সোমবার, ১৩ জুন, ২০২২

জাগ্রত বিবেক



জাগ্রত বিবেক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

এসো আমরা বিবেক কে করি জাগ্রত,
গড়ে তুলি মানবিক সমাজ ।
এই সমাজে হানাহানি দ্বন্দ্ব
চলতে পারে না কু কাজ  ।

জাগিয়ে তোলো তুমি মানবিকতা,
ধ্বংস হবে তবে পঙ্কিলতা ।
রুখতে হবে সমাজের অবক্ষয়,
এসো শপথ করি আজ ।

এই দায়িত্ব জানি তোমার আমার,
ঘুচবে তবে কালো আঁধার ।
সুস্থ সামাজের প্রয়োজন আজ তাই
করতে হবে এ কাজ ।।

লেখার সময়: ১১:৫৯am
তারিখ ৮ই জুন,২০২২
গোয়ালপোতা আল্-মানার আদর্শ শিক্ষা শিবির,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন