বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

তরিকুল ইসলাম খালাসীর লেখা প্রকাশিত গান গুলি

আমার লেখা বাংলাদেশ থেকে যে গান গুলি প্রকাশিত হয়েছে। 

1.
"ওগো রব" 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী: সাদিয়া আক্তার (বাংলাদেশ)
সুরকার: সাহাদাত হোসেন রাকিব (বাংলাদেশ)
Creative Studio
https://youtu.be/Z3j1xVwxZa8 

2.
অনন্তকাল রেখো জারী আমাদের
#আমল
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুর ও শিল্পী: এস এম মঈন (বাংলাদেশ)
Heaven tune 
https://youtu.be/Ncufi5tgNYQ 

3.
ঈদ মোবারক ঈদ 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
শিল্পী: আকসা বিনতে আনাস, শায়লা বিনতে বাশার, এবং সিফা বিনতে বাশার (বাংলাদেশ) 
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ) 
women's heaven tv 
https://youtu.be/FoKu1_GTu44 

4.
রহমতের মাস 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী: শায়লা বিনতে বাশার (বাংলাদেশ) 
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ) 
women's heaven tv  
https://youtu.be/xli0foSkCYI 

5.
আল্লাহকে বলো 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
শিল্পী: আশরাফুল ইসলাম জয়নাল (বাংলাদেশ) 
 সুরকার: শেখ ইসমাইল (বাংলাদেশ) 
https://youtu.be/xpufNRb9ad8?si=EdmsYhVlHRsWXDNv 
Famous tune 

6.
ঈদ মোবারক
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুর ও শিল্পী: ইকরাম আলী (কোলকাতা) 
Studio Light 
https://youtu.be/MGBqPksy6pE 

7.
চলো যায় ওই মিছিলে সামিল হই 
কথা ও সুর: তরিকুল ইসলাম খালাসী  
শিল্পী: এম ডি নাজিবুল ইসলাম 
Alokbarta Shilpi gosthi 
https://youtu.be/s09-Xlo3MC4 

8.
লেখাপড়া 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
শিল্পী: সারিহা, নুহা মাহজাবিন, তাসনিম, মুসাদ্দিকা, আতিয়া (হাওড়া জেলা) 
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ)
পরিচালক: শেখ তারিক আনোয়ার (হাওড়া জেলা)
Konther Sur 
https://youtu.be/wagCZ69O1HI 

9.
মানুষের বন্ধু 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুর ও শিল্পী: ইকরাম আলী (কোলকাতা 
আইডিয়াল সোশ্যাল ফাউন্ডেশন পরিচালিত 
থিম সং 
পরিচালক: জুলফিকার আলী মোল্লা (রাজারহাট লাউহাটি) 
ideal social foundation
https://fb.watch/k-SO3wQ7od/?mibextid=ZbWKwL  

10. 
মিথ্যা কভু বলো নাকো সোনা 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুর ও শিল্পী: মিনহাজউদ্দীন আবদুল্লাহ (মুর্শিদাবাদ) 
https://youtu.be/DBLVOIFAMj4?si=Mu3ST2pH_Z3wfOgp 

11. 
কষ্ট গুলো আল্লাহকে বলো 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার ও শিল্পী: শেখ ইসমাইল (বাংলাদেশ) 
ফেমাস টিউন
https://youtu.be/OaQzFF14Buw?si=ytBeELR1kn8KcfUy 

12. 
কুদৃষ্টি বদলে ফেলো 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার ও শিল্পী: শেখ ইসমাইল (বাংলাদেশ) 
ফেমাস টিউন 
https://youtu.be/XTW7_dnyNLY?si=9NXfcB3ZYu62zPSV 

13. 
মাটির খাঁচা
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার ও শিল্পী: শেখ ইসমাইল (বাংলাদেশ) 
ফেমাস টিউন 
https://youtu.be/4H65l3YLCyQ?si=D3W5Jcf5zou8sSFe 

14. 
মিটি মিটি জ্বলে তাঁরা 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার ও শিল্পী: মহাম্মদ ফাহিম (বাংলাদেশ) 
ফেমাস টিউন 
https://youtu.be/HKQKp0U5pXE?si=r3t0nCSY2TOMwzLi 

15. 
রাসূলের ভালোবাসা 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার ও শিল্পী: মহাম্মদ ফাহিম (বাংলাদেশ) 
ফেমাস টিউন 
https://youtu.be/kdjMTvvHj9U?si=GrVuGN0gcjK3JbZi 

16. 
আল্লাহর ভালোবাসা 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ) 
শিল্পী: মধ্যপ্রাণ শিল্পী গোষ্ঠী 
https://youtu.be/__LGW-xkEPE?si=sYBbfOG_9u6M5fv_ 

17. 
নবীর দিওয়ানা 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ) 
শিল্পী: কন্ঠের সুর ইউটিউব চ্যানেল 
পরিচালক: শেখ তারিক আনোয়ার (হাওড়া জেলা) 
https://youtu.be/u_qINcrU1eY?si=ezcUIQuUvEm7J9tU 

18. 
বন্ধু খায় বন্ধুর গোস্ত 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার: সংগ্রহীত 
শিল্পী: কন্ঠের সুর ইউটিউব চ্যানেল 
পরিচালক: শেখ তারিক আনোয়ার (হাওড়া জেলা)
https://youtu.be/VqW5O5qtaTc?si=t952hivJciPuVqAO

19. 
থিম সং : যেখানেই শিক্ষা সেখানেই আমরা 
কথা: তরিকুল ইসলাম খালাসী   
সুরকার ও শিল্পী: মিনহাজ উদ্দিন আবদুল্লাহ (মুর্শিদাবাদ) 
https://fb.watch/oQQEjWH0JG/?mibextid=ZbWKwL 

20. মিথ্যা মায়া 
কথা: তরিকুল ইসলাম খালাসী   
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ) 
শিল্পী: হেভেন টিউন সাতক্ষীরা 
https://youtu.be/rNZG21pgPKU?si=kvmH-gw2oLUDYzoP 

21. রবের ভালোবাসা 
কথা: তরিকুল ইসলাম খালাসী   
সুরকার: সাহাফিন আহমেদ (বাংলাদেশ) 
শিল্পী: হাফেজ তানভীর ইসলাম
কলরব শিল্পীগোষ্ঠী 
তারানা স্টুডিও বাংলাদেশ 
https://youtu.be/NZs93Kdjm6M?si=Czahp97AWOscUjmW 

22. চাঁদ দেখো রোজা রাখো 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: রুহুল আমিন (বাংলাদেশ)
স্টুডিও আরাফার শিশু শিল্পীরা 
https://youtu.be/52Ab0BEl_a4?si=zd7wdfn2FF4905z8 

23. কুরআনের পাখি গুলো ডেকে বলে যায় 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: রুহুল আমিন (বাংলাদেশ) 
শিল্পী: শিশু শিল্পী আদিবুল হাসানাত (বাংলাদেশ)
স্টুডিও তালহা  
https://youtu.be/lt5_7y4Kros?si=hWog_UKnBlwVPMT3 

24. আলিফুন বা 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুর: সংগ্রহীত 
শিল্পী: কন্ঠের সুর শিল্পীরা 
কন্ঠের সুর ইউটিউব চ্যানেল 
পরিচালক: শেখ তারিক আনোয়ার (হাওড়া জেলা)
https://youtu.be/IxzOYaNCtKM?si=j8_40baaKvxVObd6 

25. সংগ্রামী তিতুমীর 
কথা ও সুর: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী: হাসানুর ইসলাম (কোলকাতা) 
মাদানী স্টুডিও 
https://youtu.be/bthYyj7ROxQ?si=1dyu2HY58jQ1OnSI 

26. রাসূলের প্রেম 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী: ফারিন মুনতাহা নুসাইবা 
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ) 
women's heaven tv  
https://youtu.be/sRhjq0KmB-0?si=Y-IXyecI6MuUJC8i 

27. বৈধ পথে 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ) 
শিল্পী: মধ্যপ্রাণ শিল্পী গোষ্ঠী 
https://youtu.be/InUojI3fcvY?si=7WkgLJ51HRXW_ZMz 

28. কার নামেতে কুহু কুহু 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: শেখ ইসমাইল (বাংলাদেশ) https://youtu.be/wPXy_qGavf4?si=cHRyyGYzEYJR_zeP 

29. আলিফুন বা 2 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুর: সংগ্রহীত 
শিল্পী: কন্ঠের সুর শিল্পীরা 
কন্ঠের সুর ইউটিউব চ্যানেল 
পরিচালক: শেখ তারিক আনোয়ার (হাওড়া জেলা)  
https://youtu.be/Aj_yp5gXCco?si=UKhFDP75om7F9DNs 

30. ক্ষমা করে দাও 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার: মুহাম্মদ ফাহিম (বাংলাদেশ) 
পরিবেশনায়: রংধনুর দল শিল্পী গোষ্ঠী https://youtu.be/6hMFXPRO3yg?si=0HH8x0_NrEY2Jccj 

31. কুরআন 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার: হাসান নাকিব (বাংলাদেশ) 
পরিবেশনায়: রংধনুর দল শিল্পী গোষ্ঠী https://youtu.be/LZfW8GxGzdY?si=wVgZvmNIcg175l4E 

32. রাব্বানা 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: নাবিল আদনান (বাংলাদেশ) 
শিল্পী: রবিউল ইসলাম (বাংলাদেশ) 
পরিবেশনায়: হেভেন টিউন https://youtu.be/0pKw8wiT8e4?si=cwSCFpWac99txvkG 

34. নেকীর খাতা পুরন করো 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী ও সুরকার: হাসান নাকিব (বাংলাদেশ) 
পরিবেশনায়: স্টুডিও ওয়ান https://youtu.be/LRowk-AuhHQ?si=czgwxLUsMe6FZwsX 

35. দ্বীনদারিতা 
কথা: তরিকুল ইসলাম খালাসী  
সুরকার: হাসান নাকিব (বাংলাদেশ) 
পরিবেশনায়: রংধনুর দল শিল্পী গোষ্ঠী https://youtu.be/YlVlNlGsT7c?si=5w2cK7f_r1WFJ8NT 

36. ঝাঁকে ঝাঁকে পাখি ওড়ে 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী ও সুরকার: মুহাম্মদ ফাহিম (বাংলাদেশ) 
পরিবেশনায়: ফেমাস টিউন https://youtu.be/muZoQTPYHbw?si=BAirtWAIlQBqXmpp 

37. গীবত 
কথা : তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: মুহাম্মদ ফাহিম (বাংলাদেশ)
শিল্পী: আরবিত আরাফ (বাংলাদেশ) 
ফেমাস টিউন https://youtube.com/watch?v=8ZbSviQcwPc&si=Svmd3SZe0MSa9pHq 

38. তোমারি অধীন 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: রুহুল আমিন (বাংলাদেশ) 
শিল্পী: মাহফুজ রহমান নাহিদ (বাংলাদেশ) 
পরিবেশনায়: স্টুডিও তালহা https://youtu.be/hF2Iv8nBXh0?si=oUCabWBqMc0JXpO4 

39. মনের খবর তুমিই জানো 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী ও সুরকার: হাসান নাকিব (বাংলাদেশ) 
https://youtu.be/uAGjaNMCUEU?si=mWQ7Pl9ZFhdDbid8 

40. মুহাম্মদ রাসূল (সাঃ) 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী ও সুরকার: হাসান নাকিব (বাংলাদেশ) 
পরিবেশনায়: স্টুডিও ওয়ান https://youtu.be/3SPRVgvMVGM?si=BZDq6wXYzlwAwyxD 

41. রবের থেকে নাগো চেয়ে 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: রুহুল আমিন (বাংলাদেশ) 
শিল্পী: মুনতাসির ফাহিম (বাংলাদেশ) 
পরিবেশনায়: স্টুডিও তালহা https://youtu.be/gQBSRfBFKb4?si=lm14Q5DYQAwxLIzc 

42. ত্যাগের মাসের কুরবানী 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ) 
খুলনা হেভেন টিউন শিল্পী গোষ্ঠী https://youtu.be/7wY9AJVOUPg?si=79xFL7qRSxbD8_jr 

43. গীবত 
কথা ও সুর: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী: আব্বাস উদ্দিন 
https://youtu.be/Mblr2xWArLs?si=I5MhU19jdF8tzTIN 

44. রবের তরে 
কথা ও সুর: তরিকুল ইসলাম খালাসী 
শিল্পী: আব্বাস উদ্দিন 
https://youtu.be/vMutbcDHxK0?si=ynB6rFHR2_Htkr0P 

45. থিম সং: এম এস এইচ পাবলিক স্কুল 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: তাহসিন বিন আহসান (বাংলাদেশ) https://youtu.be/rTzLxJZ8_uE?si=YZ-O_vA4UqS1TTuh 

46. রবের পথে এসো 
কথা: তরিকুল ইসলাম খালাসী 
সুরকার: তাহসিন বিন আহসান (বাংলাদেশ) 
পরিবেশনায়: তামাদ্দুন শিল্পী গোষ্ঠী হাওড়া 
https://www.facebook.com/share/v/Bcvh6cWAdHB1pVw3/ 





দেখো প্রিয় নবী মুহাম্মাদের

দেখো প্রিয় নবী মুহাম্মাদের 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

দেখো প্রিয় নবী মুহাম্মাদের
পথটি মধুময়, 
ওগো মাবুদ তুমিই সয়ং 
তাঁরই পরিচয় । 
দেখো প্রিয় নবী................ 

এই পথে এসেছিলেন 
শত শত সাহাবাগণ, 
এই পথেই পেয়েছিলেন 
তাঁরা মুক্তির সন্ধান । 
এই পথে থাকতে আমি  
শহীদি মরণ চাই, 
ওগো মাবুদ তুমিই সয়ং 
তাঁরই পরিচয় । 
দেখো প্রিয় নবী................ 

এই পথে শহীদি সম্মান 
দিলে ওগো রাব্বানা, 
এই পথে জাহান্নাম হারাম 
করেছো জান্নাত ঠিকানা ।  
এই পথেই কবুল করো 
ওগো মাবুদ দয়াময়, 
ওগো মাবুদ তুমিই সয়ং 
তাঁরই পরিচয় । 
দেখো প্রিয় নবী................।।

মরণের পরের হিসাব



মরণের পরের হিসাব 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

মরণের পরের হিসাব 
জানতে যদি মন, 
কখোনোই ধোঁকায় পড়ে 
কাটতো না জীবন । 
মরণের পরের............. 

কখোনো পড়তে না ওই
মায়ার জালে, 
কখোনোই কাটতো না দিন 
মিথ্যা বলে । 
তখনও পেতে সময়... 
গড়তে জীবন, 
নিজেকে করতে তুমি 
পুনঃ গঠন । 
মরণের পরের............. 

তুমি কখনোই ছলচাতুরি 
করতে না, 
হিসাব ছাড়া অসৎ পথে
চলতে না ।  
তুমিই সদা করতে তখন...
কুরআন সাধন, 
যে কুরআন এসেছে ওই 
গড়তে জীবন । 
মরণের পরের............. ।।




জায়নামাজে কাটলে সময়

জায়নামাজে কাটলে সময় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

জায়নামাজে কাটলে সময়
রবকে পাবে ভাই,
রবকে খুশি করতে তুমি 
যাও চলে সিজদা'ই । 
ওই সিজদাতে রবের ডেকে 
মনের কথা বলতে হয় । 
জায়নামাজে কাটলে.......... 

রবের প্রতি আস্থা যদি 
না থাকে তোমার, 
কেমন করে পাবে তবে 
রবের ওই দিদার । 
সেই দিদার পেতে রবের দ্বারে 
হাতদুটি ভাই তুলতে হয় । 
জায়নামাজে কাটলে..............

রবের আদেশ মেনে যদি
যায় কেটে দিন,
তবে তুমিই হবে সম্মানীত 
জানি যে সেদিন । 
তাই রবের ভালোবাসা পেতে 
পথেই তোমার থাকতে হয় ।
জায়নামাজে কাটলে..............।।

দাজ্জালের ফিতনা ঘরে ঘরে

দাজ্জালের ফিতনা ঘরে ঘরে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দাজ্জালের ফিতনা ঘরে ঘরে 
রাখবে ঈমান কেমন করে ! 
ভাই ভাইয়ে নেই মিল 
অন্তরে দিলো খিল 
কুলষিত এ জীবন
কাটে অন্ধকারে ।
দাজ্জালের ফিতনা.................. 

পোশাকে ঢেকে দাজ্জাল 
নিজেকে আওলিয়া মনে করে, 
ফিতনা ফাসাদের বুলি 
দিকে দিকে দেয় ভরে ।
ওই দাজ্জাল থেকে তাই
শতর্ক থাকা চাই  
সত্য দ্বীন'টি পালন করে ।
দাজ্জালের ফিতনা.................. 

দাজ্জাল সদা ব্যস্ত 
দলটি ভারী করবার তরে, 
যারা হবে তার অধিনস্ত 
তারা থাকবে ধ্বংসের কিনারে ।
সেই ধ্বংস থেকে তাই
ওগো রব ক্ষমা চাই 
ক্ষমা করে দাও এই বান্দা'রে ।
দাজ্জালের ফিতনা................... ।।






বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

একদিন ভূবন থেকে

একদিন ভূবন থেকে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

একদিন ভূবন থেকে
দেবো পাড়ি, 
আমার থমকে যাবে 
সময়ের ঘড়ি । 
আসবে রেখে নির্জনে সব 
আপনও স্বজন, 
এতো বাহাদুরি আমার
আমি করবো কি তখন! 
একদিন ভবন থেকে..............

বিলাসবহুল গাড়ি বাড়ি 
গড়েছি ঘুষের টাকায়, 
সব হারিয়ে এখন আমি 
হয়েছি নিরুপায় । 
আমার এই নিরুপায় জীবন যদি....
জানতো কারোর মন ।
এতো বাহাদুরি আমার
আমি করবো কি তখন! 
একদিন ভবন থেকে.............. 

শত অপরাধ সঠিক বলে 
কাটিয়েছি দিন, 
চোখে সেদিন লাগতো আমার 
সবই যে রঙিন । 
সেই রঙিন মায়ার হাতছানিতে....
আজ আমার এই পতন ।
এতো বাহাদুরি আমার
আমি করবো কি তখন! 
একদিন ভবন থেকে.............. ।।



মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

এসো ভাগ করে নিই "ঈদ আনন্দ"

এসো ভাগ করে নিই "ঈদ আনন্দ" 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

এসো ভাগ করে নিই ঈদ আনন্দ
ভুলে যায় সকল দ্বন্দ 
মিলে মিশে হই একাকার । 
এসো দূর করে দিই নিন্দা মন্দ 
নতুন সুরে বাঁধি ছন্দ 
পথশিশু হাঁসুক ওই আবার । 
এসো ভাগ করে নিই............... 

এসো জোস্না রাতের মত করে 
থাকি সবার পাশে,
হেঁসে খেলে ঈদ আনন্দ 
কাটায় ভালোবেসে । 
সেই ভালোবাসা হোকনা আবার 
দূর হয়ে যাক মনের আঁধার
ভাগ করে খাই খাবার ।
এসো ভাগ করে নিই............... 

এসো বসন্তের ফুল হেঁসে উঠুক
সকল ভালোবাসায়, 
নতুন ছন্দ থাকবে লেখা 
ইতিহাসের পাতায় । 
সেই ইতিহাস পড়বে দেখো 
আনন্দে মন তখনও থেকো 
ক্ষমার চোখেই দেখো যে সবার ।
এসো ভাগ করে নিই............... ।।


শনিবার, ১৬ মার্চ, ২০২৪

আল্লাহ তাআলা ডেকে ডেকে কয়

আল্লাহ তাআলা ডেকে ডেকে কয়  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আল্লাহ তাআলা ডেকে ডেকে কয় 
তুমিই হবে বিজয়, 
তোমার দ্বীন কায়েমের পথে 
যদি কেটে যায় সময় । 
আল্লাহ তাআলা ডেকে.........

শোনো প্রিয় দেখোনি 
ফিরাউনের বাহিনী, 
রবের হুকুম ব্যাতিরেকে
বাঁচতে ওরা পারিনি । 
সেই রবের পথে যায় ডেকে 
ও প্রিয় তোমায়, 
তোমার দ্বীন কায়েমের পথে 
যদি কেটে যায় সময় । 
আল্লাহ তাআলা ডেকে......... 

ধ্বংস হলো আবরাহার 
হস্তি ওই বাহিনী, 
সূরা ফিলে নাযিল হলো 
খুলে দেখো কাহিনী । 
বিজয় দেখো রবের পথে 
ইতিহাসের পাতা কয়, 
তোমার দ্বীন কায়েমের পথে 
যদি কেটে যায় সময় । 
আল্লাহ তাআলা ডেকে......... ।।


এই বরকত মাস'টা যেন

এই বরকত মাস'টা যেন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

আমি রোজাদার.. তুমি রোজাদার 
যদি মিথ্যা কথা বলি, 
রোজা হবে কেমন করে 
বন্ধু দিলে তুমি গালি । 

ঝগড়া বিবাদ চোগলখুরি
যদি এই দেহে থাকে, 
সওয়াব পাবে কেমন করে
তুমি রবের পক্ষ থেকে । 
উপোষ থাকার মাস তো নয়...
ভাবতে তোমায় বলি, 
রোজা হবে কেমন করে 
বন্ধু দিলে তুমি গালি ।  
আমি রোজাদার............

তুমি যদি হও চরিত্রবান 
আমানাত রক্ষাতে, 
সফলতা পাবে বন্ধু
এই রোজার মধ্য হতে ।
এই বরকত মাস'টা যেন... 
যায়না খালি খালি, 
রোজা হবে কেমন করে 
বন্ধু দিলে তুমি গালি । 
আমি রোজাদার............।।

বুধবার, ১৩ মার্চ, ২০২৪

এসো ভাগ করে নিই "ঈদ আনন্দ"

এসো ভাগ করে নিই "ঈদ আনন্দ" 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কলকাতা )

এসো ভাগ করে নিই 
ঈদ আনন্দ, ঈদ আনন্দ, 
এসো সব ভুলে যাই
আর কোনো নয় দ্বন্দ । 
এসো ভাগ করে.........

এসো মিলে মিশে হই একাকার 
দূর হোক মন্দ,
এসো নতুন সুরে বাঁধি আবার 
সেই মিলনের ছন্দ, 
সেই মিলনের ছন্দ ।
এসো ভাগ করে......... 

এসো পথ'হারাদের হাঁসি ফুটায় 
বসন্তের ফুল যেমন হাঁসে, 
এসো জোস্না রাতের মত করে 
থাকি সবার পাশে,
থাকি সবার পাশে ।
এসো ভাগ করে......... ।।