বুধবার, ২১ অক্টোবর, ২০২০

ভারত আমার

ভারত আমার 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা,বাদুড়িয়া 

ভারত আমার জন্মভূমি, 
ভারত আমার দেশ । 
এই মাটিতে বাঁচবো মোরা, 
এই মাটিতেই হবো শেষ । 
এই মাটিতে বেঁচে থাকা 
আমার অধিকার । 
 শিয়াল শগুনের হাত থেকে দেশ
বাঁচাতে হবে এবার । 
ঝাঁকে ঝাঁকে ওঠো জেগে 
দাও স্লোগান 
দূর্নীতি আর ধান্দাবাজী 
হবেই এবার শেষ ।।

দাও খুলে দাও

দাও খুলে দাও তরিকুল ইসলাম খালাসী মধ্যবেনা,বাদুড়িয়া দাও খুলে দাও বন্ধ তালা দুর্নীতির ঐ বেড়াজাল, নাও হাতে নাও জয়ের নিশান ধরো শক্ত হাতে পাল । দাও বুঝিয়ে দাও তুমি দাও বুঝিয়ে দাও মিথ্যা পরাজয়, সত্য হবেই জয় । সত্য পথে চলতে হবে নির্ভীক তোমার হতে হবে নাও হাতে নাও ঢাল জীবন দিয়ে লড়তে হবে একদিন তোমার মরতে হবে আজ নতুবা কাল । দাও গুড়িয়ে দাও তুমি দাও গুড়িয়ে দাও শয়তানের ওই আস্তানা, অধর্মের ওই কারখানা ।

হাতে যদি থাকে আলো

হাতে যদি থাকে আলো
 তরিকুল ইসলাম খালাসী 
 মধ্যবেনা,বাদুড়িয়া 

 হাতে যদি থাকে আলো 
 ঘুচে যাবে আঁধার কালো, 
ভাই রে ও ভাই রে ভাই রে ও ভাই রে ।
 সময়ের সাথে চলো জীবনটা বদলে ফেলো, 
থেকো না আর আঁধারে
 ও ভাই রে,ভাই রে । 
 যেনে বুঝে কথা বলো
 কথা মতো চলাই ভালো,
তা যে না হলে-
 জীবন ঝরবে অকাতরে । 
ও ভাই রে,ভাই রে ।






করোনা থেকে মুক্তি পেতে

করণা থেকে মুক্তি পেতে তরিকুল ইসলাম খালাসী মধ্যবেনা, বাদুড়িয়া করোনাতে মানা যতো সব কিছুকেই মানো ভাই, সাস্থ‍্য ভালো থাকবে তবে এই কথা কি ভুলা যায়! প্রথম কথা হাতটা ধোয়া হবেই অযূর মতো তার পরেতেই ঢাকবে মুখ বুরকা পরার মতো । সাস্থ ভালো রাখতেই হবে এই আমাদের জীবনপন । রোগব্যাধি বন্ধু তো নয় করতে পারে ধ্বংস পরিচ্ছন্ন নাও করে নাও জীবনেরই অংশ । থাকতেই হবে ভালো তোমায় ভালোবাসি আজীবন ।

সবই বলো কার দান

সবই বলো কার দান
তরিকুল ইসলাম খালাসী
মধ‍্যবেনা, বাদুড়িয়া

পাখি তুমি কার হুকুমে গেয়ে যাও গান,
ভোমরা তুমি কোথায় পাও এতো মধুর ঘ্রাণ ।
প্রজাপতির ডানায় এলো রঙবেরঙ্গের রঙ
সবই বলো কার দান।

ভোরের শেষে সূর্য এসে বললো হেসে,
আকাশ ফুঁড়ে এসেছি আমি ভালোবেসে ।
ফুলের কুঁড়ি তাড়াতাড়ি পাপড়ি মেলে ছোটায় ঘ্রাণ,
সবই বলো কার দান।

হঠাৎ করে বৃষ্টি এসে সৃষ্টি করে একটি সুরে
ঝির্ ঝির্ ঝির্ মিষ্টি কলোতান।
দৃষ্টি ভরে দেখার পরে চিন্তা করে বলো এবার
সবই কার দান ।

২০২০

শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

মারণ ব্যাধি

             মারণ ব্যাধি
     তরিকুল ইসলাম খালাসী
        মধ্যবেনা,বাদুড়িয়া

মারণ ব্যাধিতে ভুগছি মোরা
ভুগছে সারা দেশ,
জানি না মোরা জানি না
এর কোথায় আছে শেষ ।

হয় তো মোদের পাপের ফল
ফলছে এই দুনিয়ায়,
তবুও আজ মানুষের
নাই! কোনো হুঁশ নাই ।

অন্যায় অবিচারের অন্তরালে
আজ সবাই মশগুল
ভুলের মতো ভুল ঢাকতে গিয়ে হয়
আরো কতো ভুল ।

মরিচা পড়েছে মনে
দেহটি দেখতে ভদ্র
যায় না চেনা যায় না
সে যে কতো অভদ্র ।

সুঁচের মতো ছিদ্র যখন
করতে পারে ধ্বংস 
ধ্বংস মানেই মনে রেখো
এটা আজাবের কিছু অংশ ।।
            -----------

মানবতার একটাই নাম

        মানবতার একটাই নাম (গান)
       তরিকুল ইসলাম খালাসী
           মধ্যবেনা,বাদুড়িয়া

আকাশে আকাশে, বাতাসে বাতাসে
চারিদিক চারিদিক একটাই নাম । ২বার
ইয়া-রাসূলাল্লাহ্ ইয়া-হাবিবাল্লাহ্
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২বার
              ঐ
যে নবীর আগমনে
সূর্যো আড়াল করে দিনে । ২বার
সেই নবীর নামে দুরূদ পড়ে
বনের হরিণে।
ইয়া-রাসূলাল্লাহ্ ইয়া-হাবিবাল্লাহ্
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২বার
             ঐ
যে নবীর সাফায়াতে
গুনাহ-গার যাবে জান্নাতে। ২বার
সেই নবীর নামে পড়ছে দুরূদ
ফিরিস্তারা ওই দিনে রাতে।
ইয়া-রাসূলাল্লাহ্ ইয়া-হাবিবাল্লাহ
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২বার

সবাই বলো কার দান

            সবই বলো কার দান
       মোঃ তরিকুল ইসলাম খালাসী
              মধ‍্যবেনা, বাদুড়িয়া
পাখি তুমি কার হুকুমে গেয়ে যাও গান,
ভোমর কোথায় পাও এতো মধুর ঘ্রাণ ।
প্রজাপতির ডানায় এলো রঙবেরঙ্গের রঙ
সবই বলো কার দান।

ভোরের শেষে সূর্য এসে বললো হেসে
আকাশ ফুঁড়ে এসেছি আমি ভালোবেসে ।
ফুলের কুঁড়ি তাড়াতাড়ি পাপড়ি মেলে ছোটায় ঘ্রাণ সবই বলো কার দান।

হঠাৎ করে বৃষ্টি এসে সৃষ্টি করে একটি সুরে
ঝির্ ঝির্ ঝির্ মিষ্টি কলোতান।
দৃষ্টি ভরে দেখার পরে চিন্তা করে বলো এবার
সবই কার দান ।

তুমি ফিরে পাবে

           তুমি ফিরে পাবে
     তরিকুল ইসলাম খালাসী
          মধ্যবেনা,বাদুড়িয়া

তুমি ফিরে পাবে সব কিছু
শুধু অপেক্ষা করতে হয়
দিন ফুরালে আবার আসে দিন
ত‍্যাগের বিনিময় ।

অতিতে ফেলে আসা দিন গুলি
শুধু আমাদের দিকে ফিরে ফিরে চায়
শত ব‍্যাথা আর বেদনার কথা
সব কিছু কি ভুলা যায় !

তুমি দু-টি পথ থেকে বেছে নাও
তোমার নাজাতের পথ
অতীত আর বর্তমান সামনে রেখে
ভুলো না ভবিষ্যত্ ।।

করোনা থেকে মুক্তি পেতে

করণা থেকে মুক্তি পেতে
তরিকুল ইসলাম খালাসী
    মধ্যবেনা, বাদুড়িয়া

করোনাতে মানা যতো
সব কিছুকেই মানো ভাই,
সাস্থ‍্য ভালো থাকবে তবে
এই কথা কি ভুলা যায়!

প্রথম কথা হাতটা ধোয়া হবেই অযূর মতো
তার পরেতেই ঢাকবে মুখ বুরকা পরার মতো ।
সাস্থ ভালো রাখতেই হবে
এই আমাদের জীবনপন ।

রোগব্যাধি বন্ধু তো নয় করতে পারে ধ্বংস
পরিচ্ছন্ন নাও করে নাও জীবনেরই অংশ ।
থাকতেই হবে ভালো তোমায়
ভালোবাসি আজীবন ।