মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

সোনালী সুদিন


সোনালী সুদিন

তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আমরা সবাই মিছে মায়ায়
অন্ধের মতন বেঁচে আছি ।
শান্তিকে বাদ দিয়ে আমরা আছি
অজানা ঠিকানার কাছাকাছি ।

বিবেকের দ্বার তুমি দাওগো খুলে
আমরা মানুষ একথা দাওনা বলে ।
আর কতো দিন কাটাবে বলো
এই দুনিয়ায় মিছামিছি ।

আর কতো দিন তুমি ঘুমিয়ে রবে,
এখনো সময় আছে জাগো তবে ।
সোনালী সুদিন আসবে ফিরে
আমরা সবাই ভুলে গেছি ।

লেখা সময়: ১১:৩০am
তারিখ ২৬শে জুন ২০২২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন