তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা,বাদুড়িয়া
ভারত আমার জন্মভূমি,
ভারত আমার দেশ ।
এই মাটিতে বাঁচবো মোরা,
এই মাটিতেই হবো শেষ ।
এই মাটিতে বেঁচে থাকা
আমার অধিকার ।
শিয়াল শগুনের হাত থেকে দেশ
বাঁচাতে হবে এবার ।
ঝাঁকে ঝাঁকে ওঠো জেগে
দাও স্লোগান
দূর্নীতি আর ধান্দাবাজী
হবেই এবার শেষ ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন