মিছে মায়ায় যেন বেঁচে আছি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
মিছে মায়া মিছে মায়ায়
মিছে মায়ায় যেন বেঁচে আছি ।
অন্যের কষ্ট নিজেকে কাঁদায়
এটা যেন মিছে মায়া না হয় ।
আমরা মিছামিছি
বাবা মাকে কতো ভালোবাসি,
বেঁচে থাকতে তাদের নেই না খোঁজ
মরনের পরেই কাছে আসি ।
জানি মোরা বাবা মা অতি আদরের
তবু মোরা রাখি দূরে ঠেলে,
আমাদের তরে তাঁরা দুহাত তোলে
এই কথা মোরা গেছি ভুলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন