তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
ওরে কাবা'রে..
ওরে কাবা'রে,
তোর কাছে যেতে আমার
মনটা কাঁদে রে ।
ওরে কাবা'রে......
তোর বুকেতে ছিলেন আমার
প্রিয় নবীজি,
সেই নবীর প্রতি আল্লাহ তায়ালা
ছিলেনও রাজি ।
আল্লাহ তাআলা যেথায় রাজি
আমিতো চাই হতে হাজী
বাসা বেঁধে আছে আশা
মনটার ভিতরে ।
ওরে কাবা'রে...........
তোর ছোঁয়া পেতে চাই আমার
মনটা বারেবার,
তবে সেজদাতে পাবো আমি
রবের দিদার ।
সেই রবের দিদার পেতে এ মন
যাক হয়ে যাক রক্ত ক্ষরণ
তবু যেন মনটা হুহু করে ।
ওরে কাবা'রে........... ।।