শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

দুচোখ মেলে দেখো

দুচোখ মেলে দেখো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তোমাকে ভালোবাসে যে সবার চেয়ে
তাকে কেমনে ভুলে থাকো !
তোমারই জন্য অগণিত নিয়ামত
দুচোখ মেলে দেখো । 

এই পৃথিবীর এতো মায়া 
সব কিছু পড়ে রবে, 
ক্ষনিকের মোহে তবু আছো ডুবে 
রবে না জেনেও ভবে । 
মিছে আশা ভালোবাসা স্বপ্ন নিয়ে 
তাকে কেমনে ভুলে থাকো !
তোমারই জন্য অগণিত নিয়ামত
দুচোখ মেলে দেখো । 

স্বার্থ ছাড়া ভালোবেসে তিনি
করেছে তোমাকেই সৃষ্টি, 
শ্রেষ্ঠ বানিয়ে দেয়নি ছেড়ে 
দিয়েছে দুচোখে দৃষ্টি ।
তবুও কেন বলো তুমি 
কেমনে ভুলে থাকো !
তোমারই জন্য অগণিত নিয়ামত
দুচোখ মেলে দেখো ।।

শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

রাসুলের প্রেম

রাসুলের প্রেম
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

রাসূলের প্রেম নেই যার মাঝে 
সে হৃদয় তো পোড়ো ঘর, 
তার চলা বলা সব কিছুতেই 
থাকে কুৎসিত অন্ধকার । 

রাসুলের ভালোবেসে ছিল 
ওমর আলী আবু বকর, 
শত সাহাবার প্রমাণ দিতে তাই 
হয়েছিল বদর । 
রাসুলের অপমানে কাঁদে না যদি 
তোমার ওই অন্তর, 
জানবে তবে তোমার হৃদয় 
আছে কুৎসিত অন্ধকার ।

রাসুলের ভালোবেসে তুমি 
দাও সরিয়ে মনের আঁধার,
রাসুলের প্রেম তবে পাবে 
পাবে হাউজে কাউসার । 
উম্মত উম্মত করবে সদা 
সুপারিশ করবে তোমার আমার, 
সেই রাসুলের আদর্শকে 
নাও জীবনে মেনে একবার ।। 

বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

তুমি আলোর পথে

তুমি আলোর পথে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
 
তুমি আলোর পথে
সত্যের মশাল জ্বালবে না!
হেসে হেসে শহীদের কাতারে
সামিল হবে না ।

জ্বলবে আলো ঘুচবে কালো
শান্তিই হবে ঠিকানা ।

ওই যে শিশু পড়ে আছে
পথের ধারে,
কতো যুবক হয় যে ধ্বংস
যুগের ভারে ।
তোমার দৃষ্টি ওদের ওপর
পড়বেনা ভাই পড়বেনা,
হেসে হেসে শহীদের কাতারে
সামিল হবে না ।

আলোর পথের সাথী বানাও
একটি একটি করে,
ইটের পরে আর একটি ইট
যেমন রাখে ধরে ।
তেমনি ভালোবাসা দিতে
ভুলো না ভাই ভুলো না
হেসে হেসে শহীদের কাতারে
সামিল হবে না ।

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

আমি তো তোমার নামে

আমি তো তোমার নামে
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

আমি তো তোমার নামে
তোমার শানে গায় রাব্বানা, 
আমি তো তোমার প্রেমে 
পাগল হয়ে দিল দিবানা । 
তুমি মোর অন্তর জামি 
আমি যে তোমার প্রেমী 
তোমায় পেতে চাই এ মন 
মনের বাসনা । 

তুমি মোদের দাওগো রিজিক
না চাওয়াতেই জানি, 
দিয়েছো আরো অশেষ নিয়ামত 
আবে জমজম পানি । 
সবই জানি তোমার দয়া 
অন্য কিছুইনা । 

তোমার রহম ধারায় বরকত 
দিয়েছো প্রতিটি কাজে, 
করি এ বিশ্বাস তুমি যে স্রষ্টা 
শুধু তোমাকেই সাজে ।
তোমার দেওয়া নিয়ামতের 
নেই তুলনা । 

অসৎ চিন্তা থেকে

অসৎ চিন্তা থেকে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া

কেউ না দেখুক দেখছে আল্লাহ 
এই কথাটা মনে রাখো, 
অসৎ চিন্তা থেকে তুমি
সর্বদা দূরে থাকো । 

হয়তো তুমি সারা জীবন
করলে ভালো কাজ, 
তারই মাঝে মাঝে মাঝে 
করেছো অসৎ কাজ । 
সেই পাপের জন্য ক্ষমা 
চাইতে ভুলো নাকো । 
অসৎ চিন্তা থেকে তুমি
সর্বদা দূরে থাকো । 

জার্রা সম ভালো কাজের 
পাবে প্রতিদান, 
নাও দেখে নাও ওই দুচোখে 
পবিত্র কুরআন । 
এই কুরআন খোদার বিধান 
তুমি মনে রেখো, 
অসৎ চিন্তা থেকে তুমি
সর্বদা দূরে থাকো । 


মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

কার হুকুম মানে

কার হুকুম মানে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

মিটিমিটি জ্বলে তারা 
কার হুকুম মানে ?
ওই সবুজের রঙের খেলা 
কার হুকুম মানে ?
বল কার হুকুম মানে ?

এই ধরণীর ধরনীতে, 
সব কিছু হয় দিনে রাতে ।
দিনের শেষে সূর্য বল কার হুকুম মানে ?
বল কার হুকুম মানে ? 
মিটিমিটি জ্বলে তারা.... 

ওই পিখিরা মেলে পাখা আকাশেতে ওড়ে, 
এই পৃথিবী কেমন করে আপন কক্ষে ঘোরে ?
সবাই সবার রবের মানে..
ভাবো না একবার মনে । 
মিটিমিটি জ্বলে তারা....।। 


কার দয়ায়

কার দয়ায় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ঝাকে ঝাকে পাখি ওড়ে 
পাখির আহার কে মিলায় ?
নানান রঙে ফোটে ফুল 
ফুলের সুভাষ কে ছড়ায় ? 

কার দয়ায় এই যে জীবন...
এত মধুময় এত মধুময় ।


কার সৃষ্টি এই পৃথিবীর 
নদী ও নালা, 
ওই সাগরে কোথায় ছিল
এতো মাছের মেলা ?

তারা কার হুকুম মেনে চলে... 
বলতে পার ভাই বলতে পার ভাই ? 

কার হুকুমে ঘড়ির কাঁটা 
সময় দিতে থাকে ?
তাইতো তোমায় বারেবারে 
মুয়াজ্জিন ডাকে । 

সেই ডাকেতে দাওগো সাড়া...  
বন্ধু ও আমায় বন্ধু ও আমায় ।