মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

ওরে কাবা'রে

ওরে কাবা'রে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

ওরে কাবা'রে.. 
ওরে কাবা'রে, 
তোর কাছে যেতে আমার
মনটা কাঁদে রে । 
ওরে কাবা'রে...... 

তোর বুকেতে ছিলেন আমার 
প্রিয় নবীজি, 
সেই নবীর প্রতি আল্লাহ তায়ালা 
ছিলেনও রাজি । 
আল্লাহ তাআলা যেথায় রাজি 
আমিতো চাই হতে হাজী 
বাসা বেঁধে আছে আশা 
মনটার ভিতরে ।
ওরে কাবা'রে........... 

তোর ছোঁয়া পেতে চাই আমার
মনটা বারেবার, 
তবে সেজদাতে পাবো আমি 
রবের দিদার । 
সেই রবের দিদার পেতে এ মন 
যাক হয়ে যাক রক্ত ক্ষরণ 
তবু যেন মনটা হুহু করে ।
ওরে কাবা'রে........... ।।

দ্বীনের পথে থাকতে তোমার

দ্বীনের পথে থাকতে তোমার
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

দ্বীনের পথে থাকতে তোমার 
কেন এতো লাজ, 
এসো আল্লাহ তায়ালার হুকুম মেনে 
করি মোরা কাজ । 
দ্বীনের পথে................

না চাওয়াতে যায় পেয়ে যায় 
মনের চাওয়া যতো, 
মনকে প্রশ্ন করে দেখো 
তার নিয়ামত কতো ! 
যার নিয়ামতের নাই সীনা....... 
তিনিই শ্রেষ্ঠ রাজ, 
এসো আল্লাহ তায়ালার হুকুম মেনে 
করি মোরা কাজ । 
দ্বীনের পথে................

ইচ্ছা মতো জীবন যাপন
করলে তুমি ভাই, 
মরতে হবে গেছো ভুলে 
এই দুনিয়ায় । 
শুনে রাখো পরতে হবে...... 
জাহান্নামের তাজ ।
এসো আল্লাহ তায়ালার হুকুম মেনে 
করি মোরা কাজ । 
দ্বীনের পথে................।।



এই ধরাতে

এই ধরাতে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

ও... ও... ও.......
আ...আ...আ...... ঐ
এই ধরাতে... 2বার
সীমালংঘন করোনা 
যুবক যুবতী । 2বার
আমরা মানুষ নামে খ্যাতি 
ও আমরা মানুষ নামে খ্যাতি ।

মানুষের পরিচয়
মানুষ হওয়া, 
অন্যায় ও কূ'কামে 
না যাওয়া। 2বার
তাই'তো আঁধারেও জ্বলে বাতি..... 2বার
আমরা মানুষ নামে খ্যাতি 
ও আমরা মানুষ নামে খ্যাতি ।
ও... ও... ও.......
আ...আ...আ......  

ওই দেখো কত যুবক 
হচ্ছে শহীদ, 
অন্যায় রুখেছে 
বীর মুজাহিদ । 2বার
জীবন'কে ঝুঁকি নেওয়া মানব নীতি.... 2বার
আমরা মানুষ নামে খ্যাতি 
ও আমরা মানুষ নামে খ্যাতি ।
ও... ও... ও.......
আ...আ...আ......  
এই ধরাতে.............।।

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

রহমান

রহমান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

রহমান..রহমান..রহমান..রহমান..

রহমান তোমার মতে তোমার পথে 
আমাকে কবুল করে নাও, 
রহমান হক বাতিলের দ্বন্দ্ব থেকে
আমাকে নাও বাঁচিয়ে নাও । 

রহমান..রহমান..রহমান..রহমান.. 

রহমান ওই আকাশের হুরবালারা
তোমার হুকুম মানে, 
রহমান চাঁদ সূর্য গ্রহ তারা 
মগ্ন তোমার ধ্যানে ।
রহমান তোমার রহম ধারা বোঝার... 
দাও তাওফীক দাও।
রহমান হক বাতিলের দ্বন্দ্ব থেকে
আমাকে নাও বাঁচিয়ে নাও । 

রহমান..রহমান..রহমান..রহমান.. 

রহমান তোমার নামেই ওই পাপিয়া 
গান গেয়ে যায়,
রহমান ফুল কলি'রা ছন্দ তালে
খোশবু যে ছড়ায় ।
রহমান তোমার হুকুম মেনে চলার...
দাও তাওফীক দাও।  
রহমান হক বাতিলের দ্বন্দ্ব থেকে
আমাকে নাও বাঁচিয়ে নাও । 

রহমান..রহমান..রহমান..রহমান..
রহমান তোমার মতে........... ।।

জানিনা কতদিন

জানিনা কতদিন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

জানিনা কতদিন কথা বলার 
সুযোগ আছে, 
ফোরালে সময় যেতে হবেই 
রবের কাছে ।
তাইতো রেখে যেতে চাই 
কিছু গান... 
যে গান হৃদয়কে কম্প ধরিয়ে 
বাড়াবে ঈমান । 
জানিনা কতদিন............

আমার কাজের মাঝে খুঁজে পেতে চাই
রব যে তোমার, 
অহংকারে যেন নিজেকে না করি শেষ 
হে পরওয়ারদেগার । 
তাইতো তোমারি গান লিখে যায় 
হে রহমান, 
যে গান হৃদয়কে কম্প ধরিয়ে 
বাড়াবে ঈমান । 
জানিনা কতদিন............

আমার থেকে তুমি নাও সবকিছুই 
বিনিময়ে দিও জান্নাত,
তোমার কাজে সদা ব্যস্ত থাকার 
দাও আমায় হিম্মত ।  
তাইতো তোমারি গান লিখে যায় 
হে রহমান, 
যে গান হৃদয়কে কম্প ধরিয়ে 
বাড়াবে ঈমান ।
জানিনা কতদিন............।।

রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

কেউ কারো নয়

কেউ কারো নয় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কেউ কারো নয়
এই দুনিয়ায়, 
মিছে মিছে শুধু 
আপনের অভিনয় ।  
ও..মিছে মিছে শুধু 
আপনের অভিনয় ।

জানি সব রেখে তোমার 
চলে যেতে হবে, 
ক্ষণস্থায়ীর এ জীবনে 
রবে না কেউ রবে । 
তবু কেন এতো আশা... 
ও ভাই..তবু কেন এতো আশা 
এই বুকে জমে রয় ।
মিছে মিছে শুধু 
আপনের অভিনয় ।  
কেউ কারো নয়.......... 

আপন যাদের বলো তুমি 
আপন শুধুই ভবে,
স্বার্থ ফুরালে তারা 
দূরে দূরে পিছে রবে । 
তাইতো বলি আপন শুধু...
ও ভাই..তাইতো বলি আপন শুধু 
রব ছাড়া কেহ নয় ।
মিছে মিছে শুধু 
আপনের অভিনয় ।  
কেউ কারো নয়.......... ।।

শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

যদি আমার আচারণে ও ভাই

যদি আমার আচারে ও ভাই 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যদি আমার আচারণে ও ভাই
কষ্ট পেয়ে থাকো, 
দোহাই তোমার কাছে আমার
ক্ষমার চোখে দেখো । 

আল্লাহ তাআলা করবে ক্ষমা 
জানি মোদের পাপ, 
বন্ধু ক্ষমা হবেনা তোমার 
দেওয়া অভিশাপ । 
তাই বন্ধু তুমি আমার প্রতি... 
কঠর হয়োনা নাকো ।
দোহাই ‌তোমার কাছে আমার
ক্ষমার চোখে দেখো । 
যদি আমার আচারণে......

বনী আদমকে করলে ক্ষমা 
তুমিও পাবে ক্ষমা,
সকল কাজের প্রতিদান ওই 
হবে আমলনামায় জমা । 
তাই বন্ধু তুমি হও হৃদয়বান 
ভুলে যেও নাকো ।
দোহাই ‌তোমার কাছে আমার
ক্ষমার চোখে দেখো । 
যদি আমার আচারণে......।।



কার নামেতে কুহু কুহু

কার নামেতে কুহু কুহু 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কার নামেতে কুহু কুহু 
করছিস কোকিল ছানা, 
কে'বা তোরে সময় মত 
দিচ্ছে মুখে দানা । 

ওই অজানায় যাচ্ছিস উড়ে 
দুটি পাখা মেলে, 
যিনি তোকে শক্তি দিলো 
তাঁকেই স্রষ্টা বলে ।
তোর কন্ঠের মিষ্টি সুরে...
ওরে তোর কন্ঠের মিষ্টি সুরে 
মনটা হয় দিওয়ানা । 
কে'বা তোরে সময় মত 
দিচ্ছে মুখে দানা ।  
কার নামেতে............  

তুই যে স্বাধীন তাই প্রতিদিন 
গাইতে পারিস গান,
কে'বা তোকে করলো স্বাধীন 
ওরে ভাগ্যবান । 
তাইতো তোরে বলবো আমি... 
ওরে তাইতো তোরে বলবো আমি 
ভুলিস না রাব্বানা ।
কে'বা তোরে সময় মত 
দিচ্ছে মুখে দানা ।  
কার নামেতে............ ।।