বুধবার, ২১ অক্টোবর, ২০২০

করোনা থেকে মুক্তি পেতে

করণা থেকে মুক্তি পেতে তরিকুল ইসলাম খালাসী মধ্যবেনা, বাদুড়িয়া করোনাতে মানা যতো সব কিছুকেই মানো ভাই, সাস্থ‍্য ভালো থাকবে তবে এই কথা কি ভুলা যায়! প্রথম কথা হাতটা ধোয়া হবেই অযূর মতো তার পরেতেই ঢাকবে মুখ বুরকা পরার মতো । সাস্থ ভালো রাখতেই হবে এই আমাদের জীবনপন । রোগব্যাধি বন্ধু তো নয় করতে পারে ধ্বংস পরিচ্ছন্ন নাও করে নাও জীবনেরই অংশ । থাকতেই হবে ভালো তোমায় ভালোবাসি আজীবন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন