বুধবার, ২১ অক্টোবর, ২০২০

দাও খুলে দাও

দাও খুলে দাও তরিকুল ইসলাম খালাসী মধ্যবেনা,বাদুড়িয়া দাও খুলে দাও বন্ধ তালা দুর্নীতির ঐ বেড়াজাল, নাও হাতে নাও জয়ের নিশান ধরো শক্ত হাতে পাল । দাও বুঝিয়ে দাও তুমি দাও বুঝিয়ে দাও মিথ্যা পরাজয়, সত্য হবেই জয় । সত্য পথে চলতে হবে নির্ভীক তোমার হতে হবে নাও হাতে নাও ঢাল জীবন দিয়ে লড়তে হবে একদিন তোমার মরতে হবে আজ নতুবা কাল । দাও গুড়িয়ে দাও তুমি দাও গুড়িয়ে দাও শয়তানের ওই আস্তানা, অধর্মের ওই কারখানা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন