সোমবার, ১৩ জুন, ২০২২

জুলুম কারিরা ধ্বংস হবেই




জুলুম কারিরা ধ্বংস হবেই
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

তোমরা যারা বুলডোজার দিয়ে ভাঙছো ঘর,
ভাঙতে তো আর পারবে না এই অন্তর ।
আছে ঈমান খোদার প্রতি সব ক্ষমতা তার,
জুলুম কারিরা ধ্বংস হবে জানা আছে সবার ।

শান্তি প্রিয় মানুষটাকে তোমরা চিনতে জানলে না !
সত্য ধর্ম কোনটা সেটাও বুঝতে শেখলে না !
তোমরা হলে ভ্রান্ত পথের বিষাক্ত ওই কীট,
কালের স্রোতে ধ্বংস হবে জানা আছে সঠিক ।

তোমাদের আছে যত শক্তি প্রয়োগ করে দেখো,
আবু লাহাব ফেরাউনকে কেন দেখে শেখো নাকো ।
তাই এমন দিন আসার আগে বন্ধ করো অত্যাচার,
ধ্বংস হবার জন্যে নচেৎ তৈরি থাকো শত বার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন