শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

তুমি ফিরে পাবে

           তুমি ফিরে পাবে
     তরিকুল ইসলাম খালাসী
          মধ্যবেনা,বাদুড়িয়া

তুমি ফিরে পাবে সব কিছু
শুধু অপেক্ষা করতে হয়
দিন ফুরালে আবার আসে দিন
ত‍্যাগের বিনিময় ।

অতিতে ফেলে আসা দিন গুলি
শুধু আমাদের দিকে ফিরে ফিরে চায়
শত ব‍্যাথা আর বেদনার কথা
সব কিছু কি ভুলা যায় !

তুমি দু-টি পথ থেকে বেছে নাও
তোমার নাজাতের পথ
অতীত আর বর্তমান সামনে রেখে
ভুলো না ভবিষ্যত্ ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন