সবই বলো কার দান
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
পাখি তুমি কার হুকুমে গেয়ে যাও গান,
ভোমরা তুমি কোথায় পাও এতো মধুর ঘ্রাণ ।
প্রজাপতির ডানায় এলো রঙবেরঙ্গের রঙ
সবই বলো কার দান।
ভোরের শেষে সূর্য এসে বললো হেসে,
আকাশ ফুঁড়ে এসেছি আমি ভালোবেসে ।
ফুলের কুঁড়ি তাড়াতাড়ি পাপড়ি মেলে ছোটায় ঘ্রাণ,
সবই বলো কার দান।
হঠাৎ করে বৃষ্টি এসে সৃষ্টি করে একটি সুরে
ঝির্ ঝির্ ঝির্ মিষ্টি কলোতান।
দৃষ্টি ভরে দেখার পরে চিন্তা করে বলো এবার
সবই কার দান ।
২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন