় ?
কতো ভাই রোদে পুড়ে মানুষের দ্বারে দ্বারে
আহ্ কতো কষ্টের দিন কেঁটে যায়,
তবু তোমাদের ঘুম ভাঙ্গে নাই ।

যদি অর্থের পাহাড় গড়ো পরের হক নিজের করো,
তোমাকে হিসাব দিতে হবে,
একথা ভুললে কি চলবে ?
যদি অন্ধের মতো চলো বিবেকহীন কথা বলো,
পদে পদে লাঞ্ছিত হবে,
আর কবে হকের পথে ফিরবে ?

শুক্রবার, ৩ জুন, ২০২২

মিছে মায়ায় যেন বেঁচে আছি

মিছে মায়ায় যেন বেঁচে আছি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

মিছে মায়া মিছে মায়ায়
মিছে মায়ায় যেন বেঁচে আছি ।
অন্যের কষ্ট নিজেকে কাঁদায়
এটা যেন মিছে মায়া না হয়  ।

আমরা মিছামিছি
বাবা মাকে কতো ভালোবাসি,
বেঁচে থাকতে তাদের নেই না খোঁজ
মরনের পরেই কাছে আসি ।

জানি মোরা বাবা মা অতি আদরের
তবু মোরা রাখি দূরে ঠেলে,
আমাদের তরে তাঁরা দুহাত তোলে
এই কথা মোরা গেছি ভুলে ।

জাহান্নাম

জাহান্নাম
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

জাহান্নাম ও জাহান্নাম জাহান্নাম ও জাহান্নাম
তুই যে গভীর অন্ধকার,
করেনা ভয় জানি
কেন এই অন্তর ।

জানি তুই হাবিইয়া অতল গহ্বর,
ফেলা হবে শুধু মানুষ ও পাথর ।
তবু কেন এই মন করে নাকো বিশ্বাস,
অপরাধ করে যায় ভরপুর  ।

যাক্কুম ফল জানি প্রধান খাদ্য,
পিপাসার জন্যে আছে পুঁজ রক্ত ।
কোনো কথা শোনে নারে মন কেন মানে নারে
পশুদের মতো তবু ব্যবহার  ।