শুক্রবার, ৩ জুন, ২০২২

জাহান্নাম

জাহান্নাম
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

জাহান্নাম ও জাহান্নাম জাহান্নাম ও জাহান্নাম
তুই যে গভীর অন্ধকার,
করেনা ভয় জানি
কেন এই অন্তর ।

জানি তুই হাবিইয়া অতল গহ্বর,
ফেলা হবে শুধু মানুষ ও পাথর ।
তবু কেন এই মন করে নাকো বিশ্বাস,
অপরাধ করে যায় ভরপুর  ।

যাক্কুম ফল জানি প্রধান খাদ্য,
পিপাসার জন্যে আছে পুঁজ রক্ত ।
কোনো কথা শোনে নারে মন কেন মানে নারে
পশুদের মতো তবু ব্যবহার  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন