শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

দীপ্ত আলো জ্বেলেছি মোরা

দীপ্ত আলো জ্বেলেছি মোরা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দীপ্ত আলো জ্বেলেছি মোরা 
এ আলো অনেক দামী, 
সোনার ছেলেমেয়ে উঠবে গড়ে 
হলি চাইল্ড একাডেমি । 

হলি চাইল্ড একাডেমি........ (একাধিক বার) 

আমাদের শপথ গড়বো এ দেশ 
শিক্ষার আঙ্গিনায়,  
শস্য ফসলের মতো হেসে 
ভরবে নতুন পাতায় । 
সেই আশাতেই এগিয়ে যাওয়া...
গড়তে নতুন ভুমি ।
সোনার ছেলেমেয়ে উঠবে গড়ে 
হলি চাইল্ড একাডেমি । 

হলি চাইল্ড একাডেমি........ (একাধিক বার) 
দীপ্ত আলো জ্বেলেছি................ 

শিক্ষাদানে সদা এগিয়ে যাবো 
মানুষ গড়ার লক্ষ্যে, 
নৈতিকতা দিয়ে গড়বো সমাজ 
থাকবো সত্যের পক্ষে । 
সেই আশাতেই এগিয়ে যাওয়া...
গড়তে নতুন ভুমি ।
সোনার ছেলেমেয়ে উঠবে গড়ে 
হলি চাইল্ড একাডেমি । 

হলি চাইল্ড একাডেমি........ (একাধিক বার) 
দীপ্ত আলো জ্বেলেছি................ ।।

শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

হেদায়াতের বাণী

হেদায়াতের বাণী 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি হেদায়াতের বাণী যদি 
যাও পেয়ে যাও, 
সেই বাণী'টাকে আঁকড়ে ধরে 
জীবন'টা সাজাও । 

মরিচিকার.. মাঝে নিজেকে 
নষ্ট করো না, 
সত্য বিজয় হবে শোনো 
হতাশ হয়ো না ।  

ও ভাই অবহেলায় কাটলে দিন 
পড়বে মুসিবতে, 
বঞ্চিত হবে তুমি 
রবের রহম হতে । 
তাইতো তোমার.. করি অনুরোধ 
সুযোগ ছেড়ো না । 
সত্য বিজয় হবে শোনো 
হতাশ হয়ো না ।  
তুমি হেদায়াতের............

এই জীবনে স্বপ্ন পূরণ 
করতে হলে তোমার, 
গভীর রাতে রবের কাছে 
চাও পেতে দিদার । 
সেই দিদারে.. মনের কথা 
বলতে ভুলো না ।
সত্য বিজয় হবে শোনো 
হতাশ হয়ো না ।  
তুমি হেদায়াতের............।।



মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

হে রব

হে রব 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হে রব...
ক্ষমা করে দাও তুমি 
ক্ষমা করে দাও, 
জাহান্নামের আগুন থেকে 
নাও বাঁচিয়ে নাও ।

কতো পাপ করেছি 
আমি অ'জানাতে,
কতো ভুলের পিছু হেঁটে 
চলেছি ভুল পথে ।
তবু তুমি আমাদের.....
আহার জোগাও ।
ক্ষমা করে দাও তুমি 
ক্ষমা করে দাও....... ।
হে রব........ 

চাইলে তুমি আমাদের 
শাস্তি দিতে পারো, 
তোমার সমান ক্ষমতা 
নেই যে কাহারো ।
তুমি অসীম সীমাহীন….
আঁধারে বাতি জ্বলাও ।
ক্ষমা করে দাও তুমি 
ক্ষমা করে দাও... ।
হে রব........ ।।

সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

যন্ত্রণা তোকে

যন্ত্রণা তোকে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যন্ত্রণা তোকে পিড়া দেয় যদি 
কি করবি তখন বল!
যন্ত্রণা থেকে বাঁচার জন্য তাই
বলবো'রে কৌশল ।  

যন্ত্রণা থেকে বাঁচার জন্য 
সালাত সহজ পথ, 
সালাত মাঝে পাবি রে তুই 
রবের মুলাকাত । 
দেখবি তখন বেড়ে যাবে... 
অনেক মনোবল ।
যন্ত্রণা তোকে...........

তুই প্রিয় নবীর বানী থেকে 
পাবি শান্তনা, 
হোকনা যতুই কঠিন এ দিল 
কঠিন যন্ত্রনা । 
তাই কুরআন বুকে চল'না ছুটে 
হোক কোলাহল ।
যন্ত্রণা তোকে...........।।
________________________
যন্ত্রণা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যন্ত্রণা...
যন্ত্রণা তোকে পিড়া দেয় যদি 
কি করবি তখন বল!
যন্ত্রণা...
যন্ত্রণা থেকে বাঁচার জন্য 
তাই বলবো'রে কৌশল । 

শোনো বন্ধু তুমি সালাত মাঝে 
তোলো দুটি হাত, 
মনের কথা জানাও তারে  
করো রবের মুলাকাত । 
দেখবে তোমার বেড়ে যাবে...
অনেক মনোবল ।
যন্ত্রণা........ 

তুমি প্রিয় নবীর বানী থেকে 
পেয়ে যাবে শান্তনা, 
হোকনা যতুই কঠিন এ দিল 
তুমিই হবে দিওয়ানা । 
তাই কুরআন বুকে নাও গো তুলে...
হোক কোলাহল । 
যন্ত্রণা........।।

সিদ্ধান্ত নাও রে সবাই

সিদ্ধান্ত নাও রে সবাই 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

সিদ্ধান্ত নাও রে সবাই 
সময় শেষের আগে, 
আর ঘুমিয়ে থেকো না'গো 
দেখো তুমি জেগে.. 
ও ভাই..
দেখো তুমি জেগে ।

যদি মুল্যবান ওই সময়টা
হেলায় হেলায় কাটে, 
কেমনে জবাব দেবে তুমি 
পরপারের ঘাটে ।
জবাব ছাড়া উঠবেনা পা... 
তোমার জবাব ছাড়া উঠবেনা পা 
নাও রে জেনে আগে...
ও ভাই...
নাও রে জেনে আগে ।

যদি ধন গোছাতে যায় হারিয়ে 
আমাদের এই মন, 
মনের মাঝে কতো কিছুর 
হয় যে আলিঙ্গন । 
সেই আলিঙ্গনের বোঝাপড়া..
তুমি সেই আলিঙ্গনের বোঝাপড়া
করো কাজের আগে... 
ও ভাই... 
করো কাজের আগে ।।

সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

হাজারো শিশু নারী করছে ফরিয়াদ

হাজারো শিশু নারী করছে ফরিয়াদ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হাজারো শিশু নারী করছে ফরিয়াদ 
রব্বুল আলামীন, 
মানুষের রক্তে রাঙ্গিয়ে'ছে ওরা হাত
দিনের পর দিন । 

জালিমের হাত থেকে রক্ষা করো প্রভু 
আল্ কুদ্দুস ফিলিস্তিন, 
গায়েবী সাহায্য দাওগো ওগো তুমি
বাঁচাতে এই দ্বীন । 
ওগো তোমারি কাছে করি এই মুনাজাত 
নিত্য দিন, 
দুহাত তুলে কাঁদে, কাঁদে আকাশ 
কাঁদে জমিন । 
হাজারো শিশু নারী......... । 

বিশ্ব আবার দেখুক দীপ্ত ঈমানী 
বদর প্রান্তর,
মোরা হবো না ভীত দাও শক্তি 
এই অন্তর । 
তোমারি কাছে তাই এই মুনাজাত 
হে অনন্ত অসীম, 
মানুষের রক্তে রাঙ্গিয়ে'ছে ওরা হাত
দিনের পর দিন । 
হাজারো শিশু নারী......... । ।

বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

জগতের সেরা যিনি

জগতের সেরা যিনি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

জগতের সেরা যিনি
তিনি নবী মোরা মানি 
নামটি মুহাম্মদ....। 
এনেছেন শ্রেষ্ঠ নীতি 
শিখিয়েছেন মানব প্রীতি  
তিনি ধরায় রহমত । 

আঁধারে বাতি জ্বেলে 
উম্মতের তরে বলে, 
উন্নত জাতি তুমি 
স্রষ্টার নিয়ামত ।
ফিরে যেতে হবে জানি 
হোকনা সে অনেক জ্ঞানী, 
দিলেন তিনি তাই 
এই নসিহত । 
জগতের সেরা যিনি
তিনি নবী মোরা মানি 
নামটি মুহাম্মদ....। 
জগতের সেরা............. 

সেরাদের সেরা যিনি 
তিনিই হলেন অনেক জ্ঞানী, 
উম্মতের তরেই শুধু
চাইতো নাজাত । 
রক্তঘামে কষ্ট করে 
গেলেন তিনি প্রচার করে, 
সামনেই আছে দেখো 
বড়ো মুসিবত ।
জগতের সেরা যিনি
তিনি নবী মোরা মানি 
নামটি মুহাম্মদ....। 
জগতের সেরা............. ।।

শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

তুমি আছো বেখবর

তুমি আছো বেখবর 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি আছো বেখবর...
একটু জানার চেষ্টা করোনা, 
ও ভাই.. 
একটু বোঝার চেষ্টা করোনা ।

তোমার জন্য ওই বাজারে এসেগেছে 
কাফনের কাপড় খানা । 

যিনি তোমায় করলো সৃষ্টি 
তাঁকেই ভুলে গেলে, 
লম্বা হায়াত পেয়েও তবু 
খালি ঝোলা নিলে ।
এই ধরণীর হিসাব নিকাশ...
ও ভাই এই ধরনির হিসাব নিকাশ 
হবে কথা মানো না । 
তোমার জন্য ওই বাজারে এসেগেছে 
কাফনের কাপড় খানা । 
তুমি আছো........

ইচ্ছা মত জীবন যাপন 
করলে এই ধরায়, 
বলো কার হুকুমে শস্য ফসল 
এতো বৃদ্ধি পায় !  
তোমার বুঝ ক্ষমতা দিলেন তিনি...
ও ভাই বুঝ ক্ষমতা দিলেন তিনি 
তবু বোঝার চেষ্টা করোনা । 
তোমার জন্য ওই বাজারে এসেগেছে 
কাফনের কাপড় খানা ।  
তুমি আছো........।।







বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

যেখানেই শিক্ষা সেখানেই আমরা

যেখানেই শিক্ষা সেখানেই আমরা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যেখানেই শিক্ষা সেখানেই আমরা
আমরা হতে চাই নির্ভুল,
সুশিক্ষা দানে এগিয়ে চলেছে
কদমতলা ইউনিক পাবলিক স্কুল । 

‌আমরা হতে চাই বিশ্ব সেরা 
শিক্ষার কারিগর, 
জ্বালাতে চাই তাই জ্ঞানের আলো 
সকল স্তর । 
শিক্ষা সদা আনে শান্তি দেখো 
মাড়িয়ে চলে শত ভুল ।
সুশিক্ষা দানে এগিয়ে চলেছে
কদমতলা ইউনিক পাবলিক স্কুল । 
যেখানেই শিক্ষা.......... 

আমরা আমাদের শিক্ষা দানে 
রেখে চলেছি নৈতিকতা,  
সোনার ছেলেমেয়ে সোনা হবে 
পূর্ন হবে শূন্যতা । 
এই আশা নিয়ে চলেছি পথে 
মোরা পাবোই পাবো কূল ।
সুশিক্ষা দানে এগিয়ে চলেছে
কদমতলা ইউনিক পাবলিক স্কুল । 
যেখানেই শিক্ষা.......... ।।