তোমার দয়া
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্,
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্ ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্,
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্ ।
সৃষ্টির শ্রেষ্ঠ করেছো
তুমি ইনসান,
জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে
দিয়েছো সম্মান । ২বার
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্,
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্ ।
নাছিবে মোদের রেখো না
তুমি জাহান্নাম,
অপমানিত করোনা ওগো
রহিম ও রহমান । ২বার
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্,
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্ ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন