শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

মানবতার একটাই নাম

        মানবতার একটাই নাম (গান)
       তরিকুল ইসলাম খালাসী
           মধ্যবেনা,বাদুড়িয়া

আকাশে আকাশে, বাতাসে বাতাসে
চারিদিক চারিদিক একটাই নাম । ২বার
ইয়া-রাসূলাল্লাহ্ ইয়া-হাবিবাল্লাহ্
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২বার
              ঐ
যে নবীর আগমনে
সূর্যো আড়াল করে দিনে । ২বার
সেই নবীর নামে দুরূদ পড়ে
বনের হরিণে।
ইয়া-রাসূলাল্লাহ্ ইয়া-হাবিবাল্লাহ্
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২বার
             ঐ
যে নবীর সাফায়াতে
গুনাহ-গার যাবে জান্নাতে। ২বার
সেই নবীর নামে পড়ছে দুরূদ
ফিরিস্তারা ওই দিনে রাতে।
ইয়া-রাসূলাল্লাহ্ ইয়া-হাবিবাল্লাহ
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২বার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন