রবিবার, ২০ নভেম্বর, ২০২২

ঈমানের গতি

ঈমানের গতি
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 


ঈমানের গতি দাও বাড়িয়ে প্রভু,

তুমি এই হৃদয়ে (২বার) 

শান্তি দাও ঢেলে রহম ধারায়,

কম্পিত করো মন তোমার ভয়ে।

ঐ................................।

এই চলার মাঝে

 কত বাঁকা পথে

কেটে গেছে আমার জীবন

ছিল নিষেধ যত সব 

সেখানেই তত ভাব

করেছে দুই নয়ন।

ওগো প্রভু তোমার দয়ায়

ধ্বংসের হাত থেকে নাও আমায় বাঁচিয়ে।

ঐ............


করেছি যে কত পাপ

জানি হবে না মাফ

তবু তোমার কাছে যাই বারবার

ভুলে যায় নেয়ামত

তোমার ঐ বরকত

বন্ধ করনি তবু আমার আহার

সীমাহীন দয়াময় ক্ষমা করো

তোমার রহম দিয়ে দাও আমায় ভিজিয়ে ||

শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

মনের খবর তুমিই জানো

মনের খবর তুমিই জানো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

মনের খবর তুমিই জানো
মালিক রব্বানা,
আমি অধম তোমার বান্দা
করেছি গোনাহ ।

চাই না যেতে জাহান্নামে
করো গো তুমি মাফ,
ওগো মাওলা মনের ময়লা
দাও করে দাও সাফ ।
মাওলা.... ওগো মাওলা....
মাওলা.... ওগো মাওলা.....
মনের খবর তুমি জানো.....ঐ

এই পৃথিবীর মোহে পড়ে
করেছি অপরাধ,
অজানাতে দিয়েছি কতো
মিথ্যা অপবাদ ।

আমায় তুমি ক্ষমা করো
ওগো রাব্বানা ।
আমি অধম তোমার বান্দা
করেছি গোনাহ ।
মাওলা.... ওগো মাওলা....
মাওলা.... ওগো মাওলা.....
মনের খবর তুমি জানো.....ঐ

বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

অনন্তকাল রেখো জারি


অনন্তকাল রেখো জারি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

অনন্তকাল রেখো জারি
আমাদের আমল,
ওগো প্রভু এই মুনাজাত
করো তুমি কবুল ।

তোমার দয়া ছাড়া মোরা
নাজাত পাবোনা,
তুমি মোদের মেটাও জানি
মনের বাসনা ।
তোমার দয়ার আশায় আমার
হয় যে মন ব্যাকুল ।
ওগো প্রভু এই মুনাজাত
করো তুমি কবুল ।

চাই না আমি তোমার কাছে
সম্পদশালী হতে,
চাই যে আমি বারেবারে
পাপের মুক্তি পেতে ।
আমার প্রতি রহম করো
তুমি যে নির্ভুল ।
ওগো প্রভু এই মুনাজাত
করো তুমি কবুল ।

মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

রহমানের দয়া থেকে

রহমানের দয়া থেকে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

রহমানের দয়া থেকে
নিরাশ হয়ো নাকো,
রহমানের পথেই তুমি
তোমার জীবন রাখো ।

যার দয়াতে তুমি সৃষ্টি
সৃষ্টি এই জগৎ,
তারই দেওয়া এই যে হাওয়া
অফুরন্ত নিয়ামত ।
তবু তুমি সেই রবেরই
কেমনে ভুলে থাকো !
রহমানের পথেই তুমি
তোমার জীবন রাখো ।

যার দয়ার শুকুর গুজার
সব যে সৃষ্টি করে,
অতি দায়ার সৃষ্টি মানুষ
ভুলে কেমন করে !
সেই রবের‌‌ই ভালোবাসা
এই জীবনে মাখো ।
রহমানের পথেই তুমি
তোমার জীবন রাখো ।।

রবিবার, ৬ নভেম্বর, ২০২২

জীবন নামের ঘড়িটাকে

জীবন নামের ঘড়িটাকে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

জীবন নামের ঘড়িটাকে অচল বানালি,
এমন দামি জীবনটাকে
কেমনে ভুলে গেলি রে তুই
কেমনে ভুলে গেলি ?

নয় তো দামি সোনাদানা
তোর জীবনের থেকে,
ওরে থাকলে জীবন তবে দামি
যা যাবি সব রেখে ।
এমন সুযোগ আর পাবিনা
উড়লে পরান পাখি রে তোর
উড়লে পরান পাখি ।

এই জীবনেরই জীবন পথে
বাঁধতে হবে ঘর,
ওরে আজকে যারা আপন তোরে
করবে সেদিন পর ।
সময়টাকে লাগাও কাজে
আর বা কদিন বাকি রে তোর
আর বা কদিন বাকি ।।

আত্মহত্যা মহাপাপ

আত্মহত্যা মহাপাপ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আত্মহত্যা মহাপাপ
যেও না ভাই ওই পথে,
নয়রে শহীদ এমন পাপী
যাবে না জান্নাতে ।

এই যে জীবনকে যারা
না শুকুর করে,
শান্তি কী তা চিনবে না সে
তার জীবন ভরে ।
তাই তো বলি জীবন কাটাও 
দ্বীন ইসলামের পথে,
নয়রে শহীদ এমন পাপী
যাবে না জান্নাতে ।

দুঃখ কষ্ট সব কিছু যে
হয় রে খোদার পরীক্ষা,
তুমি যেন পদে পদে
নিতে পারো শিক্ষা ।
তাই তো তোমার থাকতে হবে
ধৈর্যশীলদের সাথে,
নয়রে শহীদ এমন পাপী
যাবে না জান্নাতে ।

সেরা নবী

            সেরা নবী
তরিকুল ইসলাম খালাসী

তুমি নবীদের সেরা নবী,
তোমার কাছে হার মানে রবি ।
তুমি ছাড়া কেউ জান্নাতি হবে না,
তাই স্বপ্নে দেখতে চাই তোমার ছবি ।

তারার আলোতে পথ
যায় না দেখা,
তোমার দেখানো পথে
অন্ধ যায় একা ।
তোমার দেখানো পথ সরল সোঁজা
তাই জীবনে মেনে নিয়েছি সবি।

তুমি যে পথে যাও
আলো হয়ে যায়,
অন্ধকার সব
দূরে সরে যায় ।
তোমার আলোতে ধরা হলো আলোকিত,
তাই তোমার শেখানো পড়ি তাসবি ।।

এই পৃথিবীর মায়ায় পড়ে

এই পৃথিবীর মায়ায় পড়ে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

এই পৃথিবীর মায়ায় পড়ে
ভুল যে করি বারেবার,
তুমি মোরে ক্ষমা করো
ওগো মালিক পরওয়ারদেগার ।

তুমি সেরা সৃষ্টি করে
বানিয়েছ এই আমার,
তাই তো আমি বারেবারে
শুকুর গুজার করি তোমার ।
ক্ষমার যোগ্য করো মোরে
হইনি নিরাশ তোমার দয়ার ।
তুমি মোরে ক্ষমা করো
ওগো মালিক পরওয়ারদেগার ।

সুস্থ সবল দেহ দিলে
বোঝার মতো দাওগো মন,
অবুঝ মনের মত যেন
না হারিয়ে যায় জীবন ।
এই আশাতে আসি ফিরে
তোমার কাছে বারেবার ।
তুমি মোরে ক্ষমা করো
ওগো মালিক পরওয়ারদেগার ।