শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

অন্ধ বিবেক

অন্ধ বিবেক 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

রহমত নিয়ে আসছে ও ভাই 
তোমার কাছে রমাদান,  
অন্ধ বিবেক জাগিয়ে তোলার
সুযোগ দিলেন রহমান । 

আর কতো দিন অন্ধ সেজে 
থাকবে পৃথিবীতে, 
রব যে তোমায় ভালোবাসে 
এসোনা ভালো পথে ।
এমন সুযোগ আর পাবেনা 
পড়ে দেখো আল্ কুরআন, 
অন্ধ বিবেক জাগিয়ে তোলার
সুযোগ দিলেন রহমান । 

আহলান সাহলান শাহারু রমদান 
আহলান সাহলান মাহে রমদান ...

কতো দুঃখী পায় না খেতে 
ঘোরে পথে পথে, 
তোমার যাকাত দাও না কেন 
তুলে ওদের হাতে । 
ওরা অসহায় তুমি সহায় 
সবই তো তার দান, 
অন্ধ বিবেক জাগিয়ে তোলার
সুযোগ দিলেন রহমান ।। 

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

জানতে হবে পথটি

জানতে হবে পথটি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

জানতে হবে পথটি তোমার 
ভুল কি বা সঠিক, 
জেনে বুঝে পা বাড়ালেই 
হারাবে না ঠিক ।  

দিশাহারা হচ্ছে দেখো 
কতো ভাই ও বোন, 
অজানাতে যায় হারিয়ে 
আত্মীয় স্বজন ।
হাত ছানিতে ডাকছে তোমায় 
যাবে কোন্ দিক!
জেনে বুঝে পা বাড়ালেই 
হারাবে না ঠিক ।  

ধৈর্যশীল এর দলভুক্ত 
হতে যদি চাও, 
মুক্তি পাবে কোন্ পথে
নাও জেনে নাও । 
চাই না তোমার প্রভু আমার
জাহান্নামে দিক ।  
জেনে বুঝে পা বাড়ালেই 
হারাবে না ঠিক ।  

বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

কাল হাশরের ময়দানে

কাল হাশরের ময়দানে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কাল হাশরের ময়দানে 
উঠবেনা পা জবাব বিনে  
করবে কি তখন..
তুমি করবে কি তখন ।
এই দুনিয়া যার কারণে 
করলে ক্ষতি অকারণে 
সেদিন সে হবেনা আপন..
তোমার হবেনা আপন ।

মিছে আশা ভালোবাসা
স্বপ্ন যদি হয়, 
কেমনে পাবে বলো তুমি 
খোদার পরিচয় !
কি বা কাজে আসবে সেদিন 
এই গোছানো ধন, 
হঠাৎ তোমায় করতে হবে 
মৃত্যুর আলিঙ্গন । 

বাড়ি গাড়ি কোনো কড়ি 
আসবে না রে কাজে, 
রেশমী পোশাক দিয়ে বলো 
কি লাভ হবে সেজে ! 
থাকবে পড়ে সবকিছু যে
ছিঁড়বে তবু বাঁধন, 
হঠাৎ তোমায় করতে হবে 
মৃত্যুর আলিঙ্গন ।।

বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

কুরআনের মাস

কুরআনের মাস
তরিকুল ইসলাম খালাসী (কলকাতা)
মধ্যবেনা বাদুড়িয়া 

রহমতের মাস এলোরে
বরকতের মাস এলো ,
মাগফিরাতের মাস এলোরে 
নাজাতের মাস এলো ।।   
শোনো মমিন শোনো এলো মাহে রমজান
এই মাসে নাজিল হয় পবিত্র কুরআন । 

কামা কুঁতিবা আলাল্লাজিনা মিন কবলেকুম
লা আল্লাকুম তাত্তাকুন ।

হাজার পাপের পাপী তুমি 
পাপের ক্ষমা পেতে, 
এই মাসে লুটিয়ে পড়ো 
তুমি সিজদা তে । 
রবের কাছে দুহাত তুলে
চাওগো তুমি প্রাণ খুলে 
পাবে পরিত্রাণ ।
শোনো মমিন শোনো এলো মাহে রমজান
এই মাসে নাজিল হয় পবিত্র কুরআন । 

 
ওই কুরআনে লেখা আছে 
ভালো হবে কেমন করে, 
রাখলে রোজা পাবে মজা 
রব যদি নেয় কবুল করে ।
তাইতো তুমি বারে বারে 
সুযোগ মত রবের দারে 
করোগো আদান প্রদান ।
শোনো মমিন শোনো এলো মাহে রমজান
এই মাসে নাজিল হয় পবিত্র কুরআন ।

শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

জীবন মানে

জীবন মানে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

জীবন মানে নয় তো ও ভাই
আসা আর যাওয়া, 
জীবন মানে পরকালের 
জন্য তৈরী হওয়া । 

কদিন বা থাকবে তুমি 
এই পৃথিবীতে, 
আমলনামা নাও গুছিয়ে 
পাপের মুক্তি পেতে । 
হেলা ফেলা করোনা ভাই 
অনেক দামী জীবন পাওয়া ।
জীবন মানে পরকালের 
জন্য তৈরী হওয়া ।  

কাটাও সময় যদি তুমি 
বিলাসীতার মাঝে, 
উঁচু উঁচু দালান কোঠা 
লাগবে কি কাজে ? 
যদি না কাজে আসে 
তবে হলো শাস্তি কিনে নেওয়া । 
জীবন মানে পরকালের 
জন্য তৈরী হওয়া ।। 

কুরআনের জ্ঞান

কুরআনের জ্ঞান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

নিতে যদি চাও জ্ঞান 
পড় কুরআন, 
তবে তুমি পাবে ও ভাই
সমস্যার সমাধান ।

চারিদিকে অন্যায় 
জালিমের দাবানল, 
কুরআনের পথেই তবু 
থাকো তুমি অবিচল ।
তবে তুমি মুক্তি পাবে হাশরের দিন, 
রাসুলের সুপারিশে পাবে পরিত্রাণ । 

জালিমের পরিনতি দেখেছো কি
হয়েছে কতো ভয়াবহ,  
আগুনের শিখায় চাও জ্বালাতে কী
তোমার এই দেহ !
সময় সামনে রেখে রবের কাছথেকে 
নাও চেয়ে কুরআনের জ্ঞান । 

রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

আল্লাহকে বল

আল্লাহকে বল 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তোমার জমে থাকা কষ্টগুলো
আল্লাহকে বল, 
তার দেওয়া বিধি-বিধান মেনে 
সেই পথে চলো ।
আল্লাহকে বল তুমি আল্লাহকে বল 
আল্লাহকে বল । 

এই পৃথিবীর বিশালতা 
যার হাতে আছে,
মনের দুঃখ জানাও তুমি
তারই কাছে । 
সুযোগ বুঝে তারই কাছে 
দুহাত তুমি তোলো । 
আল্লাহকে বল তুমি আল্লাহকে বল
আল্লাহকে বল । 

যার কাছে ভাই চাইলে তুমি 
বিশাল খুশি হয়,
সেই তো মোদের মাবুদ আল্লাহ 
অতি দয়াময় । 
মনের দুঃখ গুনে গেঁথে 
শুধুই তাকে বল । 
আল্লাহকে বল তুমি আল্লাহকে বল
আল্লাহকে বল ।।